আমি প্রাথমিক অবস্থায ফরেক্স করে অনেক লস খেয়েছি তাই কাউকে ফরেক্স এর ট্রেড করতে নিজ ইচ্ছায় বরিনা।আর তা ছাড়া আমি একজন নতুন ফরেক্স ট্রেডের । আমি নিজে এখনো সফল হতে পারিনি, অন্যকে কিভাবে শিখাব।
Printable View
আমি প্রাথমিক অবস্থায ফরেক্স করে অনেক লস খেয়েছি তাই কাউকে ফরেক্স এর ট্রেড করতে নিজ ইচ্ছায় বরিনা।আর তা ছাড়া আমি একজন নতুন ফরেক্স ট্রেডের । আমি নিজে এখনো সফল হতে পারিনি, অন্যকে কিভাবে শিখাব।
বাংলাদেশের কত% লোক ফরেক্সের সাথে জড়িত আমি সেটা আজও জানিনা কেউ জানলে বলবেন।
আমি যখন ফরেক্স সম্পর্কে জানি তখন প্রথম অবস্থায় আমি কাউকে বলিনি কেননা আগে আমি বিষয় বুঝার চেষ্টা করছি। বর্তমানে আমি ফরেক্স সম্পর্কে সাধারণত তুলনামুলক কিছু জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি। এবং এর মাধ্যমে ফরেক্স এ ট্রেড করে কিছু সফলতা পেয়েছি। তাই আমি এখন আমার স্কুল বন্ধুদের সাথে ফরেক্স এর বিষয়টি নিয়ে আলাপআলোচনা করছি এমনকি এদের মধ্যে কিছু বন্ধুকে ফরেক্স এ অ্যাকাউন্ট খুলে দিয়েছি। তারা সাধারণত এখন ডেমো ট্রেড করছে। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের নিউজ ফরেক্স এনালাইসস, দৈনিক চার্ট সেল এবং বাই করার পদ্ধতি গুলো শিখার চেষ্টা করছে। আমার বন্ধুগুলো অবশ্যই আমাকে পজেটিভ কথা বলছে এবং তারা ভবিষ্যতে ফরেক্স টাকা বিনিয়োগ করতে চাচ্ছে। আমি মনে করি ধীরে ধীরে আমার সকল বন্ধুদেরকেও ফরেক্স এর প্রতি আগ্রহ করে তুলতে পারবো যখন তারা এই মার্কেট থেকে টাকা উত্তোলন করতে পারবে এটা আমার বিশ্বাস।
না । কারন আমি আমার গোপন তথ্য কারোও সাথে শেয়ার করতে পছন্দ করি না । এবং যদি আমি কাউকে ফরেক্স সম্পর্কে ধারনা দেই তাহলে সে এই ব্যাবসা থেকে প্রচুর উপার্জন করে ফেলবে এবং আমার কোনো মূল্য থাকবে না । তাই কেউ আমাকে জিজ্ঞাসা করলে বলি যে , আমি শেয়ার ব্যাবসা করি । আমি প্রতিযোগীতা পছন্দ করি না বলেই এই ব্যাবসাকে আমার পেশা হিসেবে বেছে নিয়েছি । এবং আমি কখনই চাইবো না যে কেউ আমার ব্যাবসা সম্পর্কে জানুক এবং ব্যাবসা করুক ।
আমি ফরেক্স মার্কেট এ নতুন। আমি ফরেক্স মার্কেট এ এখনো আয় করতে পারি নি। তাই আমি ফরেক্স মার্কেট এখনো করো শিখাতে পারি নি। তবে আমার ইচ্ছে যে আমি ফরেক্স মার্কেট এ ভাল একজন ট্টেইনার হলে আমি নতুন গ্রাহকদেরকে এই ফরেক্স মার্কেট এর কাজ শিখাবো। আমি এখন বর্তমানে ফরেক্স শিখাচ্ছি না। তবে ফরেক্স করতে উৎসাহিত করি।
