ফরেক্স সুধুই আয়ের উৎস নয়। এর মাদ্ধমে আপনার অদ্ধাবসায়ের অনুসিলন হয়। আপনি নিমানুবরতি ও ধৈর্যশীল হয়ে উঠেন। যা এক জন মানুসের বেক্তিগত, সামাজিক ও বেবসাইক জিবনে অত্তন্ত গুরুত্বপূর্ণ। তবে এজন্য আপনাকে ফরেক্স ট্রেড এ উতশাহি ও সৎ হতে হবে। যা একজন ত্রেদার এর দায়িত্ব। এছাড়া ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায়।অনেক ব্যাবসা সম্পরকে জানা যায়।যারা দক্ষ ট্রেডার তারা বেশি টাকা আয় করতে পারে ।এছাড়া অনেক অনুশিলন হয়।