-
ফরেক্স ব্যবসা সকল শ্রেণীর মানুষের জন্যই আয়ের ভালো এক উৎস।যেখান থেকে কম শ্রমে, কম ব্যয়ে বেশী ভালো কিছু করা যায়।বেকারত্ব ও দূর হয়।তার সাথে মানুষ অল্প সময়ে স্বাবলম্বী হয়ে ওঠে।ছাএছাএী ও এরদ্বারা উপকিত হয়।তারা নিজেদের খরচও পরিবারের খরচ ব্যয় করতে পারে।গৃহিণী সংসারের পাশাপাশি বাড়তি আয় করতে পারে ফরেক্স দিয়ে।পেশাজীবী তার কাজের ফাকেঁও ফরেক্স করতে পারে ফলে বাড়তি আয় হয়।চাহিদা পূরণ করতে কষ্ট হয়না।তার সাথে সৎ থাকা যায়।সময় অপচয় হয় না। বাইরেও যাওয়া লাগেনা।নারীদের জন্য এই ব্যবসা অনেক বেশী ভালো পদায় থেকে কাজ করতে পারে।তার সাথে আয়করা যায়।স্বামীর উপর সংসারে চাপ কম হয় সাথে নারী স্বাবলম্বী ও হয়ে ওঠে।
-
অবশ্যই আমিও মনে করি যে ফরেক্স ট্রেডিং একটি অাশ্চার্যকর আয়ের উতস কারন এখানে রয়েছে আয়ের অনেক ভার সুযোগ কেবলমাত্র ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতার বরেই এখান থেকে একজন ট্রেডার অনেক বেশি আয় করে নিতে পারবে যা অনেক ভাল পেশায় বা পদে চাকুরী করেও করা সম্ভাব হয় না।
-
ফরেক্স একটি সুন্দর আয়ের উৎস। এ মার্কেটে আয় করাটা সহজ হলেও দীর্ঘ সময় টিকে থাকাটা কঠিন। যেহেতু ঘরে বসেই ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করে এই ব্যবসায় করা যায়। ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দক্ষ হতে হয়। আর দক্ষ হতে পারলে নিঃসন্দেহে একটি চমৎকার আয়ের উৎস।
-
ফরেক্স ব্যবসা সকল শ্রেণীর মানুষের জন্যই আয়ের ভালো এক উৎস।যেখান থেকে কম শ্রমে, কম ব্যয়ে বেশী ভালো কিছু করা যায়।বেকারত্ব ও দূর হয়।তার সাথে মানুষ অল্প সময়ে স্বাবলম্বী হয়ে ওঠে।ছাএছাএী ও এরদ্বারা উপকিত হয়।তারা নিজেদের খরচও পরিবারের খরচ ব্যয় করতে পারে।গৃহিণী সংসারের পাশাপাশি বাড়তি আয় করতে পারে ফরেক্স দিয়ে।পেশাজীবী তার কাজের ফাকেঁও ফরেক্স করতে পারে ফলে বাড়তি আয় হয়।চাহিদা পূরণ করতে কষ্ট হয়না।তার সাথে সৎ থাকা যায়।সময় অপচয় হয় না।
-
ভাই একদম সঠিক কথা বলেছেন। ফরেক্স আসলেই নিঃসন্ধেহে চকৎ*কার এই উপার্জনের উৎ*স। এখানে শারীরিক কোন পরিশ্রম লাগে না, ঘরে বসেই আপনি হাজার হাজার ডলার উপার্জন করতে পারবেন। তবে এখানে সেই মাপের উপার্জন করতে হলে আপনাকে প্রচুর ধৈর্য্য নিয়ে ট্রেড করতে হবে, যেখানে- সেখানে এন্ট্রি নেওয়া যাবে না। এখানে আপনার অভিজ্ঞতা ও কৌশল অবলম্বন করতে হবে।
-
হ্যা ফরেক্সকে আমি আয়ের একটি ভালো উৎস বলেই মনে করি।এখানে সঠিকভাবে জ্ঞান প্রয়োগ করলে ভালো করা সম্ভব বলে আমার ধারনা তবে এর জন্য এখানে যথেষ্ট সময় দিতে হবে ভালো করে শিখতে হবে ভালো মানিম্যানেজমেন্ট বুঝতে হবে সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে বেশ্বিক বিষয়ে ভালো ধারনা থাকতে হবে।
-