ফরেক্স সম্পর্কে আমি আমার বন্ধু/বান্ধুবী প্রায় সকলকেই কিছু না কিছু তথ্য দিয়েছে তবে এদের মধ্যে কেউ কেউ ফরেক্স নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। আর আমার ২/৩জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং মার্কেটে এ্যাকাউন্ট খোলে দিয়েছি। এমনকি একটি ডেমো অনুশীলনের মাধ্যমে ডেমো ট্রেডিং পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছি। তারা নিয়মিত ডেমো অনুশীলন করছে পাশাপাশি বর্তমানে তারা রিয়েল এ্যাকা্উন্টের মাধ্যমে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে কিছু টাকা উত্তোলনও দিয়েছে। এবং তারা পুরোদমে শিখার চেষ্টায় আছে কিভাবে তারা আরোও বেশি ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব।
প্রকৃত পক্ষে আমি আমার আশেপাশে পছন্দ মতো উপযুক্ত কাউকে এখোনোও পাইনি যাকে আমার এতো কষ্টের ট্রেডিং কৌশলগুলো হাতে কলমে তুলে দিবো৷আমি ফরেক্স ব্যাবসা সম্পর্কে যা কিছু নিজে নিজে দীর্ঘ ৪ বছর যাবৎ কষ্ট করে শিখেছি তার সবটুকুই রেখে যাচ্ছি আমাদের এই ফোরামে৷ আমি এখানে একদম নতুন ট্রেডারদের শেখার জন্য ফরেক্স ব্যাবসার বাস্তব সম্মত,সঠিক ও কার্যকরী বেসিক কলা-কৌশলগুলো 'ধারাবাহিক লেসন' আকারে নিয়মিত লিখে যাচ্ছি৷এখানে অনেক আগ্রহী শিক্ষার্থী ট্রেডার থাকতে পারে তাদের কেউ হয়তো ফরেক্স ব্যাবসার সঠিক দিক নির্দেশনাগুলো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে যেমন ঠিক ৪ বছর আগে আমি খুঁজতাম৷তাই আমার 'ধারাবাহিক লেসন' গুলো তাদেরই উপকার হবে যারা প্রকৃতপক্ষে পেশাদার ট্রেডার রূপে ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে দৃঢ় সংকল্পবদ্ধ৷
আমি ফরেক্স মার্কেটে সফল নই তাই আমি সবাইকে এখনো এই মার্কেটে ট্রেড করতে উৎসাহিত করি না তবে আমার দেখাদেখি অনেকে ফরেক্স মার্কেটে প্রবেশ করেছে। তারাও খুব একটা ভালো করছেনা কারণ সবাই তারাহুড়া করে ট্রেড করে থাকে কেউ মার্কেট সম্পর্কে বুঝে ট্রেড করেনা। তবে আমার কাছে যদি কেউ জানতে আসে ফরেক্স মার্কেট সম্পর্কে তবে আমি তাদের আগে ডেমোতে প্র্যাকটিস করে ট্রেড সম্পর্কে ধারনা নেওয়ার কথা বলি এবং তাদের বিভিন্ন ভিডিও আর ফোরামের সদস্যদের ফরেক্স সম্পর্কে ধারনাগুলো পড়তে বলি।
আমি ফরেক্স মার্কেট এ নিজে সিখছি আরও অনেক জন কে আমি ফ্রীতে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা সিখাই ছি তারা এখন ফরেক্স মার্কেট এ ভাল লাভ করছে । আমি নিজেও ফরেক্স মার্কেট এ ফ্রীতে ট্রেড করা সিখছি , আপনি যদি ফরেক্স মার্কেট এ ভাল লাভ করতে পারেন তাহলে আপনি মানুষ কে ফ্রীতে সিখালেন মানুষ এর উপকার হল
