-
আমি প্রতিটি ট্রেডেই স্টপ লস ব্যাবহার করে থাকি। কারন আমি মনে করি, আমার এ্যানালাইসিস যতই বাই/সেল দিতে বলুক না কেন যে কোন সময় মার্কেট এর মুভমেন্ট ঘুরে যেতে পারে। আর যদি মার্কেট আমার বিপরীতে চলে যায় এবং আমি যদি স্টপ লস না নিয়ে থাকি তাহলে আমি বড় ধরনের লসের মুখে পড়ে যেতে পারি। আমি মনে করি কোন ট্রেডারই ১০০% সফল ট্রেড করতে পারে না। তাই সকলেরই উচিত স্টপ লস ব্যবহার করা।
-
স্টপ লস চালু থাকলে জিরো ব্যালেন্স এর হাত হতে রক্ষা পাওয়া যায় । মানুষ মাত্রয় কিছু না কিছু ভুল করে থাকে আর এই ভুলে চরম লস যেন না হয় সে জন্য স্টপ লস চালু করা হয়ে থাকে । তাই আমি বলব সকলের একাউন্ট সুরক্ষিত রাখতে স্টপ লস চালু রাখা উচিত ।
-
টপ লস ফরেক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।বিশেষ নিউজ ট্রেডে এটার ব্যাবহার অতি প্রয়োজনীয়।আমি বেশীরভাগ ট্রেডেই এটা ব্যাবহার করে থাকি।আপনি কি এটা ব্যাবহার করেন? আর সবাই কে বলব যে টপ লস ব্যাবহার করার জন্য।
-
ফরেক্স করে কোন রিক্স না নেয়ার জন্য এই স্টপ লস অনেক ভাল ভুমিকা রাখে তাই স্টপ লস ব্যবহার করলে একুন্টের উপর কন প্রকার রিক্স হয় না বা আমি যদি মনে করি যে একাউন্টে লসের পরিমান বেশি নেব না তাহলে স্টপ লস ব্যবহার করে সেটা সম্ভব হয়।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস একটি গুরুত্বপুর্ন বিষয়। ট্রেড করার পুর্বে স্টপ লস কোথায় দেওয়া উচিত তা জেনে বুঝে স্টপ লস ব্যবহার করা উচিত।
-
আপনি যদি কোন ট্রেড নিয়ে কনফিউজড থাকেন বা কোন বড় লটে ট্রেড ওপেন করে থাকেন তাহলে আপনি স্টপ লস দিয়ে রাখতে পারবেন।স্টপ লস হল সেই পয়েন্ট যত পয়েন্ট আপনি লস মেনে নিতে সক্ষম।এটা খুবই গুরুত্তপুরন ফরেক্সে।
-
ফরেক্স এর নানা অপশন এর মধ্যে স্টপ লস একটি অন্যতম এবং জরুরী একটি জিনিস। স্টপ লস হচ্ছে ট্রেড চলাকালীন একটি নির্দিষ্ট অঙ্কের লস হলে ট্রেডটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সংগ্রহে থাকা অর্থকে নিরাপদে রাখতে পারবেন। আমি স্টপ লস অপশন ব্যবহার করে থাকি। কারণ এটা ট্রেডারদের জন্য সুবিধাজনক। তাই আমার মনে হয় প্রতিটা টেডারদের ট্রেডিং করার সময় স্টপ লস অপশন ব্যবহার করা।
-
স্টপ লস একটি খুবই গুরত্তপুন বিষই যেটি অবশ্যই ফলও করা উচিত এবং আমাদের উচিত সে প্রতিটি ট্রেড এ এটি বসানো । স্টপ লস আমাদের কে অনেক বড় লসের হাত থেকে বাচাতে পারে কারন আমরা ট্রেড এ উপস্থিত না থাকলেও যেখানে আমরা স্টপ লস দিব শেখানে এটি ক্লোজ করে দেবে
-
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটে যে কিছি কিছি সুজগ সুবিদা আছে এই জন্য আর ভালো লাগে ফরেক্স ব্যবসা ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে স্টপ লস ব্যবহার করা জায় যেমন আমি জেটুকু লস করতে চাই সেটা করা জায় তাই স্টপ লস ভালো একটি সাইট ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যদি আমি স্টপ লস ব্যবহার করি তাহলে একটি ভালো সুবিধা পাওয়া জায় তাই আমি মনে করি স্টপ লস পদ্দতি ভালো একটি পদ্দতি কারন স্টপ লস ব্যবহার করলে আমার বেশি লস হয়ার কোন সম্ভবনা নাই ।