-
ফরেক্সে করতে শুধু ধনী বা গরীব দরকা হয় না। এখানে সকলে কাজ করতে পারে।যেমন সকল পেশার যেমন ছাএ চাকরি জীবী ও কূষক শ্রমিক সবাই এই ফরেক্সে বিজনেস করতে পারে।আর যাদের ইনভেস্ট করার মত টাকা নেই তারা ও এইটা করতে পারেন।যে কেউ খুব অল্প অর্থ বিনিয়গ করে ফরেক্স এ ব্যবসা শুরু করতে পারেন।কারন ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত।ফরেক্স ফোরাম আমাদরে সেই সুযোগ দিচ্ছে।
-
ফোরাম এর সুদু দনিদের জন্য নয় এটা সব দরনের মানুষ করতে পারে যারা গরীব তারা এ কাজ করতে পারে যাদের পিসি নেই তারা ফোন দিয়ে করতে পারে তাই সব দরনের মানুষ এ কাজ করতে পারে তাদের একটু শ্রম দিতে হবে আর একটু কষ্ট করতে হবে তা না হলে করা যাবে না আমি এ কাজ করি আমি ধনি নই আমি গরিব আমি এ কাজ করতেছি ধনি হলে কি সব কাজ করা যাবে এ দারনা ভুল ধনি হলে কিছুনা গরিব হলেও কিছু সব মানুষ করতে পারে এ কাজ।
-
কারণ আমদের দেশের অনেক বেকারাই এ থেকে আয় করছেফরেক্স হলো একটি সহজে আয় করার একটি সিসটেম ।তাই অবশ্যই এটা কেবল ধনীদের জন্য নয়।এট।তে যেমন ধনিদের অধিকার আছে তেমনি গরিবদের ।
-
d‡i· abx Mixe mevi Rb¨B ïay 18 eQ‡ii eqm n‡jB Ges hw` RvZxq cwiPq cÎ _v‡K Z‡e mvgvb¨ wKQz wewb‡qvM K‡i †h †KD d‡i· Ki‡Z cv‡i| A‡bK †eªvKvi Av‡P ïay †iwRóvi Ki‡j wKQz †evbvm †`B †hUv w`‡qI Avcwb †UªW Ki‡Z cv‡ib|
-
না ফরেক্স শুধু ধনীদের জন্য না। যে কেউ চাইলেই ফরেক্স করতে পারে। কারন ফরেক্স করতে হলে আপনার কোন যোগ্যতা লাগে না। শুধু লাগে আপনার আপনার পরিশ্রম ও আপনার অভিজ্ঞতা। ফরেক্স চাইলে যে কেউই করতে পারে। কারন ফরেক্স করতে আহা মরি কোন টাকা এর দরকার হয় না। আপনি আপনার ইচ্ছা মত ইনভেস্ট করে ফরেক্স থেকে টাকা ইনকাম করতে পারেন।
-
একটা সময় ছিল যখন শুধু ধনী ব্যক্তিরাই ফরেক্স করতে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ব্রোকার আবির্ভাব হওয়ার এখন ধনী-গরীব সবাই ফরেক্স করতে পারে। ব্রোকার ভেদে আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ফরেক্স শুরু করতে পারেন। আপনি খুব সহজেই ডিপোজিট করতে পারেন। এর জন্য প্রয়োজন শুধু ফরেক্স সম্পর্কে আপনার ভাল ধারনা।
-
