-
ওভার ট্রেডিং এর পরিনাম কখনই ভাল হয় না। হতে পারে আপনি ওভার ট্রেডিং এর মাধ্যমে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কারণ ওভার ট্রেডিং করলে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে অনুসরণ করা হয় না। এছাড়া ফরেক্স এ ওভার ট্রেডিং করলে লসের সম্ভাবনা থাকে অনেক । কারণ একটি ট্রেড লস হওয়ার পর আবেগের বশে যখন আমরা আবার ট্রেড করি তখন আসলে এনালাইসিস খুব কম সংখ্যক ট্রেডাররাই করে থাকে । এই সময়ে আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে । ফলে আবার লস হয় ।
-
অভার ট্রেডের পরিনাম কখনোই ভালো হয় না। সব সময় লিমিটেড সংখ্যক ট্রেড ওপেন করতে হয় আর সেটা অবশ্যই এনালাইজ করেই করতে হয়। এনালাইজ ছাড়া যদি আমি স্টপ লস খাইলাম আএ সেখান থেকে আরো একটা ট্রেড বসায়া দিলাম তাইলে হবে না। মার্কেট অনেক সময় আমাদের ফলস মুভমেন্ট ও দেখায় যার জন্য আমাদের স্টপ লসে ট্রেড ক্লোজ হয়ে যায়। তাই আমাদের বুঝে শুনে ট্রেড নিতে হবে
-
ওভার ট্রেডিং এর পরিনাম মারাত্মক। যা ধ্বংসের দিকেনিয়ে যায়
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়ার পর যখন লস করি তখন মনে হয় যে আমি যদি আবার ট্রেড এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমার লস রিকভার হয়ে যাবে তার জন্য কিছু সময় অর্থাৎ কিছু পিপস পর পর ট্রেড এন্ট্রি নিয়ে থাকে কিন্তু একটা সময় আমাদের লস বাড়তে থাকে এবং ভলিউম বাড়তে থাকে যার কারনে মানিম্যানেজমেন্ট ঠিক থাকেনা।একটা সময় অনেক লস হয় তখন ট্রেড গুলো ক্লোজ করতে ইচ্ছে করেনা মনে হয় মার্কেট যদি আবার উঠে তাহলে আমার লস হবে ভেবে।ওভার ট্রেডিং করার ফলে একাউন্ট জিরোও হয়ে যেতে পারে।তাই ওভার ট্রেডিং থেকে বিরত থাকা উওমবলে আমি মনে করি
-
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে।তাই কখনই ওভারট্রেডিং করা উচিত নয়। আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমি বর্তমানে অন্যকে এটি ত্যাগ করার জন্য আহবান করে থাকি।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে প্রফিট করি কিন্তু আমরা অনেক সময় আমাদের টার্গেট পুর্ন হবার পরে অনেক সময় ঝুকি নিয়ে অভার ট্রেড করে থাকি,কিন্তু এই অভার ট্রেডিং করি মুলত লোভের বসবতি হয়ে,তাই ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে অভার ট্রেডিং পরিহার করে ট্রেড করা।
-
যারা ফরেক্স ট্রেডিং এ অভিজ্ঞ তারা প্রতিটা ট্রেড করার পেছনে অনেক সময় দেয়। মার্কেট সম্পর্কে অনেক এনালাইসিস করে তারপর ট্রেড করে থাকেন। এটা নতুন ট্রেডার কমন একটি ভুল। যার ফলে লস হওয়ার সম্ভাবণা বেশী। এই ধরনের ভুল হতে দূরে থাকতে হবে। এখানে লাভের মুখ দেখতে হলে অতিরিক্ত ট্রেড করা থেকে দূরে থাকতে হবে।
-
যে মার্কেটটা প্রচুর ভলেটাইল আপনি যদি এখানে বাই ট্রেড অথবা সেল যাই দেননা কেন আপনি ধরা খাবেন ঐ পজিশনগুলোতে মোটেই ট্রেডে যাওয়া উচিত না। এখানে আপনাকে অনেক ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। আমাদের মেন্টাল সাইকোলজি এমন হয় যে লস পূরণ করার জন্য আমরা আবার ট্রেড করি অথবা মনে হয় এ রকম যে মার্কেট যেহেতু আমার সিদ্ধান্তের বিপরীতমুখী তাহলে বিপরীতমুখী ট্রেড করলে ভাল হবে কিন্তু দেখা যায় যে মার্কেট আবার ওই ট্রেডের বিপরীতে মুভ করছে ।
-
আমাদের একটি ট্রেড এ লস করার পর সাথে সাথে আর একটি ট্রেড ওপেন করা উচিত নয়.কারণ আমরা ঐসময় লস উত্তোলন এর মনোভাবে থাকি যা আমাদের উপর এক প্রকার চাপ এর সৃষ্টি করে যে আমাদের লস উত্তোলন করতেই হবে।আরও মনে হয় নতুনদের জন্য ওভার ট্রেড করা ভাল না কারন ফরেক্স মার্কেট এ অনেক কিছু বুঝতে অনেক সময় লাগে তাই লস হতে পারে।
-
লোভে পাপ, আর পাপে মৃত্যু। তেমনি ফরেক্স অভার ট্রেডিং হলা লোভে লস আর লসে ফকির। ভাই আমার পরামর্শ অতিরিক্ত কোন কিছুই ভালো না। সেটা ট্রেডিং হোক বা টেন্ডার হোক অল্পকেতে যারা খুশি থাকে। তারই অনেক ভালো থাকে। তাই আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব তাই আমি বলবো ওভার ট্রেডিং থেকে আমাদের দুরে থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেট ওভার ট্রেডিং লস এর একটি বিশেষ কারন । ওভার ট্রেডিং করার ফলে ফরেক্স আমরা অনেক লস এর সম্মুখীন হয় । আমরা একটি ট্রেড এ লস করলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া অনেক ট্রেড ওপেন করি এটি আমাদের একটি বড় ভুল । তাই ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । আপনি আবেগ ত্যাগ করতে না পারলে আপনার ওভার ট্রেডিং হবেই তাই আবেগকে ত্যাগ করি এবং ওভার ট্রেডিং না করি ।