-
ফরেক্সে ট্রেডিং শুরুর প্রথম ১-৬ মাসের মধ্যে ৯৫% বিগেনার ট্রেডাররা লস খায়। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। যে যে কারন ট্রেডাররা ফরেক্সে লস করেঃ
অভিজ্ঞতার অভাব।
সিগন্যালের ওপর নির্ভরশীলতা।
উদ্দেশবিহীন ট্রেডিং করা।
বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
ট্রেডিং স্ট্রাটেজি না থাকা।
নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা।
-
সকল ব্যবসাতে লাভ আছে আবার লচ ও রয়েছে।ব্যবসা করার আগে ফরেক্স সহজ মনে হয় কিন্তুু যখন ব্যবসা করা হয় তখন অবিগতার অভাবে বেশির ভাগ সময় লস হয়।টিক মতো ট্রেড করতে না পারা। কোন সময় মারকেট কেমন রকম আছে তা ভালে মতো না জানা।এসব এর জন আমাদের ফরেক্স লস হয়ে থাকে।
-
ফরেক্স এ লস এর অনেক গুলো কারন থাকতে পারে তার মধ্যে একটি কারন হোল ফরেক্স এ লোভ করা এবং অভিজ্ঞতার অভাব । যারা ফরেক্স এ লোভ করে তারা কখনোই ফরেক্স এ সাফল্য অর্জন করতে পারে না , শুধু তাই নয় আমরা ডেমো ট্রেড এ ভাল করে অভিজ্ঞতা অর্জন না করার ফলে লস খেতে হয় ।
-
আপনি যে কথাটা বলেছেন বিগেনার ট্রেডাররা ৯৫% লসের সম্মুক্ষিন হয় এই কথাটার সাথে আমি সম্পুর্ন একমত হতে পারলাম না। আমি বলবো যারা সম্পুর্ন ফরেক্স না শিখে না বুঝে আন্দাজে ট্রেড করে মূলত তারাই লসের সম্মুক্ষিন হয় তবে একথা ঠিক যে এটা বেশিভাগ বিগেনার ট্রেডারদের মাঝেই লক্ষ করা যায়। তার মানে এই না যে সব বিগেনার ট্রেডাররাই এই ভুল করে।
-
হ্যা আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ নতুন ট্রেডার রাই কমাগত লস করতে থাকে শুধুমাত্র অধৈর্যশিলতার কারনে। ফরেক্স করতে গেলে দরকার ধৈর্য যা নতুন ট্রেডার গন মেইনটেইন করতে পারেনা, তাদের মন মানুষিকতা কাজ করে যে কখন তারা ট্রেড করতে পারবে এবং কখন তাদের প্রফিট হবে।
-
ফরেক্স এ অনেক কারনে লস হয়। যা আমার আগে একজন সববিষয় সুন্দর করে উপস্থাপন করেছেন। তারপরও আমি বলব ফরেক্স মার্কেট এ লস এর মূল কারন হচ্ছে মার্কেট সম্পর্কে অজ্ঞতা বা মার্কেট রুলস না জানা। যে মার্কেট এর যাবতীয় বিষয় মেনে চলবে সে কখনো ফরেক্স মার্কেট এ লুসার এর মধ্যে পরবে না।
-
ফরেক্স মার্কেটে লসের কারন কম বেশি আমরা সবাই জানি তারপরও একই ধরনের ভূল আমরা বারবার করি । সুতরাং ইনভেস্ট এর পরিমান দেখে ট্রেড করতে হবে একটা ট্রেড ওপেন করলেন ট্রেডটা পজেটিভ হওয়ার পর লাভ নিয়ে তারপর আর একটা ট্রেড ওপেন করুন । ভূলেও ওভারট্রেড করা যাবে না ।
-
ফরেক্স এ লস করার অনেক গুলো কারন থাকতে পারে তবে তার মধ্যে একটি কারন হোল লোভ করা লোভ করলে ফরেক্স এ কখনও লাভ করা যায় না বরং লস খেতে হয় । শুধু তাই নয় ফপ্রেক্স এ যদি ভাল ডেমো ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তবে ফরেক্স এ লাভ করা যায় না লস খেতে হয় ।
-
ফরেক্সে লাভ লস মুলত ফরেক্সের মৈলিক বিষয় । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্সের নিয়ম কানুন তথা ব্যবসা করার মৈলিক বিষয়গুলোকে আয়ত্তে আনতে হবে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা কোনভাবেই দক্ষতা ব্যাতিত ফরেক্স হতে আয়ের আশা করতে পারি না । যে যত দক্ষ তার ট্রেডিং সফলতা তত বেশি ।
-
ফরেক্স এ লসের কারন হল ট্রেডারদের যথেষ্ট জ্ঞানের অভাব । কারন একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই ফরেক্স ট্রেড কিভাবে করতে হয় তা ভালোভাবে শিখতে হবে । ট্রেড করার আগে আপনাকে ধীরস্থিরভাবে বাই-সেল করতে হবে অনেক ভেবেচিন্তে । অর্থাৎ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস, মার্কেটের গতিবিধি ইত্যাদি ভেবে ট্রেড করতে হবে ।অন্যথায় বিরাট লসের সম্মুখীন হতে হবে ।