আমি মনে করি এটি একেবারেই একতটি ভুল ধারনা বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে যখন এগিয়ে যাওয়ার নানা প্রতিযোগিতায় সকলে ব্যাস্ত সেখানে ফরেক্স ট্রেডিংয়ে কেউ পিছিয়ে পরবে এটি ভাবা ঠিক নয়। ফরেক্স ট্রেডিং বিজনেসটা করতে হলে আপনার পরিচয়তা কোন গুরুত্বপূর্ন বিষয় না প্রধান বিবেচ্য বিষয় হল আপনি কতটা ফরেক্সে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা বেশ পুরোনো ব্যবসা। অতীতকালে ফরেক্স করতে শুধু ধোনিরাই যোগ্য ছিল। কারন তখন এততো মার্কেট মেকার ব্রোকার ছিল না এবং স্বল্প পুজি দিয়ে ফরেক্স করা যেত না। কিন্তু বর্তমানে বহুল ব্রোকারের সৃষ্টি এবং স্বল্প পুজি দিয়েও ফরেক্স করবার সুবিধা থাকায় ফরেক্স এখন আর শুধু ধোনীদের করায়ত্ত ব্যবসা নয়।
-
ফরেক্সে ধনি গরিবের কোন ভেদাভেদ নাই যে কেউ এই ব্যবসা করতে পারবে । আপনি যেকোন পেশার পাশাপশি এই ব্যবসা করত পারবেন । ফরেক্স সবার জন্য উন্মুক্ত একটা ব্যবসা । আপনি পার্টটাইম হিসাবেও ফরেক্স ব্যবসা করতে পারেন । তবে এই ব্যবসা করার আগে এর সম্পর্কে অভিজ্ঞ হওয়া উচিৎ ।
-
ফরেক্স এখন আর ধনীদের মধ্যে সীমাবদ্ধ নয় । একসময় একমাত্র ধণীরাই ফরেক্সে বড় বড় ব্যাংকের পাশাপাশি ফরেক্সে অংশগ্রহন করতে পারতেন কিন্তু বর্তমানে স্বল্প বিনিয়োগের মাধ্যমেও ফরেক্সে ব্যবসা করা সম্ভব হচ্ছে । এটি আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য একটি মহা-সুখবর ।
-
ফরেক্সে কাজ করার জন্য ধনী বা গরিব বলে কোন বাধা নেয়।
ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত
-
ফরেক্স ধনী গরীব নির্বিশেষে সবার জন্য। এখানে ৫ হাজার ডলার দিয়ে যেমন ট্রেড করা সম্ভব তেমনি ১ ডলার দিয়েও ট্রেড করা সম্ভব।তবে প্রধান বিষয় হল আপনি মানি ম্যানেজমেন্ট মেনে চলছেন কিনা।
-
আমি মনে করি ফরেক্স শুধু ধনীদের জন্য না। যে কেও এই পেশায় আসতে পারেন আমি যা মনে করি একজন মানুষ ভালোভাবে যদি ফরেক্স কে পেশা হিসাবে গ্রহন করেন তাহলে করতে পারেন। শুদু ধনীদের জন্য এই পেশা না।
-
না এ ব্যবসা শুধু ধনীদের জন্য নয়। এ ব্যবসা সবাই করতে পারে। তবে ধনীদের জন্য যেমন সহজ তেমন রিস্ক বেশি। কারণ ধনীরা নিজেদের টাকা দিয়ে সরাসরি ট্রেড করতে পারেন কিন্তু এ টাকা লস হয়ে গেলে তাদের ক্ষতি। আর যারা ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করে তাদের জন্য কঠিন হয়ে দাড়ায় কিন্তু ট্রেডে লস হলে তেমন ক্ষতি হয়না
-
ফরেক্স একটি মুক্ত বা স্বাদিন বেবসা। যে কেউ এই মার্কেট থেকে ট্রেড করে লাভ করতে পারবে এবং এ থেকে আয় করতে পারবে । ফরেক্স মার্কেট সকলের সমান অধিকার তাই আমার মতে এখানে ধনি গরিব এর কোন পার্থক্য নেই।আপনাকে ফরেক্স মার্কেট এ প্রবেশ করতে হলে অবশ্যই এর সম্পর্কে ধারণা রাখতে হবে। এমনকি ফরেক্স মার্কেট কে বুঝার মতে ক্ষমতা রাখতে হবে তবেই এই মার্কেট এ আপনি ব্যবসা করতে পারবেন। তাই বলা যায়।ফরেক্স মার্কেট কখনই শুধু ধনি বেক্তিদের জন্য হতে পারে না ।