ফরেক্স এখোনো আমিই তেমনভাাবে আয়ত্ব করতে পারি নি । আমি যদি সঠিকভাবে শিখতে পরি তবে আমি অবশ্যই অন্যকে শেখানোর চেষ্টা করবো।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ২ জন বন্ধু কে ফরেক্স এর কাজ শিখাচ্ছি।তবে আমি নিজে এখন ও ভাল ভাবে ফরেক্স এর কাজ পারিনা তবে যত টূকু পারি তত টুকু ই তাদের আমি খুব ভাল ভাবে শেখাচ্ছি যাতে তারা পরে খুব ভাল ভাবে ফরেক্স এ কাজ করতে পারে।আমি মাঝে মাঝে ওদের বাসায় গিয়ে ফরেক্স শিখাই আবার মাঝে মাঝে আমার বাসায় এনে ও ওদের ফরেক্স শাখাই।আমার একটা ছটো ভাই আছে ভাবছি ওকে ও আমি ফরেক্স শিখাবো।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ২ জন বন্ধু কে ফরেক্স এর কাজ শিখাচ্ছি।তবে আমি নিজে এখন ও ভাল ভাবে ফরেক্স এর কাজ পারিনা তবে যত টূকু পারি তত টুকু ই তাদের আমি খুব ভাল ভাবে শেখাচ্ছি যাতে তারা পরে খুব ভাল ভাবে ফরেক্স এ কাজ করতে পারে।আমি মাঝে মাঝে ওদের বাসায় গিয়ে ফরেক্স শিখাই আবার মাঝে মাঝে আমার বাসায় এনে ও ওদের ফরেক্স শাখাই।আমার একটা ছোট ভাই আছে ভাবছি ওকে ও আমি ফরেক্স শিখাবো।
এই পর্যন্ত পাঁচ জন কে ফরেক্স শিখিয়েছি। অনেকেই এখন ফরেক্স শিখতে উৎসাহী। তাই আমি চাই সবাই ফরেক্স শিখে ভালো পরিমাণ ইনকাম করুক। তবে নিজের চেষ্টার উপরে কিছু নেই। অন্নের কাছ থেকে শিখলেই চলবে না, সেটা আয়ত্তেও আনতে হবে।
আমি কয়েকজন কে শিখিয়েছি আসা করি আমি সামনে আরও সবাই কে শিখতে সহায়তা করব কারন ফরেক্স শিখানোর মধ্যে আমি এক অন্য রকম আনন্দ পেয়ে থাকি যার কারণে আমি চাই সকলেই ফরেক্স শিখুক এবং এ থেকে সকলে ভাল আয় করুক তাই আমাকে এই মার্কেট থেকে ফরেক্স শিখার জন্য চেষ্টা করতে হয় ।
আমি প্রাথমিক অবস্থায ফরেক্স করে অনেক লস খেয়েছি তাই কাউকে ফরেক্স এর ট্রেড করতে নিজ ইচ্ছায় বরিনা। তবে যার আগ্রহ সহকারে ফরেক্স শিখতে চায় তাদের আমি ফরেক্স এর কথা বলি এবং তাদের য ধরনে সহযোগিতা লাগে দেওয়ার চেষ্টা করি। আমি দুইজনকে ফরেক্স শিখিয়েছি তার ট্রেড করছে। এবং আরো কয়েকজনকে আগামীতে এ্যাকাউন্ট করে দিবো বরে কথা হয়েছে। তাদের সংখ্যা তিন জন। মোট পাঁচ জন্।
আমি ফরেক্স এ নুতুন তাই আমি কাউকে ফরেক্স শিখায় নাই । কারন আমিই আর একজনের কাছ থেকে ফরেক্স শিখেছি আর বুঝেছি ফরেক্স শিখার কোন শেষ নাই এর পর যে যত সময় দেবে সে ততই শিখবে । তাই আমি ফরেক্স এ অনেক সময় দিই এবং আমি ফরেক্স সর্ম্পকে অনেক জানতে চাই।
ভাই আমি বর্তমানে ফরেক্স শিখছি, তবে আমার যতগুলো বন্ধুবান্ধব এবং কাছের আত্নীয়-স্বজনদের মধ্যে অনেকেই জানে আমি এই ব্যবসার সাথে জড়িত। তাদের শুধু একটা মন্তব্য আর কতদিন লাগবে। কাজেই বঝতেই পারছেন আগে আমাকে এই ব্যবসা করে সফলতা অর্জন করতে হবে। তাই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে চেষ্টা করে যাচ্ছি। বাকী মহান সৃষ্টিকর্তার উপর।
আমি নিজে লুজার সো তাই কাহাকেও ফরেক্স এর কথা বলি না।
