আমি নতুন আমি গত মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। যারা পুরাতন তারা বলতে পারবে যে তারা কি পরিমান লাভ বা লস করেছে। আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারিনাই। কারন আমি একটু গতমাসে বেশি লোভ করেছিলাম তাই লোভের কারনে আমার ৫০ ডলারের মত লস আছে।
Printable View
আমি নতুন আমি গত মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। যারা পুরাতন তারা বলতে পারবে যে তারা কি পরিমান লাভ বা লস করেছে। আমি ফরেক্স মার্কেটে খুব একটা ভাল করতে পারিনাই। কারন আমি একটু গতমাসে বেশি লোভ করেছিলাম তাই লোভের কারনে আমার ৫০ ডলারের মত লস আছে।
আমি এই মাস থেকে ফোরামের ডলার দিয়ে রিয়েল ট্রেড শুরু করলাম। প্রথম ২,৩ ট্রেডে ভালই লাভ করেছি। মাঝখানে আমার িএকটা অনাকাঙ্খিত ভুলের কারনে কিছু লস হয় । তারপর থেকে কিছু লস আবার কিছু প্রফিট এই ভাবে একাউন্ট চলতি আছে। তবে আমি মনেকরি এখানে থেকে আমি লাভ করতে সক্ষম হব। আমি মোটামোটি পযায়ে পড়ে রয়েছি।আশা করি ভবিষ্যতে ভাল পর্যায়ে যাব।যেটা একটা ভাল দিন উন্মোচন করবে।আমরা চাইলে চেষ্টার মাধ্যমে সফলতা পেতে পারি।যেটা একটা বড় দিক উন্মোচন করবে।সুতরাং এটার মাধ্যমে আমরা ভবিষ্যতে বহু দূর যাব বলে আশা রাখছি।দেখি সামনে কতদূর যেথে পারি
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি লাভ এবং লস দুটোতেই আছি। তবে লসের পরিমাণ সবচেয়ে বেশি। ফরেক্সে লাভ করতে হলে মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকা চাই। কেননা অভিজ্ঞতা ছাড়া আমরা কখনোই এখান থেকে লাভ করতে পারব না। তাই ডেমো ট্রেড করে আমাদেরকে বিভিন্ন কৌশলগুলো আয়ত্ব করতে হবে। তবে ডেমোতে প্রায় সময় আমি লস করি । কেননা শুরুতে আমি লাভ লসের কথা চিন্তা না করে ভালভাবে ফরেক্স শিখার উপর গুরুত্ব দিচ্ছি । আর নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে কোন ধরনের প্রফিটের অভাব হবে না ।
আমি ফরেক্স ট্রেডিং শুরু করেছি কয়েকদিন ধরে। আমি এখানে এখনো নতুন। আমি যখন ট্রেড শুরু করি সেই দিনই প্রায় ৫০$ এর মতো লাভ করি পরের দিন আরও ৩০$ ডলার। তখন আমার ভেতর লোভ যাগে আর আমি সেই অনুসারে নতুন করে ট্রেড করি। আর আমি ট্রেড ধরার পরক্ষনেই মার্কেট আমার প্রতিকুলে চলে যায় এবং আমি দুই দিনে যে লাভ করেছিলাম তা আবার লস করি। আর আমি এখান থেকে ভুলের নতুন অভিজ্ঞতা অর্জন করি। যা আমার পরবর্তী সময়ে কাজে লাগবে। ধন্যবাদ
আমি ফরেক্স মার্কেটে প্রায় ৫মাস এর ও বেশি সময় ধরে আছি। আমি প্রথমে একাউন্টে ৫০ডলার ডিপোজিট করি কিন্তু বেশিদিন টিকে থাকতে পারি নাই ।তার পর আমি ফরামে পোস্ট করে কিছু বোনাস ডলার নিয়ে আবার ফরেক্স এ ট্রেড করি।তার পর থেকে আমি ফরেক্সে এ লাভ করতে থাকি আর বেশি একটা লস হয় নাই।
(আলহামদুলিল্লাহ) আজ পর্যন্ত ফরেক্স করে আমি মনে হয় সবথেকে ভাল আছি। কারন মার্কেটে আমার সময় বা যাত্রা বেশি দিনের নয়, কিন্তু তার পরেও (আল্লাহর) রহমতে হালাল উপার্জনের ভাল একটা রাস্তা আমি পেয়ে গেছি। এখন সেই জ্ঞান ও অভিজ্ঞতাটা সঠিকভাবে কাজে লাগাতে পারলেই, একটু একটু করে অগ্রসর হতে পারবো।
ফরেক্স মার্কেট প্লেসে আমি একজন নতুন মেম্বার। এজন্য আমি কিছুদিন যাবত ডেমো একাউন্টে ট্রেড করার অভ্যাস করছি।এই ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স ট্রেড মার্কেট সম্পর্কে আমি প্রাথমিক জ্ঞান অর্জন সহ ফরেক্স মার্কেট প্লেসের পারিপার্শ্বিক জ্ঞান অর্জন করতে পারছি। যদি আমি প্রফেশনাল না তবুও ডেমো ট্রেডিং এর মাধ্যমে যতোটুকু বুঝতে পারলাম আমরা যদি একটু সেনসিটিভ ভাবে আমাদের এনালাইসিস গুলা করি তবে ক্ষতির তুলনায় লাভের সম্ভাবনা বেশি থাকে। ডেমো ট্রেডিং এর সর্বশেষ লাভ আমার মোট পাঁচটি ট্রেডিংয়ে 918 ডলার। এর মাধ্যমে রিয়েল ট্রেডিং এর আগ্রহ আমাকে ফরেক্স মার্কেটের প্রতি আশাবাদী করছে।
আমি ফরেক্সে ট্রেডিং নিয়ে ফরেক্সে ট্রেড করা শুরু করেছি প্রায় পাঁচ মাস ।প্রথম দিকে ট্রেড করে আমার লস হয় ।পরে সেই লস কে কাটিয়ে এখন আমি লাভে আছি ।আমি ৩০০ ডলার নিয়ে ট্রেড শুরু করি ।এখন আমার লাভ আছে ৮৯ ডলার ।
আমি ফরেক্স ট্রেডিং এ এখনো লস এ আছি । এই লস হওয়ার পেছনে কারন আমার সঠিক দক্ষতার অভাব । তবে আমি বিশ্বাস করি এই লস এর মধ্যদিয়েই আমি সফলতা অর্জন করতে সক্ষম হবে । কোন কিছুতেই এক দিনে সফলতা পাওয়া সম্ভব না তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ সফলতা পেতে হলে আমাকে ফরেক্স সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং অনেক বেশি অনুশীলন করতে হবে । তাহলে আমি এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে সক্ষম হবো ।
আমি ট্রেড শুরু করার প্রথম দিকে প্রায় ১৬ ডলার মত লস করেছিলাম। তখন আমি আসলে নতুন ট্রেডার ছিলাম। তাই সঠিক সময়ে ট্রেড না করে ভূল সময়ে ট্রেড করেছিলাম। তবে পরবর্তীতে ভূলটি আমি বুঝতে পেরেছিলাম। এখন আমি সচেতন হয়ে গেছি। ট্রেড করার সময় এই ভূল আর করি না। তবে পরবর্তীতে লসের চেয়ে লাভই করেছি বেশি। আমি এই পর্যন্ত প্রায় ১০০ ডলারেরও বেশি লাভ করেছি।