-
ফরেক্স ব্যবসাটা যে শুধু ধনীদের জন্য তো নয় বরং একজন বিক্ষুক এই ফরেক্স ব্যবসায় আগমন করতে পারবে। কারন ফরেক্স ব্যবসায় আপনি এক ডলার দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন। তাই যে যর বেশি ইনভেস্ট করতে পারবে সে ততই বেশি ইনকাম করতে পারবে। আপনি কি করবেন।
-
ফরেক্সের কাজ ধনী গরীব সবাই করতে পারে। ফরেক্স একটি অনলাইন ব্যবসা যে ব্যবসা ঘরে বসে করা যাই। যার মধ্যে ফরেক্সের জ্ঞান আছে সেই ফরেক্সের কাজ করতে পারবে। যার নিজের কোন মূলধন নাই সে ফরেক্স ফোরাম পোস্ট করে বোনাস পেয়ে ওই বোনাস দিয়ে ব্যবসা করতে পারে।
-
না ভাই । ফরেক্স ব্যবসা শুধু ধনীদের জন্য নয় । আপনি , আমি , ছোটলোক বড়লোক সবাই করতে পারবে ফরেক্স । প্রয়োজন কেবল ই্ছাশক্তি আর দক্ষতা । আপনি যদি ফরেক্স ভালো করে বুঝতে পারেন তাহলে মূলধনের অভাব হবে না । মার্কেটে অনেকেই আছে যারা মূলধন নিয়ে বসে আছে যারা ভালো ট্রেডার তাদেরে দেয়ার জন্য ।
-
ফরেক্স মার্কেট হল সবার জন্য উম্মুক্ত এইখানে ধনি গরিব সকলে এই ব্যাবসা করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনার একটা কম্পিউটার লাগবে সেটা দিয়ে এই মার্কেটে কাজ করতে পারবেন। অনলাইন যে কেই এই মার্কেটে ট্রেড করতে পারে ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে চাকুরিজীবি সকলে এই মার্কেটে কাজ করতে পারবে।
-
অতীতকাল ফরেক্সে ধনীদের প্রাধান্য ছিল একচেটিয়া। কারন তখন ফরেক্স শুধু ধনীরাই ট্রেড করতে পারতো।কিন্তু যুগের পরিবর্তনে বিভিন্ন ব্রোকারের আবির্ভাবে ফরেক্স এখন আর একচেটিয়া ধনীদের ব্যবসায় নয়।এখন ব্রোকাররা অনেকরকম সুবিধা প্রদান করে যার কারনে পুজি ছাড়াও ফরেক্স করা যায় বলে ফরেক্স এখন আর ধনীদের ব্যবসা নয়।
-
না ফরেক্স সবার জন্য। ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। আগের দিনে শুধুমাত্র বিশালধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে ... ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
-
ফরেক্স সকল স্রানির মানুষের জন্য.এইখানে আয়ে করার জন্য কোনো সরণী বিবেধ নেই.তবে ফরেক্স যেহেতু এমন একটি বিসনেস যেখানে মূলধন বিনিয়োগ করে আয়ে করতে হয় তাই আর্থিক অবস্থা কিছুটা উন্নত থাকাটা প্রয়োজন .কারণ আর্থিক অবস্থা ভালো না হলে আপনি মূলধন ই বা বিনিয়োগ করবেন কিভাবে আর আয় এই করবেন কিভাবে!!
