-
আপনি সরাসরি বলছেন যে প্রতিটি ব্রোকারকে সাইনটি ব্যবহারের আগে এটি সম্পর্কে চিন্তা করা উচিত। যেহেতু তারা সত্যিকার অর্থে নির্ভরতা ত্যাগ করে এবং তাদের নিজস্ব কাজের ঘাটতি মেটাতে ফরেক্স এক্সচেঞ্জে আসে। আরও কী, যদি আমি ফরেক্সে চলে আসি এবং অন্যের লক্ষণগুলির উপর নির্ভর করি তবে সে ক্ষেত্রে কোনও ষড়যন্ত্র নেই। এটি সাইন এর উপর নির্ভরতা হ্রাস করবে।
-
পড়াশোনা ভাল এবং সাফল্যের বাস্তবায়নের জন্য ফরেক্স শুরু করার এটি প্রথম পদক্ষেপ। আমাদের লক্ষ্য করা উচিত যে কেবল বৈদেশিক মুদ্রার বাণিজ্যকে মিষ্টি করে তোলে না, ব্যবসায়ের জন্য জোড়ার সঠিক বিশ্লেষণের মাধ্যমে বাজারের প্রবণতাগুলির নিখুঁত জ্ঞান থাকা এবং প্রতিটি জোড়ের অর্থনীতির অবস্থাও একে অপরের জন্য গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন ধরনের সিগনাল ব্যাবহার করে থাকি,কিন্তু আমরা যে সিগনাল ব্যাবহার করে ফরেক্স ট্রেড করি এবং ট্রেড দেওয়ার পুর্বে আমরা একবার ভালভাবে ভেবেচিন্তে এনালাইসিসকরে যাতে ভালভাবে ট্রেড করি।
-
সিগনাল একপ্রকার নির্দেশক যা ট্রেডিং মার্কেট সম্পর্কে ত্রাদের দের অগ্রিম নির্দেশনা দিয়ে থাকে.কিন্তু এই সিগনাল আর সিদ্ধান্ত কে বাস্তবায়ন করার আগে একবার ভাবা উচিত কারণ মাজে মাজে সিগনাল ও বহুল নর্দেশনা দিয়ে থাকে.আর সঠিক সিগনাল বাছাই করার ও একটি বেপার রয়েছে কারণ সব সিগনাল সঠিক সিদ্ধান্ত দেয়না.তাই সিগনাল বেবহার করার আগে একবার ভাবা উচিত.
-
হ্যা ভাই সিগন্যান ব্যবহারের আগে আপনাকে অনেক সর্তকতা অবলম্বন করে এখানে কাজ করতে হবে। কারন তাতে করে আপনি এক প্রকার ফাঁদে পা দিতে যাচ্ছেন এটা আপনাকে আগেই মেনে নিতে হবে। সুতরাং এ বিষয়ে আমার পরামর্শ হল আপনি নিজে ট্রেড করা শিখুন, নিজে নিজেই মার্কেট এ্যানালাইসিস করতে হয় কিভাবে সেটা জানুন, আত্মনির্ভরশীতা অর্জন করুন। তাহলেই দেখবেন যে একটা সময় আসবে যখন আপনাকে আর কারও সহযোগিতা নিতে হবে না। তাই আমার কথা হল ফোরামের শিক্ষাটাকে বেশি গুরুত্ব দেওয়া।
-
আপনি একদম ঠিক বলেছেন। কোন প্রকার সিগনাল ব্যবহার করার আগে অবশ্যই আমাদেরকে ভাবা উচিত। আমার মতে অন্য কোন সিগনাল ব্যবহারই করা উচিত নয়। কারণ অন্যের সিগনাল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কোনদিনই নিজের ক্যারিয়ার এর উন্নয়ন করতে পারবেন না। তাই অন্যের সিগনাল না ব্যবহার করে আমাদের উচিত নিজেদের জন্য সিগনাল তৈরি করা আর আমরা যদি এটি সঠিকভাবে করতে পারি তাহলে আমরা খুব সহজেই এই ব্যবসায় নিজেদেরকে উন্নয়ন করতে পারবো এবং ভাল উপার্জনও করতে পারবো
-
যারা ফরেক্সে নতুন তাদের উচিত হবে না ফরেক্সে সিগন্যল ব্যবহার করা । আপনি যদি ফরেক্স ভাল না জানেন তাহলে আপনাকে আগে ভাল করে ফরেক্স জানতে হবে তার পরে আপনাকে ফরেক্স ট্রেড করতে হবে তার পরে আপনি সিগন্যল ব্যবহার করবেন কিনা ভাবুন । কিছু না ভেবে সিগন্যল ব্যবহার করা ঠিক না । তাই সিগন্যল ব্যবহার করার আগে আপনাকে আগে ভাবতে হবে ।
-
ফরেক্সিস এ অনেক সাইট আছে যারা টাকা দিয়ে সিগন্যল দিয়ে থাকে। আমি মনে করি টাকা দিয়া সিগ্নাল না কিনে টাকা দিয়া ফরেক্স শেখা ভালো। কারন আপনি ফরেক্স শিখলে নিজেই ট্রেড করতে পারবেন। আর অন্যর উপর নিরভর করতে হবে না।
-
প্রথমে আপনি ব্যবসায়ের সমস্ত নিয়মকানুন জানেন এবং আপনার সাথে সম্পর্কিত যথাযথ জ্ঞানও রয়েছে তারপরে আপনি যথাসাধ্য অনুশীলন করবেন কারণ এটি আপনার পক্ষে খুব সহায়ক এবং আপনি কম ভুল করছেন এবং বেশি লাভ করবেন You আপনার বিকাশ করা উচিত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এটি গুরুত্বপূর্ণ কারণ কখনও কখনও আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে বা আপনার পরিকল্পনা পরিবর্তন করতে চান।
-
কেউ যদি ফরেক্স সিগন্যাল কিনে থাকেন তাহলে আপনি তার সাথে আগে কথা বলে নেন। সে কিভাবে ট্রেড করে তার চার্ট শেয়ার করবে কিনা। কেননা আপনি যদি তার চার্ট ও দেখেন তাহলেও িএকসময় ট্রেড করতে করতে দক্ষ হয়ে যাবেন। তখন দেখা যাবে আপনি নিজেই সিগন্যাল বানাতে পারবেন।