-
ফরেক্স আমার মতে যাদের নুন্যতম বুঝার ক্ষমতা আছে এবং কম্পিউটার এর বেসিক জানে তাদের এই বিজনেস এ আসা উচিত কিন্তু এখানে সবাই আসতে পারে। আর বিশেষ করে যারা নিজের টাকা নিজে খরচ চালাতে চায় তাদের এখানে ট্রেড করা উচিত।এই বিজেনেস সবাই করতে পারে। যারা জব করে তারা তাদের চাকরি এর পাশাপাশি এই কাজ করতে পারে।
-
ফরেক্স ট্রেডিং এমন একটি ব্যবসা যা পৃথিবির যে কোন জায়গা থেকে শুধুমাত্র একটি কম্পউটার বা স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ হলে যে কোন লোক বা যে কোন পেশার মানুষ ফরেক্স ট্রেডিং করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এই মার্কেটে ট্রেড করার নিয়ম ভালোমত জেনে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাই সর্বপ্রথম দরকার হল ফরেক্স ট্রেডিং শিখা ও দক্ষতা অর্জন করা । এই মার্কেটে ট্রেড করারা দক্ষতা অর্জন করতে পারলে পরে যে কোন পেশার লো্কই এ ব্যবসা করতে পারবে যার যার সুবিধা অনুযায়ী যেমন কেউ পার্ট টাইম আবার কেউ প্রফেশনাল।
-
ফরেক্স এমন একটি বিনিয়োগের স্থান যেখানে সব পেশার মানুষ অংশগ্রহণ করে মুনাফা অর্জন করতে পারে । ফরেক্স আমাদের জন্য মুনাফা অর্জনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে । আমরা যেকোনো পেশার মাঝে একটু সময় বের করে ফরেক্স এ ট্রেড করে মুনাফা অর্জন করতে পারি । ফরেক্স ২৪ ঘন্টা ও সপ্তাহে ৫ দিন খুলে থাকে তাই আমরা যেকোনো সময় ফরেক্সে ট্রেড করতে পারি ও ফরেক্স শিখতে আমাদের সময় বের করতে পারি । ফরেক্সে বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের নিয়মিত আয়ের সাথে একটু বাড়তি আয় যোগ করতে পারি \
-
ফরেক্সে প্রায় সব পেশারেই লোক আসতে পারে । প্রকৃত পক্ষে ফরেক্স এমন একটা মার্কেট প্লেস যেখানে একজন মানুষ যখন ট্রেড করতে আসে তাকে কোন ধরনের যোগ্যতার মানদন্ডে বিচার না করে বরং ট্রেডিং এর সুযোগ দেওয়া হয় যদি সে উপযুক্তভাবে ট্রেড করে নিজেই আয় করতে পারে তবে সে নিশ্চিতভাবেই অনেক লাভবান হতে পারবে এতে কোন সন্দেহ নেই । তাই সর্বদা আশেপাশের মানুষকে উৎসাহিত করতে হবে ফরেক্স করার জন্য ।
-
অবশ্যই সব পেশার লোক ফরেক্স ট্রেডিং করতে পারে। এখানে মূল কাজ হলো ফরেক্স ট্রেডিংটা বুঝা। প্রথমে ডেমো ট্রেডিং এর মাধ্যমে নিজেকে প্রস্তত করে তারপর ভালভাবে এতে নামা উচিত। আপনার ব্যবসায় লাভ লোকসান দুটোই হলে তখণ আপনি নিজেকে প্রস্তত করতে পারবেন। আর বাজার এনালাইসিস করা বেশি জরুরী। এটা আপনাকে দক্ষ করে তুলবে। যা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। সুতরাং যে কেউ ফরেক্স ট্রেডিং করতে পারে অনায়াসে। অতএব, সাহস করে নেমে পড়ুন।
-
ফরেক্স সবার জন্য আপনার হতে যদি সময় থাকে আপনার যদি কম্পিউটার আর ইর্ন্টানেট থাকে তবেই আপনি ফরেক্স এর সাথে থাকতে পারবেন । যে কেউ এখানে জয়েন করতে পার এটা করার জন্য কোন সাটিফিকেট বা শিক্ষাগত যোগ্যাতা মামা খালুর সুপারিস লাগেনা । আপনার যদি শেখার ইচ্ছা থাকে আপনি সহজের শিখে আপনার উর্পাজন সক্ষমতাকে বাড়াতে পারবেন । এমনি আপনি যদি একানো নিযমিত পোষ্ট করেন তবে তার বোনস দিয়ে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন ।
-
যেকোনো পেশার মানুষ অনায়াসে ফরেক্স করতে পারে । তবে শিক্ষিত লোকেদের জন্যে এটা বেশি উপযোগী । যাদের লেখা পড়া কম জানা তাদের জন্য এটা একটু অসুবিধাজনক । ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা দরকার ।
-
ফরেক্স এ কিছু কিছু কাজ রয়েছে যে গুলা করতে গেলে লেখাপড়া জানা লাগে লেখা পড়াজানা ছাড়া ওই কাজ গুলা করা সম্ভব না। তবে ফরেক্স সবার জন্য খোলা। যে কেউ ফরেক্স এ কাজ করতে পারে। চাকরি জিবি ব্যবসায়ী যে কেও তার সময় মত ফরেক্স এ কাজ করতে পারে।
-
হ্যা ভাই ফরেক্স যে কোন পেশার লোকই করতে পারে । এজন্য আলাদা কোন বিশেষ সময় দেয়ার প্রয়োজন নেই । তবে প্রতি দিন এক দুই ঘন্টা সময় দিয়ে হোমওয়ার্ক করে মার্কেট এর বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা নিয়ে নেয়া উচিৎ ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি জত টুকু জানি যে ফরেক্স মার্কেট এ সকল পেষার মানুষ স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।আপনি জেই হননা কেন আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন।আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য তেমন কোন শিক্ষা গত যোগ্যতার দরকার হয় না।তবে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হবে।না হয় ট্রেড করে আয় করা যাবে না।তাই ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।