-
ফরেক্স ব্যবসা সবার জন্যই উন্মুক্ত । যে ব্যক্তি ইন্টারনেট সর্ম্পকে সম্যক ধারনা রাখে সে অবশ্যই জীবনে উন্নতি করতে পারে । তাহলে আমরা বলব ফরেক্স ব্যবসা কেন ধনীদের জন্যই হতে যাবে এটা হবে সবার জন্যই । আমরা সবাই ভালোভাবে ফরেক্স ব্যবসা শিখবো তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স বিজনেস একটি উন্মুক্ত বিজনেস। এখানে সবাই ট্রেড করতে পারে। এর জন্য কোন নিয়ম নেই। ধনি-গরিব সবাই এই মার্কেটে ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেট স্বাধীন একটি ব্যবসা। এই মার্কেটের কোন রকমের বাধা-ধরা নেই।এই কারনে দিন দিন ফরেক্স বিজনেস জনপ্রিয় হচ্ছে।
-
আমার মতে ফরেক্স কখনই শুধুমাত্র ধনিদের জন্য হতে পারে না । এটা সবার জন্যই উন্মুক্ত । এখানে যে যত বেশি কৌশল অবলম্বন করবে সে তত বেশি টাকা আয় করতে পারবে।
তবে ধনিরা একটু বেশি বিনিয়োগ করতে পারে ফলে তাদের টাকাও বেশি আয় হয় ।
-
ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত । এখানে ধনীরাও ট্রেড করতে পারবে আবার অন্য যেকোন শ্রেণীর মানুষও ট্রেড করতে পারবে । তবে ধনীদের পুজি বেশি, তাই তারা বেশি বিনিয়োগ করতে পারবে । কিন্তু শুধু বিনিয়োগ বেশি করলেই তো হবেনা নিজের দক্ষতা দিয়ে ভালভাবে ট্রেড করতে হবে, তাহলেই এই মার্কেটে সফল হওয়া সম্ভব হবে । এই মার্কেট এ সবার গুরুত্ব সমান । সবাই যার যার ইচ্ছেমত ট্রেড করতে পারবে ।
-
ফরেক্স শুধুমাত্র ধনীদের জন্য এ কথাটা একদমই ঠিক না, কারন ধনী গরিব যে হোক না কেন ইচ্ছে থাকলে বিভিন্ন ভাবে ট্রেড করা যায় । বিভিন্ন ফরেক্স নো ডিপোজিট বোনাস দেয়, এছাড়াও ফোরাম পোষ্ট করে বোনাস দিয়ে ট্রেড করা যায় । তবে্ এসব ক্ষেত্রে নিজের কিছু ডিপোজিট প্রয়োজন হয় । আর ব্রোকার থেকে টাকা নিয়ে আসাটাও যথেষ্ট কঠিন ব্যাপার ।
-
ফরেক্সে শুধু ধনীদের জন্য এই কথা ঠিক নয় যদিও ধনীরা অন্যদের ক্ষেত্রে এখানে একটু বেশি সুবিধা পায় যে তারা বিশাল আকারের ডিপোজিট করতে পারে যা তাদের দীর্ঘ সময়ের জন্য এই মার্কেটে টিকিয়ে রাখতে সক্ষম করে । তবে যেটা আমি অনেক বেশি ভাল মনে করি তা হল এটা কিন্ত অনেক মধ্যবিত্তরাও করে কারণ এখানে ভাল করে করতে পারলে নিজেকে ধনী করার একটা চান্স থাকে ।
-
ফরেক্স ট্রেডিং কেবলমাত্র ধনীদের জন্য এমনটি ভাবার কোন যেৌক্তিক কারন আছে বলে আমার মনে হয় না কারন ফরেক্স ট্রেডিং সকলের জন্যই উন্মক্ত যেকেউ ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এখানে ট্রেড করে প্রফিট লাভ করে নিতে পারবে।
-
একটা সময় ছিল যখন বলা হতো যে ফরেক্স শুধু ধনীরাই করতে পারে, কিন্তু বর্তমান এই সভ্যতার যুগে এখন ফরেক্স সব শ্রেণীর মানুষের জন্যই উন্মুক্ত। এখানে ট্রেড করতে হলে প্রয়োজন মূলধন, দক্ষতা, অভিজ্ঞতার। এছাড়া এর জন্য ধনী হবার প্রয়োজন নেই।
-
ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত । ফরেক্স বিজনেস একটি উন্মুক্ত বিজনেস। এখানে সবাই ট্রেড করতে পারে।
বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে। মূলত ফরেক্সও একধরনের আউটসোরসিং বিজনেস। যেখানে প্রফিট করতে হয় একটি ভালো এবং সুশিক্ষার মাধ্যমে। না জেনে না বুঝে এই মার্কেটে নেমে পড়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা।
