-
একজন সফল এবং ব্যর্থ ট্রেডারের মধ্যে যে পার্থক্যটি বিশেষ লক্ষণীয় তা হল ভুল কে কিভাবে দেখবে সেই দৃষ্টিভঙ্গি । একজন ট্রেডার যখন লস কে ব্যবসার অংশ হিসেবে দেখেন এবং ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখেন তখনই তিনি সফলতার দিকে এগিয়ে যান । কিন্তু একজন ব্যর্থ ট্রেডার এই বিষয়গুলির কোনটিই বুঝতে পারেন না । তাই তিনি বার বার ভুল করে যান ।
-
ফরেক্স এ আমরা ভুল ট্রেড করি এটা আমাদের যথেষ্ঠ অভিজ্ঞতার অভাবে।আমরা যারা নতুন ট্রেডার আমরাই বেশি ভুল করি কারণ ফরেক্স সম্বন্ধে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলেও ট্রেডের দিকে আমাদের ঝোক একটু বেশি থাকে।আমরা না বুঝেই না শিখেই আয় করতে চাই।আমরা না পারি এনালাইসিস করতে।এনালাইসিস যে কতটা গুরুত্বপূর্ণ ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড এ দু একবার ধরা খেলেই বুঝবেন।আবার অনেকেই মোটামুটি এনালাইসিস করা শিখেছে বাট সব এনালাইসিস ঠিক হচ্ছেনা তারপরও ভুল ট্রেড করে থাকি।ফরেক্স এ ট্টেড করতে হলে কোন ধরনের ভুল ট্রেড করলে চলবে না।আগে পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সঠিক এনালাইসিস করা শিখেই তারপর ট্রেডিং করা শিখতে হবে তাহলেই আমরা সঠিক ট্রেডিং করতে পারব।
-
আপনি যদি আনন্দের সাথে বাণিজ্য করেন তবে আপনার অভিনয়টি আরও ভাল। আপনি যদি স্ট্রেস নিয়ে বাণিজ্য করেন তবে আপনি আপনার ট্রেডিংয়ে মনোনিবেশ করতে পারবেন না stress তাই চাপ দিয়ে বাণিজ্য করবেন না, আনন্দের সাথে বাণিজ্য করুন। আপনি যদি আনন্দকে বাণিজ্য করেন তবে আপনার অভিনয়টি এত ভাল good অন্যথায় আপনি ট্রবেলের মুখোমুখি হবেন।
-
ঠিক ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। ফরেক্স এ লাভ লস হবেই এটা আমাদের মেনে নিতে হবে। লস হলে হতাস হয়া যাবে না। আরও ভালো করে ফরেক্ষ শিখে ট্রেড করতে হবে।
-
মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো ভুল করে না। ভুল হল একটি মুদ্রার এপিঠ-ওপিঠ। পৃথিবীতে কেউ যদি ভুল না থাকতো তাহলে সঠিকটাকে কখনো উপলব্ধি করা যেত না। ফরেক্স এ ট্রেড করার সময় একজন অভিজ্ঞ লোকেরও অনেক সময় ভুল হতে পারে। ফরেক্স মার্কেটে ভুল ট্রেডিংয়ের ফলাফলটা হল লস যখনই লস হবে তখনই বুঝতে পারবেন যে আপনার কি কারনে লস হল। ঠিক ওই সমযয়ে আপনি আপনার ভুলটা ধরতে পারবেন এবং ভবিষ্যতে যাতে ভুল না হয় তার জন্য সচেতনতা অবলম্বন করবেন। ফলে ভবিষ্যতে আপনার নির্ভুলভাবে ট্রেড করতে সুবিধা হবে। তাই আমি মনে করি মাঝে মাঝে এমন ভুল হওয়ার প্রয়োজন আছে। তবে অবশ্যই সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে তাহলেই ভুল হওয়াটা সার্থক হবে।
-
সফলতা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া । কোন একটা কাজ যখন শুরু করবেন তখন দেখবেন খুব কঠিন । তবে করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে আপনি সেটার উস্তাদ হয়ে গেলেন । তাই আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স এর মধ্যও ভুল হবে এবং হওয়াটাই স্বাভাবিক । তাই সবসময় ভুল থেকে যথার্থ শিক্ষা গ্রহণ করতে হবে ।
-
লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
-
আমিও আপনার সাথে একমত, কারণ দীর্ঘদিন যাবৎ ফরেক্স ট্রেডিং করছে কিন্তু কখনই কোন ভুল ট্রেড ওপেন করেনি এমন কোন ট্রেডার আছে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু তার মানে তারা যে সব সময় ভুল করবে এমন কোন কথা নেই, বরং তারা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সচেতন করে তুলেছে,এবং পরবর্তীতে সেই ভুলগুলো কে এড়িয়ে সফলতা অর্জন করতে পেরেছে.তাই আমরা যদি কখনো কোনো ভুল ট্রেড ওপেন করে থাকি তাহলে তার জন্য হতাশ হওয়ার কিছু নেই, বরং কি কারনে ভুল হল শেখার গুলোকে খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তোলা উচিত, যাতে করে ভবিষ্যতে ওই ভুলগুলোকে এড়িয়ে চলতে পারি এবং ফরেক্স মার্কেটের দিকে থেকে সফলতার সাথে প্রফিট করতে পারি।
-
ভাই মানুষ তো ভুল করবেই । আর ফরেক্স ট্রেডিং এ একজন ট্রেডার খুঁজে পাওয়া যাবে না যে তার ট্রেডিং এ কখনও ভুল করে না । তাই আমরা আমাদের ট্রেডিং এ ভুল করব এটা খুবই স্বাভাবিক একটা বিষয় । যেকোনো বিজনেস এ লাভ লস যেমন পরস্পর সম্পর্কিত তেমনি ফরেক্স ট্রেডিং এ এটা খুবই সাধারণ । তবে সব থেকে গুরুত্ব পূর্ণ বিষয়টা হল ভুলের পরবর্তীতে করণীয় । যদি আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিতে পারেন তাহলে আমি মনে করি সেই ভুলটাই আপনার কাছে আশীর্বাদস্বরূপ ।
-
আমরা যদি কোণ সময় ভুল ট্রেড করি তাহলে আমাদের সেই ট্রেডটি অল্প লসে ক্লোজ করে দিতে হবে। কারন তা না হলে আমরা বড় ধরনের লসে পরতে পারি। সে জন্য ট্রেড দেওয়ার আগে আমাদেরকে অবশিই ভাল করে এনালাইসিস করে নিতে হবে।