-
ফরেক্স মার্কেটে আমি যখন বিনিয়োগ করি তখন খুব অল্প দিয়ে করে ছিলাম কেননা তখন আমি ফরেক্স সম্পর্কে তেমন কিছু বুঝতাম না। তাই প্রথম ট্রেডে লসে পড়েছিলাম পরবর্তীতে যখন লসের কারণ বুঝতে পারলাম তখন থেকে আর সমস্যা হয় নি। তাই আপনি কত বিনিয়োগ করবেন এটি আপনার উপরই নির্ভর করছে।
-
আমি চাই এই মার্কেট এ ভাল একতা ডিপোজিট করতে কারন আমি যদি এখানে ভাল ডিপোজিট করতে না পারি তাহলে আমি ফরেক্স থেকে কখনই লাভ করতে পারব না এখানে বেশী ডিপোজিট করলেই আমি বেসি লাভ করতে পারব তাই আমাকে ভাল এমাউন্ট এখানে ডিপোজিট করতে হবে ।
-
আমি চাই এই মার্কেট এ অনেক টাকা ইনভেস্ট করতে এ জন্য আমাদের কে সব সময় ফরেক্স ট্রেডিং এর সকল দিকে ভাল করে খেয়াল করতে হবে তাহলে আমি মনে করি আমি ফরেক্স করে আমার জীবনে ভাল পরিবর্তন নিয়ে আসতে পারব তাহলেই ফরেক্স আমার জন্য ভাল হবে ।
-
আমি আমার অবস্থা বুঝে আমি বিনিয়োগ করব কারন না বুঝে কখনই ফরেক্স মার্কেট এ টাকা বিনিয়োগ করা ঠিক না আমাকে সবার আগে বুঝে নিতে হবে তারপরে আমার অর্থ বিনিয়োগ করতে হবে তবেই আমি সফলতা পেতে পারি এই ফরেক্স মার্কেট হতে তাই আমি যাই করি না কেন মানি ম্যানেজমেন্ট করেই করব ।
-
ফরেক্স মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাকে ফরেক্স সম্পকে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনার জন্য ফরেক্স বাবসা লাভের চেয়ে ক্ষতিও রাকন হবে বেশি।
-
ফরেক্স মার্কেট এ আমাদের কে ট্রেড করতে হলে কম আর বেশী ডিপোজিট করতে হয়ে থাকে ডিপোজিট ছাড়া আমরা এই মার্কেট থেকে ট্রেড করে লাভ করতে পারি না তাই আমাদের ডিপোজিট নিয়ে ফরেক্স হতে বেশী করে ট্রেড করে আমরা এখানে ভাল ট্রেডার হতে পারি ।
-
ফরেক্সে আমি এখনও ট্রেড করতে শুরু করিনি। তবে শুনেছি ফরেক্সে ১ ডলার দিয়েও ট্রেড করতে পারা যায়। তবে আমার ইচ্ছেটাও আপনার মতই। আমিও আমার প্রথম ট্রেড ১০০ ডলার দিয়ে শুরু করতে চাই। তবে পরবর্তীতে এর পরিমান আরও বাড়াব। কারন ট্রেড যত বেশি করবো লাভও তত বেশি হবে।
-
ফরেক্স মার্কেট এ ১$ দিয়ে করা জায় তবে আপনাকে দেকতে হবে এক জন লকের প্রতিদিব কত টাকা হলে তার ওয়েব করজ সলবে আর মানি মেনেজ মেনট হয় কি না তার দেকেউ কেয়াল রাক্তে হবে । আমার কতায় বলি আমার জদে ১০০০$ তাকে তাহলে আমে ০.৩৩ লট এ ফরেক্স করবো ।
-
I want to start my first trade minimum $100. I think it will bring good result for me. But anyone can start trade minimum $ 1
-
আমার যদি ১০০০$ থাকে তাবে আমার মতে ৫০০$ রেখে দিয়ে বাকি ৫০০$ দিয়ে বুঝে শুনে বিনিয়োগ করব। আমাকে আগে বুঝতে হবে ফরেক্স ব্যবসা কি। ফরেক্স হচ্ছে একটি ইন্টারনেশনাল ট্রেডিং ব্যবসা। আর ট্রেড করার ক্ষেত্রে খুবই সাবধানতার পরিচয় দিতে হবে। সখের বসে বা মনের আনন্দে ট্রেড করা যাবে না। ট্রেড করতে হলে ট্রেড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা চাই।