-
ফরেক্স ট্রেডিং কেবলমাত্র ধনীদের জন্য এটি ভাবা ভূল কারন অনলাইনভিত্তিক ফরেক্স ট্রেডিং সকল মানুষের জন্যই উন্মক্ত যেকেউ এখানে ট্রেডিং দক্ষতা লাভ করে কাজ করতে পারবেন এবং আয় করতে পারবেন। ফলে ফরেক্স ট্রেডিংকে এক ধরনের বিশেষ মানুষের জন্য এমনটি ভাবা ঠিক হবে না।
-
ফরেক্স সুধু ধনিদের জন্য হতে পারে না কারণ ফরেক্স কাজ করতে হলে বেশি টাকার দরকার হয় না। ফরেক্স কাজ করতে হলে যে টাকার দরকার সেই টাকা একজন সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব। তাছাড়া ফরেক্স এ এখন কাজ করতে হলে কোন টাকার দরকার হয় না কারণ বাংলা ফোরামে পোস্ট করে যে ডলার পাওয়া যায় সেই ডলার দিয়েই ফরেক্স ট্রেড করা যাবে।
-
ফরেক্স ধনীদের জন্য এটা ভুল। কারন সবাই তো আর ধনী না। তাহলে গরিবারা তো করতেই পারবে না। আপনি অল্প পরিমান মুল্ধন নিয়ে ফরেক্স ব্যবসা করতে পারেন। ফরেক্স করতে এখন তেমন মুলধন না হলেও চলে। এটা আপনার উপর নির্ভর করে।
-
ফরেক্স ব্যবসা সবার জন্য । যে ইন্টারনেট সর্ম্পকে ভালো বুঝে সে এই ফরেক্স ব্যবসা করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য সকল শ্রেণীর লোকজনকে উৎসাহ প্রদান করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা এখানে ধনী গরিবের প্রশ্ন নয় । এখআনে যার যেমন পুজি সেতেমন ব্যাবসা করবে । আর ধনীদের বাড়তি সুবিধাতো আছেই তাদের পুজি বেশি প্রফিটও বেশি । তাতে মন কারাপের কিছু নাই । আপনি আস্তে আস্তে পুজি বাড়ানোর চেষ্টা করুন ।
-
ফরেক্স সুধু ধনী দের জন্য কী না এটি বলা একটু কঠিন। কারণ ফরেক্স সবার জন্য উন্মুক্ত সবাই এটি করতে কিন্তু যদি বেশি বিনীয়গ করা যায় তাহলে অধিক লাভ করা যায়। এখানে আরএকটি কথা বলা দরকার যে অধিক বিনীয়গ এর পরিপূরক হিসাবে অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যাবহার কোরেও ফরেক্স থেকে অধিক অর্থ উপার্জন করা যায়। তাই আমী বলবো সবাই এ ফরেক্স মার্কেট ট্রেড করতে সমর্থ।
-
ফরেক্স ট্রেডিং কেবলমাত্র বড় লোক বা ধনী বেক্তিদের জন্য এমনটি ভাবার কোন কারন আছে বলে আমার মনে হয় না অথবা এর সপক্ষে আপনি একটিও যুক্তি দেখাতে পারবেন না কারন ফরেক্স ট্রেডিং সকল পেশার,বয়সের,দেশের মানুষের জন্য উন্মক্ত। মোটকথা যার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং জ্ঞান রয়েছে সেই এখানে ট্রেড করতে পারবে এবং প্রফিটের স্বাধ ভোগ করতে পারবে।
-
আমার জানামতে ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। আগের দিনে শুধুমাত্র বিশালধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে ... ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
-
এমন কোন বিশেষ কিছু আছে বলে আমি আজ পর্যন্ত শুনি নি। তবে আপনি যেহেতু উপস্থাপন করেছেন আমি মনে করছি এমন কোন কারণ নেই। কেননা এখানে খুব বেশি পরিমাণ ডিপোজিট করতে হয় না। মোটামুটি শ খানেক ডলার হলেই চলে। তাই এখানে লাখ লাখ টাকার মালিক হতে হবে এমন কোন কথা নেই। ধন্যবাদ।