লোভ করা ভাল নয় আমরা সবাই জানি। লোভ মানুষকে অনেকটা বিপদে এবং অনেক ক্ষতির দিকে টেনে নেয়। আর ফরেক্স মার্কেট এ লোভ করাটা আর কঠিন। ফরেক্স মার্কেট এ আমরা যখনই কাজ করব আমাদের এই লোভটাকে সামলে রেখে এই ফরেক্স মার্কেট এ কাজ করব।
Printable View
লোভ করা ভাল নয় আমরা সবাই জানি। লোভ মানুষকে অনেকটা বিপদে এবং অনেক ক্ষতির দিকে টেনে নেয়। আর ফরেক্স মার্কেট এ লোভ করাটা আর কঠিন। ফরেক্স মার্কেট এ আমরা যখনই কাজ করব আমাদের এই লোভটাকে সামলে রেখে এই ফরেক্স মার্কেট এ কাজ করব।
ফরেক্স মার্কেট এমনি যে এক ব্যাগ টাকা কোথাও রাখা আছে তার থেকে শুধু মাত্র একটা নোট বের করে নেওয়া।আপনি যদি ঐ পুরো ব্যাগ নেয়ার লোভ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।তাই আমদের লোভ বর্জন করতে হবে।মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বেশি লটে ট্রেড ওপেন করা তারপর ব্যলেস্ন ০ শুন্য করে ফেলা এসব লোভের কারনে ঘটে।
আপনার কথা ১০০% সত্য শুধু ফরেক্স মার্কেট কেন জিবনের সব ক্ষেত্রেই লোভ ধ্বংস ডেকে আনে আর ফরেক্স মার্কেটে বিশেষ করে ৯০% ট্রেডার লোভ এর করনে লস করতে থাকে আমাদের কে মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে আপনি যদি আপনার লোভ কে সংবরণ করতে পারেন তাহলে আপনি অন্য ট্রেডার দের চেয়ে অনেক এগিয়ে থাকবেন
লোভ যেকোন কাজেই সফলতার পথে বাধা হয়ে দাড়ায়।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যায়। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই সফল হওয়া যাবে। তাই সকলেরই উচিত লোভ পরিহার করে ধৈর্য্য ধরে ট্রেড করা।
যে ট্রেডার ফরেক্স মার্কেটে লোভ করবে সে কোনদিনো ফরেক্স মার্কেট থেকে সাফলতা পাবে না।আমাদের সবার আগে নিজের লোভ বর্জন করা উচিত।আপনি যদি লোভে পড়ে কম ব্যলেস্ন নিয়ে বেশি লোটে ট্রেড ওপেন করেন তাহলে যদি ঐ ট্রেদ আপনার বিপরিতে যাই তাহলে একাউন্ট ০ খুব তাড়াতাড়ি পৌছে যাবে।তাই লোভ নামক ধ্বংস রিপুকে পরিহার করুন।
লোভে পাপ, পাপে একাউন্ট জিরো জিরো। তাই ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না। আপনি যে কয়টা ইন্ডিকেটর ব্যবহার করেন তা দেখে যে রেজাল্ট আসবে সেই মত কাজ করলে ক্ষতিগ্রস্থের হাত থেকে রেহাই পাওয়া যাবে ইনসা-আল্লাহ।
আমরা অনেকেই অতিরিক্ত লাভের আস্য একাউন্ট জিরো করে ফেলি, যখন কোনো ট্রেড এ লাভ হয় তখন আমাদের উচিত ঐ ট্রেড টা কেটে দেয়া ।কিন্তু আমরা অনেকেই বেসি লোভের জন্য কাটি না ফলে লাভের জায়গায় লস এর হারটায় বেসি হয়। যে লোভ করবে সে কোনদিনই এই মার্কেট এ টিকে থাকতে পারবেনা । তাই আমাদের উচিত লভ না করে ছটো ছোট ট্রেড দেয়া এবং লোভ নিয়ন্ত্রন রাখা।
লোভ আমাদেরকে ধ্বংস করে দেয় । ফরেক্স এ লোভ করে অামি অনেক বার আমার একাউন্ট জিরো করছি আমার মত এমান অনেকে আছে যারা এভাবে একাউন্ট জিরো করেছে । আমরা যত তাড়াতাড়ি লোভকে ত্যাগ করতে পারব তত দূত আমরা ফরেক্স সফল হতে পারব । লোভে পাপ পাপে মৃত্যু ।
হ্যা আপনি থিক কথা বলেছে ফরেক্স করতে এসে আমরা অনেক লস করছি ফরেক্স আমি যখন প্রথম করি তখন আমি ২০০ ডলার লস করি | আমি ফরেক্স করার পক্ষ পাতি ফরেক্স আপনাকে আয় করাতে পারে আপনি যদি ফরেক্স থেকে দক্ষতা আর ফরেক্স মাকেটে সময় ব্যয় করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
অবশ্যই আমরা ফরেক্স মার্কেটে লোভ করে অনেক ক্ষতিগ্রস্থ হই । আমরা সব সময় ফরেক্সে লোভ করে থাকি কারণ হল এই মার্কেটে আয় হল বেশী । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভ আমরা একেবারেই ছেড়ে দেব । আর আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য লোভ একেবারেই ছেড়ে দেন তাহলেই সফলকাম হতে পারবেন । আর যারা এই মার্কেটে সফলতা অাসবে দক্ষতা অনুযায়ী ।