আমি ফরেক্স ট্রেডিং মার্কেটে অনেক দিন যাবত কাজ করছি আমি প্রথমে ফরেক্সের ডেমো ট্রেডিং প্লাটফর্মে বেশ কিছু দিন অনুশীলন করি এর পর ধীরে ধরে রিয়ার ট্রেডিংয়ে আছি। রিয়াল ট্রেডিংয়ে আমি ডেমো ট্রেডিংযের অভিজ্ঞতার আালোকে ট্রেড করে অনেক ভাল প্রফিট লাভ করতে সক্ষম হয়েছি। আমি এখন প্রর্যন্ত আমার পরিচিত অনেকেই ফরেক্স ট্রেডিং বিষয়ে জানিয়েছি এবং তাদের ট্রেডিং বিষয়ে সহায়তাও করেছি তারাও এখন এখান থেকে নিয়মিত ভাবে আয় করছে এবং অন্যকেও ফরেক্স ট্রেডিং বিষয়ে অবহিত করছে।
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার আমি কয়েকমাস যাবৎ এখানে ট্রেড করছি । আমি আপাতত ফোরাম পোস্টিং করছি কারন আমি একজন স্টুডেন্ট আমি কলেজে পড়ালেখা করি । আমি যখন সফল ট্রেডার হব তখন আমি লোকজনকে ফরেক্স ট্রেড শেখাব এখনও পর্যন্ত আমি কাউকে ফরেক্স ট্রেড শেখায় নাই ।
আমি ফরেক্স ট্রেডিং এ কয়েক মাস হলো কাজ করছি। বলতে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করছি। তবে আমার উৎসাহ আছে এখানে একজন দক্ষ ট্রেডার হওয়ার। তাই আমি এখানে জানার জন্য মোটামুটি ভালোই সময় ব্যয় করি। আর আমার এই আগ্রহ দেখে আমার বন্ধুরাও কাজ করতে উৎসাহী তাই আমি যতোদূর সম্ভব তাদের দেখানোর চেষ্টা করছি। আর আমি চাই তারাও যেন ভালো করে শিখতে পারে। ধন্যবাদ
আমি ফরেক্স এ এখনো অবিজ্ঞ হতে পারি নী। তবে প্রতিনিয়ত চেস্টা করে যাছি। যখন আমি ফরেক্স থেকে দক্ষতার সাথে অবিজ্ঞতা অজন করতে পারবো তখনি আমি আমার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন দের ফরেক্স সম্পর্কে জানাবো।
আমি একজন ফরেক্স ট্রেডার আমি অনেক আগে থেকেই ফরেক্স করছি।আমি আমার অফিসের 4 স্টাপকে শিখিয়েছি এবং আরো স্টাপদের শিখার জন্য বলেছি।আমি আমার স্টাপসহ মোট আরো 5 জনকে ফরেক্স অ্যাকাউন্ট খুলে দিয়েছি।
আমি ফরেক্স নতুন ।ফরেক্স সম্পর্কে তেমন কোন জ্ঞান অর্জন হয় নি তবে আমি যা শেখেছি তা আমি আমার বন্ধুদের শেখায় ।
আমি প্রথমে নিজে সঠিক ভাবে ট্রেডিং জানতে চাই, কারণ আমি এই প্লাটফর্ম এ নতুন।
আমি যখন সফলভাবে ট্রেডিং করতে পারবো, তখন অন্যকেও সফল হওয়ার জন্য জানাতে পারবো।
আসলে জানানো টা বড় না বরং সফল হতে নিজের আগ্রহ থাকা দরকার।
যখন কেউ জানবে আমি ফরেক্স ট্রেডিং এ সফল তখন যে কেউ আগ্রহ প্রকাশ করবে এই মার্কেট থেকে সফল হতে।
ফরেক্স সম্পর্কে আমি ৫ জন কে শিখিয়েছি আর ১০ জনকে এর সম্পর্কে জানিয়েছি।আমার অফিসের স্টাপদের ভিতর ৫ জনকে এর সম্পর্কে শিক্ষা দিয়েছি।এবং আরো ভালো করে শিখে নেওয়ার জন্য বলেছি।আর বলেছি বেশি বেশি করে ডেমো প্রাকটিস করতে।
