খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই। আশা করি আমি সঠিক ব্যাখা দিতে পারবো।
ফরেক্স মার্কেটে দুই ধরনের কারেন্সি পেয়ার রয়েছে। মেজর এবং ক্রস। ধরুন আপনার অ্যাকাউন্টে ডলার রয়েছে। তাহলে যেসব কারেন্সি পেয়ারে ডলার রয়েছে, সেগুলোই আপনার জন্য মেজর কারেন্সি পেয়ার। লক্ষ্য করা যায় মেজর কারেন্সি পেয়ারে স্প্রেড কম থাকে এবং ক্রস পেয়ারে স্প্রেড বেশি থাকে। এর কারণ হলো, আপনি যদি ইউরো/জিবিপি তে ট্রেড করেন, তাহলে আপনার ডলার প্রথমে ইউরোতে বা জিবিপি তে এক্সচেঞ্জ হবে এরপর ট্রেড ওপেন হবে। আর এই অতিরিক্ত স্প্রেড হলো ডলার থেকে ইউবো এক্সচেঞ্জ এর চার্জ।
আশা করি আপনার উত্তর পেয়েছেন।