-
একাধিক পেয়ারে ট্রেড করে যেমন লাভ করার সম্ভাবনা বেশি থাকে ।তেমনি লস করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি যদি একই সাথে একের অধিক পেয়ারে গ্রেট করে থাকেন তাহলে আপনার লাভের পরিবর্তে লস করার ঝুঁকি বেশি থাকবে, কেননা আপনি একসাথে সবগুলো ট্রেডের উপরে নজর রাখতে পারবেন না। তাছাড়া সব সময় সকল পেয়ারের ট্রেডগুলো আপনার অনুকূলে থাকবে এমন ও না। তাই আমার মতে একসাথে একাধিক পিয়ারে ফ্রেন্ড করা থেকে বিরত থাকাই উত্তম।তবে আপনি যদি একের অধিক অর্থাৎ 2 অথবা 3 টা পেয়ারে ট্রেড করে থাকেন তাহলে আপনি ঐ সকল পেয়ার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং মার্কেট যেহেতু সব সময় আপনার অনুকূলে থাকবে না তাই আপনি যদি একটি পেয়ারে ট্রেড করতে চান ,তাহলে আপনার পছন্দমত ট্রেড করার জন্য আপনার অপেক্ষা করার প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি ২ থেকে ৩ টা পেয়ার সম্পর্কে অভিজ্ঞ হন তাহলে যাচাই-বাছাই করে এর যেকোন একটাতে আপনি ট্রেড ওপেন করতে পারবেন। আর এক্ষেত্রে আপনার লাভ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাই বলব আপনার যদি বিভিন্ন কারেন্সি সম্পর্কে ধারণা থাকে এবং সঠিক এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড ওপেন করতে পারেন তাহলে আপনি চাইলে একের অধিক অর্থাৎ দুই থেকে তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন।
-
এই ক্ষেত্রে আমি বাস্কেট ট্রেডিং পছন্দ করি। বাস্কেট ট্রেডিং হল এক সাথে একাধিক পেয়ারে ট্রেড করা। শেয়ার মার্কেটে এটিকে বলে পোর্টফলিও। বাস্কেট ট্রেডিং করার মূল কারন হল আপনি যদি একটি পেয়ারে লস করেন তাহলে বাকি পেয়ারগুলো প্রফিট দিয়ে তার রিকাভার করতে পারবেন। যেমন আপনি আজ eur/usd, gbp/jpy, usd/chf, usd/cad, eur/jpy পেয়ারে ট্রেড নিলেন এখন এখন যদি আপনি যেকোনো দুটিতে ২০ ডলার লস করেন তাহলে আপনি অন্য দুটিতে যদি ৩০ ডলার প্রফিট করেন তাহলে দিন শেষে আপনি মোট ১০ ডলার প্রফিট নিয়ে বাড়ি যেতে পাবেন। তবে বাস্কেট ট্রেডিং করার আগে আপনি যে পেয়ারগুলো তে ট্রেড নিবেন সেগুলো ভালভাবে আনাল্যসিস করতে হবে। অনেক ট্রেডার আছে যারা রীতিমতো বাস্কেট ট্রেডিং এর আনাল্যসিস দিয়ে থাকে। যারা বাস্কেট ট্রেডিং করতে চান তারা সেই আনাল্যসিসগুলো ফলো করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমাদের অনেক কিছু বিবেচনায় রেখে ট্রেড করা উচিত। আমরা যে সব সময় একটি পেয়ারে ট্রেড করবো এমনটা নয় মার্কেটের অবস্থা বুঝে বিভিন্ন পেয়ারে ট্রেড করা যেতে পারে। তবে ব্যালেন্স এর উপর ডিপেন্ড করে লট নির্ধারণ করে তবেই একাধিক পেতে পারে ট্রেড করা উচিত টোটালি এনালাইসিস করে একাধিক পেয়ার ট্রেড করা উচিত তবে আমার মতে একসাথে দুইটা কিংবা তিনটা পেয়ারের বেশি ট্রেড করা উচিত নয়।
-
একই সাথে একাধিক পেয়ারে টেড না করা ভালো। যত কম ট্রেড করবেন আপনার একাউন্ট এর জন্য তত ভালো। আর ট্রেডিং সিস্টেম অনুযায়ী ট্রেড করা যেতে পারে। আর যেগুলোতে কোরিলেশন পেয়ার আছে সেগুলোতে একসাথে একাধিক ট্রেড ওপেন না করাই উত্তম।