ফরেক্স চমৎকার আয়ের উৎস হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে । প্রথমত আমাদের মনে রাথতে হবে যে ফরেক্স হল একটা আন্তর্জাতিক ব্যবসা যেখানে সারাবিশ্বব্যাপি অগণিত ট্রেডার কাজ করছে । সে ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এট একটা স্বাধীন ও সম্পূর্ণ মুক্ত পেশা যেখানে অনেক টাকা ইনকামে একটা সুযোগ থাকে । তাই এ সুযোগট যারা নিতে পারে সবার কাছেই ফরেক্স অনেক চমৎকার ।
-
বর্তমানে ফরেক্স খুবই জনপ্রিয় একটি ব্যবসা। এটি একটি উন্মুক্ত এবং স্বাধীন ব্যবসা। ফরেক্স অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। কেননা এখানে আয়ের কোন লিমিট নেই।ফরেক্স থেকে আপনি আনলিমিটেড প্রফিট করতে পারবেন যদি ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে। ফরেক্স থেকে ভাল প্রফিট করতে হলে ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে ফরেক্স করতে পারেন তাহলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন। ফরেক্স আমাদের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম।ফরেক্স বেকারত্বের হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফরেক্স আপনার ভাগ্যের মোচড় ঘুরিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসাও বটে।তাই নিজের মন থেকে লোভ এবং হয় পরিহার করে ধৈর্যের সাথে ট্রেড করলে আপনি অবশ্যই ফরেক্স থেকে ভালো ইনকাম করতে পারবেন।
-
হ্যা ফরেক্স এমন একটি মাকেট প্লেস যেখানে যে কেউ ট্রেড করে আয় করতে পারে । এর জন্য কেন যোগ্যতার প্রয়োজন হয় না । থাকতে হয় ফরেক্স সম্পকে সঠিক জ্ঞান । আপনি ফরেক্স মাকেটে যে কোন সময় কাজ করতে পারেন । এবং এর পাশা পাশি অন্য কাজও করে আয় করতে পারেন ।
-
এটা সত্য কথা যে ফরেক্স আয়ের জন্য একটি চমৎকার মাধ্যম। কারণ এটা একটি স্বাধীন ব্যবসা, তাই এখানে জটিলতা বা সীমাবদ্ধতা কম। শুধু ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে এবং সফল ট্রেডার হতে হলে প্রয়োজন ফরেক্স সম্পর্কে দক্ষতা এবং নিয়ম মেনে ট্রেড করার। অন্যান্য ব্যবসা করতে হলে প্রচুর মূলধন বিনিয়োগ করতে হয় এবং কিছুকিছু ব্যবসাতে শারীরিক এবং মানসিক দুইটা পরিশ্রমই প্রচুর করতে হয়। কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না এবং এখানে ট্রেড করতে হলে রিয়েল ডলার ডিপোজিট না করেও ফোরামে পোস্ট করে তার বিনিময়ে বোনাস অর্জন করে সেই বোনাসের অর্থ ফরেক্স মার্কেটে মূলধন হিসেবে বিনিয়োগের সুযোগ আছে ফলে। ফলে আপনার রিয়েল ডলার ডিপোজিট করার প্রয়োজন হচ্ছে না। যদি লসও হয় তাহলেও আপনার রিয়েল ডলার লস হচ্ছে না। তবে কিছু নিয়ম মেনে ট্রেড করলে কখনো লস করতে হয় না। অবশ্য সবার এই নিয়মগুলি মেনে ট্রেড করা উচিৎ এবং কেউই চাইবেন না যে কারোর ব্যালান্স শূন্য হয়ে যাক। তাছাড়া যেকোন প্রফেশনের পাশাপাশিও যেকোনো সময় এখানে ট্রেড করা যায়। ছাত্রছাত্রীরাও তাদের পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে এখানে ট্রেড করে লাভবান হতে পারে। এভাবে ফরেক্সে ট্রেড করে একদিকে বেকার সমস্যা ও দারিদ্রতা নিরসন হচ্ছে অন্যদিকে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।