-
ফরেক্স মার্কেট এ আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে ভালো অনুশীলন এর কোন বিকল্প নাই । আপনি নতুন ট্রেডার হলে আপনাকে নুন্নতম ৬ মাস ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে । ফরেক্স এর সব নিয়ম কানুন জানতে হবে । ভালো আনালাইসিস করে ট্রেডিং করতে হবে । তার পর আপনি যদি বুঝেন আপনি রিয়েল অ্যাকাউন্ট এ লাভ করতে পারবেন তাহলে আপনি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করতে পারবেন ।
-
দক্ষ ট্রেডার হতে অনেক অনেক সময়ের প্রয়োজন। ধিরে ধিরে আপনি ফরেক্স এর সকল বিষয় যখন জানতে পারবেন এবং নিয়মিত টাকা ইনকাম করতে পারবে তখনই আপনি ফরেক্সে প্রচুর অভিজ্ঞা লাভ করতে পারবেন। সবসময় ফরেক্স এর সাথে থাকুন এবং নিয়মিত শিখুন
-
নতুন ট্রেডাররা চিন্তা করেন যে তারা কি ভাবে ভালভাবে ফরেক্সকে তাদের আওতার ভিতর আনতে পারবেন এবং তার লক্ষে তারা বিভিন্ন যায়গা বা বিভিন্ন ওয়েব সাইট দেখে থাকেন বার কারও কাছে থেকে টিপস নিয়ে থাকেন কিন্তু তারা ফরেক্স এ সফল হন না । কারন আমার মতে যে তারা কোন ইনিস্টিটিউট থেকে ফরেক্স শেখেন না।
-
ফরেক্স ট্রেডিং শেখার সবচেয়ে ভাল উপায় হচ্ছে কারও কাছে অর্থাৎ অভিজ্ঞ ট্রেডারের কাছে শেখা। তাছাড়া ফরেক্স ফোরাম গুলো তো আছেই। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডারগণ তাদের মতামত দিয়ে থাকেন। ধন্যবাদ
-
আমার মতে ফরেক্স এ ভাল ফলাফলের আশা করে থাকলে আপান উচিৎ প্রচুর পরিমানে ডেমো একাউন্টে প্রাক্টিস করা কারন একমাত্র অর্জিত জ্ঞান এবং আপনার অর্জিত অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি এই ফরেক্স ব্যবসা থেকে খুব ভাল ফলা ফল আশা করতে পারেন তা ছাড়া কেউ ই এই ব্যবসাতে ভালফল করা সম্ভব নয় বলে আমার মনে হয়।
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স মারকেতে কাজ করতে হলে বা ফরেক্স ভালো করে শিখতে হোলে অনেক ধরজ থাকতে হবে কারন ফরেক্স মারকেতে কাজ করার আগেই আপনাকে ফরেক্স নিয়ে প্রচুর পড়তে হবে। নেট থেকে বিভিন্ন ইনফরমেসান সংগ্রহ করে পরবেন, ফরেক্স এর উপর অনেক বই আছে সেগুলো পড়া, ফরেক্স এ কিভাবে তেরেদ করে, সে নিয়ম জানার জন্ন ফরেক্স এ ডেমো হিসাব খুলে তেরেরদ করতে হবে, এটা কমপক্ষে ৭ / ৮ মাস করতে হবে এতে ফরেক্স এর উপর অনেক অভিগতা হবে যা খুব ই কাজ দেবে। টা ছাড়া ফরেক্স সুরু করার আগে যারা ফরেক্স করে সফল হয়েছেন তাদের সাথে পরামর্শ করা তাদের নিকট থেকে নির্দেশনা নেয়া। এগুলো অনুসরন করলে ভালো করে ফ্রএক্স শিখা যাবে।
-
ফরেক্স কে আপনি যদি ভাল করে শিখতে চান তাহলে আপনার বিডিপিপস পড়া উচিত। আর একটা সহজ উপায় হল আপনি যদি ফরেক্স এ বাংলা ফোরাম পোষ্টিং করেন তাহলে আপনি এ বাংলা ফোরাম থেকেও অনেক ভাল কিছু জানতে ও শিখতে পারবেন। আর একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে সেটা হল সব সময় ফরেক্স নিয়ে চর্চা করতে হবে ফরেক্স নিয়ে আলোচনা করতে হবে।
-
ফরেক্সে ভালো ট্রেডার হতে গেলে ভাল করে ডেমো ট্রেড প্রাকটিস করতে হবে। ফরেক্স লাভ ভাল জ্ঞান ছাড়া কখনও সম্ভব. বিশেষজ্ঞের ট্রেডার, ডেমো অবশ্যই উপর,বেশী ব্যাবহার করতে হবে কারণ ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে লাভ করা কখনও সম্ভব না।
-
ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করার পূর্বেই আপনাকে ফরেক্স মার্কেটের উপর পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে এবং ডেমো অ্যাকাউন্ট এ দীর্ঘদিন ধরে কাজ করলে আপনি ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হতে পারেন।আপনি নতুন ট্রেডার হলে আপনাকে নুন্নতম ৩ মাস ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে । ফরেক্স এর সব নিয়ম কানুন জানতে হবে । ভালো আনালাইসিস করে ট্রেডিং করতে হবে ।
-
ফরেক্স সম্পর্কে আপনার তাত্বিক জ্ঞানের পাশাপাশি তা প্রয়োগের দক্ষতা বাড়াতে হবে। জ্ঞান অনেকেরই থাকে কিন্তূ তা সফলভাবে কয়জন প্রয়োগ করতে পারেন? সাঁতার কাটার কৌশল জানাটা তাত্বিক জ্ঞান: কিন্তূ এ জ্ঞান নিয়ে গভীর নদীতে নামলে ডুবে মরার সম্ভাবনা শতভাগ। হাটু জল, কোমড় জল, গলা জল, তারপর অথৈই জলে সাঁতারের অনুশীলন করতে হবে।তবেই যেমন একজন দক্ষ সাঁতারু হওয়া যায়- তেমনি ফরেক্স মার্কেটের বিভিন্ন অবস্থায় ট্রেড করে একজন সফল ব্যবসায়ী হওয়া
যায়।