-
আামার মতে ফরেক্সে ট্রেডে একাদিক পেয়ারে ট্রেড করা উত্তম।যদিও এক পেয়ারে ট্রেড করলে লাভ বেশি হয় কিন্তু যদি লস হয় তাহলে লসের পরিনাম অনেক বেশি হয়। সহজে তা রিকভারিকরা যায় না।তবে একাদিক পেয়ারপ ট্রেড করলে লাভের পরিমান কম হলেও যদি লসের মূখে পরে তা খুব তাড়াতারি রিকভারি কারা যায় খুব অল্প সময়ে।
তাই আমি মনে করি ফরেক্স ট্রেডে একাদিক পেয়ারে ট্রেড করা উত্তম।
-
সঠিকভাবে ট্রেড বাছতে পারলে একাধিক পেয়ার এ ট্রেড করা ভাল। যদি অধিক কারেন্সি সম্পর্কে ভালো জ্ঞান থাকে তবেই ট্রেড করুন নতুবা লসে পরে যাবেন। অভিজ্ঞ না হলে একাধিক পেয়ার এ ট্রেড না করে ধৈর্যের সাথে অপেক্ষা করাই ভালো।
-
ফরেক্স মার্কেটে একাধিক পেয়ার নিয়ে ট্রেড করা মন্দ নয় যদি আপনি সব দিকে ভালোভাবে নজর রাখতে পারেন। একাধিক পেয়ারে ট্রেড করার সুবিধা হল মার্কেট এনালাইসিস করে যে পেয়ারের লাভ হবে তাতে ট্রেড করা যায়। তবে ট্রেডারকে অবশ্যই সব গুলো পেয়ারের মানি ম্যনেজমেন্ট ভালো করে করতে হবে। একাধিক পেয়ারে ট্রেডের সমস্যা হল মাঝে মধ্যে বিভিন্ন পেয়ার ম্যনেজমেন্ট করায় ঝামেলা হয়।
-
আমার মনে হয় প্রথম দিক একটি বা দু্টি পেয়ার নিয়ে কাজ করা উত্তম কারণ প্রথম দিকে অনেক কিছু বুঝতে হয়। একসঙ্গে বেশী পেয়ার নিয়ে কাজ করা ঠিক নয় তাতে আপনার ট্রেডিং এর মূল বিষয় বুঝতে কষ্ট হয়। মাকের্ট এর মুভমেন্ট ভালোভাবে পর্যালোচনা করতে হলে যত কম পেয়ার নিয়ে কাজ করা যায় তত ভাল। বেশী লাভ করার জন্য অনেকে অনেকগুলো পেয়ার নিয়ে ট্রেড করতে চেষ্টা করেন তাতে দেখা যায় সব কিছু তালগোল পাকিয়ে ফেলেন।
-
আমার মতে কখনোই একসঙ্গে একাধিক পেয়ারে ট্রেড করা উচিত নয়, কারণ এটা অ্যাকাউন্ট ব্যালেন্স এর জন্য হুমকিস্বরূপ হয়ে উঠতে পারে, কেননা আমরা যারা বাংলাদেশ থেকে ফরেক্স ট্রেডিং করে থাকি এদের ম্যাক্সিমাম ট্রেডারের ডিপোজিট এর পরিমাণ খুবই সামান্য,আর এই সামান্য ডিপোজিট দিয়ে যখন একাধিক কারেন্সিতে ট্রেড ওপেন করা হবে,এমত অবস্থায় কোন কারেন্সি যদি অনেক বেশি বিপরীত দিকে যেতে শুরু করে তাহলে দেখা যাবে পার্শ্ববর্তী কারেন্সিগুলো বিপরীত দিকে যেতে শুরু করেছে যার ফলস্বরূপ অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তবে আপনি যদি একটি পেয়ারের ট্রেড ক্লোজ করে অন্য একটি পেয়ারে ট্রেড ওপেন করে থাকেন এবং একইভাবে একাধিক পেয়ারে ট্রেড করতে চান তাহলে দুই থেকে তিনটি পেয়ার সিলেক্ট করে নিতে পারেন, এবং সেগুলোর মধ্যে ট্রেড করতে পারেন, কারণ শুধুমাত্র একটি পেয়ারে ট্রেড করলে সেটা সব সময় আপনার অনুকূলে নাও থাকতে পারে।
-
আমার মতে একটি পেয়ারে ট্রেড করা ভাল। এতে কিছুদিনের মধ্যে ওই পেয়ারের মুভমেন্ট খুব ভালোভাবে বুঝা যায়। যার ফলে ট্রেড করে প্রফিট করতে অনেক সুবিধা হয়। এবং অনেক ভাল প্রফিট করা যায়।এইক্ষেত্রে অনেক সাবধান হতে হবে তানাহলে দুটি ট্রেড এর লস আপনাকে পুরোপুরি ই বিফল করাতে পারে.