না জেনে না বুঝে ট্রেড করা অত্যন্ত ভয়াবহ । এক কথায় অল্প বিদ্যা ভয়ংকর । ফরেক্স এ ভাল করতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয় । এজন্য একদিনের থেরাপিতে কোন কাজ হবে না । সফল হাওয়ার জন্য চাই নিরলস পরিশ্রম, জ্ঞানার্জন এর ইচ্ছা আর অনেক অনেক প্রাকটিস । আপনার যদি অনেক জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজেই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন আর আপনার যদি তেমন কিছুই না থাকে তাহলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না । তাই ক্ষতি হলে শুধু শুধু আপনার ভাগ্যকে দোষারোপ করবেন না । কারণ এই বাজার থেকে আপনার ভাগ্যের সাহায্যে আপনি মুনাফা উপার্জন করতে পারবেন না ।