লস করা মানে খারাপ লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলে আমাদের মাথায় রাখা লাগবে ব্যাবসা মানেই লাভ লস থাকবেই। লস করলে আমরা সবাই অনেক ভেঙ্গে পড়ি , লস রিকভার করতে আবার ট্রেড নিয়ে আবার লস করে ফেলি। আসলে আমাদের লস করার পর মাথা ঠান্ডা করে আগে লসের কারন খুজতে হবে । পরে এনালাইজ করে সেই লস কে রিকভার করার ট্রাই করে যেতে হবে