-
উপার্জন এর টাকা হাতে আসলে আমাদের সবার খুব ভাল লাগে। আর ফরেক্স এ ট্রেড করতে গেলেও অনেক বুঝে ট্রেদ করতে হয় অনেক পরিশ্রম করে ফরেক্স থেকে আয় করতে হয়। আর সেই আয় করা টাকা যদি হাতে আসে তাহলে তো আননদ হবেই। আর এ আনন্দ টা যে কেমন তা যে এই আনন্দ পাই সে ভাল বুজতে পারে।
-
প্রথম উপার্জন কিংবা প্রত্যকবারে উপার্জন আমাদরে আনন্দের মাত্রতে নতুন সংযোজন করে । আসলে আমরা প্রতিটা কাজ কোন না কোন উদ্দেশ্য নিয়েই করে থাকি । আসলে মানুষ সর্বদা তার উদ্দেশ্য পূরণ করতে চায় । আর সেই লক্ষ্য যখন পুরণ হয় তখন যে আনন্দ পাওয়া যায় তা অবর্ণনীয় । আসলে প্রত্যকবার ফরেক্স থেকে আয় করতে পারলে একজন মানুষের গতিশীলতা এবং কাজের প্রতি ভালভাসা অনেক বৃদ্ধি পায় ।
-
আমি যখন প্রথম ফরেক্স হতে আয় করে ব্যাংক এর মাধ্যমে উত্তোলন করলাম এবং ব্যাংক হতে টাকা তুলে হাতে পেলাম সেই দিনের মত এতো আনন্দ, এতো খুশি আমি জীবনে আর কখনোই হইনি। আমাকে যদি কেউ লাক্ষ টাকা ও দিত তারপরেও এতো খুশি হতাম না। যারা ফরেক্স হতে আয় করেছেন তারাই সেই উপলব্দীতা বুঝতে পারবেন।
-
সত্যি বলতে কি যে নিজের কষ্টের উপার্জন উপভোগ করাটা অনেক বেশি আনন্দের হয়ে থাকে আর ফরেক্স ট্রেডিং থেকে হলেতো সেই আনন্দ আরও বহুগুনে বেড়ে যাবে কারন ফরেক্স থেকে প্রফিট লাভ করে সেই প্রফিট উঠাতে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি মেধাক্ষয় করতে হয় আর সেই আয়ের টাকা যখন নিজের হাতে আসে তখন সত্যিই আনন্দের আর অন্ত থাকে না।
-
আপনি যখন সার দিন পরিশ্রম করে যখন আপনি আপনার পারশ্রমিক পাবেন তখনই আপনার কাছে অনেক আনন্দ লাগবে, আর যদি সারা দিন পরিশ্রমের পর আপনি আপনার পারশ্রমিক পাবেন না তখনই আপনার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক।
-
আমরা জানি অনেক কষ্ট করে মানুষ কাজ করে মুনাফা আয়ের আশায় । কাজ করতে মানুুষের যতই কষ্ট হোকনা কেন তার আয়ের মু্নাফা যখন তার হতে পায় তার যে কষ্ট হয়েছিল সব ভুলে গিয়ে আরও মুনাফা আয়ের আশায় কাজে যোগ দেয় । আমিও ধিরে ধিরে ফরেক্স থেকে যা উপারজন হচ্ছে বা হবে সেই উপারজনের তাকা যখন হাতে আসবে তখন আমরা অনেক বেশি খুশি হই কিংবা আনন্দিত হই।
-
সফলতার জন্য ফরেক্স ব্যবসা খুবই গুরুত্বপূর্ন । আমরা যদি কোন ট্রেডার সফলতা অর্জন করতে চাই তারা যেন এই ব্যবসা ভালোভাবে শিখে নেই । যে ট্রেডার এই ব্যবসা ভালোভাবে শিখে নিবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস কর তারপর এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
অল্প অল্প করে হলেও ফরেক্স থেকে আমরা অনেক সহজেই টাকা উপার্জন করতে পারতেছি। ফরেক্স থেকে যে টাকা উপার্জন হচ্ছে তা দিয়ে আমারা আমরা আমাদের চাহিদা গুলো অতি সহজেই মিটাতে পারতেছি। এই জন্যই দৈনিক ফরেক্স করতেছি।
-
আমি ফরেক্স মার্কেট থেকে অনেক কিছু আশা করি কারন আমি যদি মাসে ১০০ ডলার প্লাস ইনকাম করতে না পারি তা হলে ফরেক্স করে লাভ নাই আমার মনে হয় । আপনি যদি টার্গেট নিয়ে ফরেক্স মার্কেট এ কাজ করেন তা হলে আপনি ভাল টাকা ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে পারবেন । তাই আপনি ভাল করে টেড সিখে টার্গেট নিয়ে কাজ করুন ।
-
অনেকটা ভালোই বলেছেন আপনি। কেননা সত্যিই ফরেক্স ট্রেডিং মার্কেটে ধীরে ধীরে প্রফিট করে আয় করতে পারলে সে আয়ের টকা হাতে আসলে অনেক খুশি লাগে।কেননা নতুন অবস্থায় মনে হতে পারে কিভাবে অনলাইনের টাকা হাতে পেয়ে গেলাম! কিন্তু যথন সত্যিই অনলাইনে টাকা হাতে পাওওয়া সম্ভব হয় তখন অসাধারন খুশি লাগে যা ভাষায় বোঝানো সম্ভব না।