আমি কাউকে শিখাতে পারি নি তবে চেষ্টা করব সবাই কে শিখতে সহায়তা করব কারন ফরেক্স শিখানোর মধ্যে আমি এক অন্য রকম আনন্দ পেয়ে থাকি।বাংলাদেশের প্রতিটা মানুষ ফরেক্স শিখে ফরেক্স এ সফল ভাবে ট্রেড করে যাতে তারা তাড়ি লাভমান হতে পারে।আমার পরিবারের সকল সদসকে ফরেক্স শিখাব।
এই পর্যন্ত ৫ জন কে ফরেক্স শিখিয়েছি আমি । অনেকেই এখন ফরেক্স শিখতে উৎসাহী কিন্তু কাজ করতে চায় না।সবাই গোপন করে । তাই আমি চাই সবাই ফরেক্স শিখে ভালো পরিমাণ ইনকাম করুক । বাংলাদেশ ফরেক্স কে আর এগিয়ে নিয়ে যাক।
ফরেক্সে আমি একজন নতুন ট্রেডার।নিজেরই ফরেক্স সম্পর্কে তেমন ভালো কোন অভিজ্ঞতা এখনো হয়ে ওঠেনি।তাই পরিচিত বন্ধুবান্ধব থাকলেও অভিজ্ঞতার অভাবে তাদের কে জানাতে এবং শেখাতে পারছি না।তবে আমার অনেক ইচ্ছা আমার মত আমার বন্ধুবান্ধবও ফরেক্স এ কাজ করুক।এবং ফরেক্স থেকে ভাল প্রফিট অর্জন করুক।
ফরেক্স সম্পর্কে আমি আমার অফিস স্টপদের মধ্যে ৩ জন কে জানিয়েছি।এবং তাদেরকে শিক্ষা দিচ্ছি এবং আরো ২ জন আমাকে বলছে যে আমাকে একটু শিখাই দেন।আমি বলছি যে হ্যা শিখাবো।
এ পর্যন্ত আমি একজনকেও ফরেক্স ট্রেডিং শিখাইনি কারণ আমি চাই আরও ভালোভাবে ফরেক্স সম্পর্কে জানতে এবং শিখতে। কেননা আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো না জানি তাহলে অন্যজনকে ভালভবে শিখাতে পারবনা।
আমি চাই আমার পরিবার পরিজনও আমার সাথে ফরেক্স ট্রেডিং যোগ দিক। কিন্তু আমি এখনও ফরেক্সে দক্ষ হতে পারিনি আমি চাই নিজে দক্ষ হয়ে অন্যদেরকে ভালো করে শিখাতে পারব।
আমি এখনো কাউকে ফরেক্স ট্রেডিং শিখাইনি বা ফরেক্স সম্পর্কে তেমন কোনো ধারণা দেইনি,তবে বেশ কয়েকজন আমার কাছে ফরেক্স সম্পর্কে জানার আগ্রহ প্রদান করেছে পাশাপাশি শিখতে চেয়েছে,কিন্তু আমি নিজেও এখনো ফরেক্স সম্পর্কে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার লেভেল কে বাড়িয়ে তোলার চেষ্টা করছি,তাছাড়া ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা হওয়ায় আমি তাদেরকে আগে মেন্টালি ভাবে প্রিপারেশন হওয়ার ব্যাপারেও অনুপ্রেরণা প্রদান করেছি।তবে হ্যাঁ ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জনের মাধ্যমে আমি যদি একজন সফল ট্রেডারের পরিণত হতে পারি পাশাপাশি যারা শিখতে আগ্রহী তারা যদি মানসিকভাবে তৈরি হতে পারে তাহলে আমি তাদেরকে ফরেক্স ট্রেডিং শেখানোর ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করব।
আমি অনেক আগে থেকেই ফ্রিল্যান্সিং এর কাজ করি এবং সেই কাজ করার সুবাদে আমার অনেকের সাথেই পরিচয় হয়েছিল। সেখান থেকে যারা এই ব্যবসা সম্পর্কে জানতো না আমি তাদের সকলকেই এই ব্যবসা সম্পর্কে জানিয়েছি এবং আমি যতটুকু বুঝেছি এই ব্যবসা সম্পর্কে তার সবটুকুই তাদেরকে বুঝিয়েছি। বর্তমানে নতুন কারো সাথে দেখা বা কথা হলেও আমি তাদেরকে এই ব্যবসা সম্পর্কে জানাই। কারণ তারাও যেন ঘরে বসে থেকে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারে। আসলে এই ব্যবসা সম্পর্কে কারো জানালে তো আর আমার কোন ক্ষতি নাই, বরঞ্চ অন্যের উপকার করতাছি। আমার মতে সবারই এই কাজ করা দরকার।
