আাম একদিনে কত লাভ করেছি সেটা দেখার বিষয় না। আমি অনেকদিন ট্রেড করার পর লাভ করেছিলাম। আর এই পোস্টিং এর নিয়ম হচ্ছে আপনি পোস্ট করে যাই বানান না কেন সেটা আপনি তুলতে পারবেন না। আপনি শুধু প্রফিট উঠাতে পারবেন।
Printable View
আাম একদিনে কত লাভ করেছি সেটা দেখার বিষয় না। আমি অনেকদিন ট্রেড করার পর লাভ করেছিলাম। আর এই পোস্টিং এর নিয়ম হচ্ছে আপনি পোস্ট করে যাই বানান না কেন সেটা আপনি তুলতে পারবেন না। আপনি শুধু প্রফিট উঠাতে পারবেন।
আমি নিয়মিত লাভ করে চলেছি অনেকটা লাভ করেছি ফোরামের বোনাস থেকে । প্রথম মাসে পেয়েছি ৩৫ ডলার ৫ ডলার লাভ। পরে ৩ ডরার লস কিন্তুু আর একটা ৬০ ডলার লাভ।সব মিলিয়ে এখন আর ট্রেড করি না। ডলার জমিয়ে এক সাথে করবো।
আমি ফোরাম দিয়েই আমার ফরেক্স ট্রেডিংয়ের যাত্রা প্রথম শুরু করি ফোরাম থেকে প্রাপ্ত বোনাস রিয়াল ট্রেডিং প্লাটফর্মে ব্যাবহার করে আমি ফরেক্স থেকে এ যাবতকালে অনেক বেশি প্রফিট লাভ করতে সক্ষম হয়েছি এবং তা সফলতার সাথে উঠাতেও পেরেছি।
ফরেক্স মার্কেটে ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করা জায় এবং ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করে সেই বনাসের লাভের অংশ উঠানো জায় এবং অনেক আয় করা জেতে পারে ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে পারলে ভাল প্রফিট করতে পারলে তা সব টাকা উঠান জায় ।
ফোরামের বোনাস দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করিতে পারি, আমরা প্রতি পোস্টের জন্য পাই ২০ সেন্ট , পোস্ট করা য়ে ব্যালান্স পাই সেইটি দিয়ে ট্রেড করিতে পারি।যদি আমরা বোনাস ডলার দিয়ে ট্রেড করে লাভ করিতে পারি তাহ লে সেই লাভ আমরা উঠাতে পারি।কিন্তু বনাস উঠানো য়াবেনা।
ফোরামের বোনাস আমার জন্য আশির্বাদ সরুপ। কারন আমি এতে অনেক হেপি। কারন আমি ফরেক্স শিখতে শিখতে আগেই আমার পুজি খালি করে পেলি। তাই যখনই ফরেক্সে দক্ষ হই তখন হাতে আর পুজি নাই। তাই ফোরাম পোস্ট নিয়ে হেপি।[ATTACH=CONFIG]6560[/ATTACH]
হ্যা অবশ্যই আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করছি শুধু তাই নয় আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে মোটামুটি ভাল মুনাফাও উপার্জন করেছি। আশা করি ভবিষ্যতেও ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে এর চেয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবো। কেননা এই ব্যবসাটি যে ভালভাবে বুঝতে ও শিখতে পারবো সে অবশ্যই ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবে।
আমি একজন দরিদ্র স্টুডেন্ট। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম হিসেবে ফরেক্সে ট্রেড করি।আবার পুজির অভাবে ফোরামের বোনাসকে ডিপোজিট হিসেবে কাজে লাগিয়ে ট্রেড করার সর্বোচ্চ চেষ্টা করি।এ পর্যন্তত ফোরামের বোনাসকে কাজে লাগিয়ে বেশ কিছু প্রফিট উঠাতে পেরেছি।আশা করছি সবকিছুই ঠিকঠাক চললে আরও প্রফিট করা সম্ভব হবে।
আমি জানি ফোরামে পোস্ট করে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে রিয়েল ট্রেডে একাউন্ট করলে তা থেকে প্রফিট করলে সেই তুলেও নেয়া যায়। আমিও এই পরিকল্পনা মাফিক ফোরামে পোস্ট করে বোনাস সংগ্রহ করছি এবং ধাপে ধাপে শিখছি। আমি মনে করি ফরেক্স সম্পর্কে শিখার কোন শেষ নেই।
আমি ফরেক্স ফোরামে কাজ করছি তিন চার মাস ধরে। আর আমি ফোরামে লিখে যে বোনাস অর্জন করতে পারি ওই বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডিং শুরু করি।তবে যেদিন আমি রিয়েল ট্রেডিং শুরু করি সেদিনই ৪৫ ডলার ইনকাম করতে পারি এর পরের দিন আরও ৫০ ডলার ইনকাম করি। কিন্তু দুই দিনে অনেক ভালো প্রফিট অর্জন করতে পারছি বলে আমি লোভ করে বড়ো লট ধরে ট্রেড করি। আর তাতেই যত বিপত্তি সৃষ্টি হয়। আমি আমার সব প্রফিট লস করি। এর পর থেকে এখন পর্যন্ত তেমন আশানুরূপ সাফল্য অর্জন করতে পারিনি। তবে আমি চেষ্টা করছি এখানে ভালো কিছু করতে।