ফরেক্স সম্পর্কে আমি এখন পর্যন্ত অনেক ব্যক্তিকে জানিয়েছি। কিন্তু দেখলাম ফরেক্স সম্পর্কে কেউই কিছু জানে না। তাই এখনও বুঝতে পারছি না কি করব। তবে ফরেক্স ব্যবসাটি আমার কাছে খুব মোজা এবং এখান থেকে আমি আশা করি ভাল কিছু করতে পারব। এবং যাদেরকে বলছি, তাদেরকে আমার সফলতার মাধ্যমে কিছু দেখাতে চাই। দোয়া করবেন।
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,আমি এই বিজিনেস আমার এক বড় ভাই এর নিকট হতে যানছি,আর আমি এই বিজিনেস এ অংশগ্রহণ করার পর,আমার ১০ জন বন্ধুকে এই বিজিনেস এ ব্যবসায় আমন্ত্রণ করেছি,এবং আমার ৫ বন্ধু কে ফরেক্স ট্রেড শিখিয়েছি,আমার ইচ্ছা এই বিজিনেস থেকে সফলতা লাভ করা।
আমি প্রত্যেক ব্যক্তিকে শিখিয়ে দেব, তবে অন্য ব্যক্তিরও বাজার শিখতে এবং অনুশীলনের মাধ্যমে বাণিজ্য করা উচিত তবে দুর্ভাগ্যক্রমে, অনেকে শর্টকাট পদ্ধতিতে চলে এবং এই শর্টকাট পদ্ধতিগুলি তাদের ক্ষতি দেয়। আমার জন্য, আমাদের সকলকে সারাক্ষণ কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ভাগ্য কামনা করি
মেরে প্যারে ভাই আগর হাম ইয়াহান প্রতি করতে হৈ তো মেরে বিশ্লেষক মুতাবিক আগর হাম ইয়াহান পার বাহুত হি আছা মুনাফা হাসিল করিশ কাশীশ করিশ এবং ফরেক্স মেং করিশ কণিশ করিশ হৈং হামএবং আপনি যদি আরও কাম্যব হনা চাহতে হ্যায় মেইন আপাটা বাতুনে পেতে চান এবং আপনি তা করতে সক্ষম হবেন তবে আপনিও এই হাতছাড়া করতে সক্ষম হবেন কাম করভায়েন
অনেক ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের সাথে ফরেক্স সম্পর্কে শেয়ার করেছি। তাদের ফরেক্স করার জন্য উদ্বুদ্ধ করেছি। তারাও শুনে করতে ইচ্ছা পোষণ করেছে। আমিও ফরেক্স শিখতেছি এবং ভালো অভিজ্ঞতা অর্জনের জন্য চেষ্টা করছি। আর নতুন যারা করতে ইচ্ছা পোষণ করেছেন তাদের ও আস্তে আস্তে করে শেখাচ্ছি।
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন আমি ফরেক্স শোকেসে সেরা বণিক হতে পারিনি। যাই হোক না কেন, আমি আমার 2 সহযোগীকে ফরেক্সে ফরেক্স সম্পর্কে একটি স্মার্ট চিন্তার বিজ্ঞাপন দিচ্ছি। আমি তাদের ভালভাবে নির্দেশ দিতে অক্ষম ছিলাম। আমি তাদের এই ব্যবসায় সম্পর্কে শালীন মুখোমুখি হতে সহায়তা করছি। একই সাথে আমার পাশাপাশি অনেকগুলি সুবিধা রয়েছে। ফরেক্স শোকেস বিনিময় যাতে ফলপ্রসূ হতে পারে, দুর্দান্ত অভিজ্ঞতা প্রয়োজন। ফরেক্স শোকেসে কার্যকর হওয়া খুব সহজ।