-
না, ফরেক্স শুধু ব্যবসায়ীদের জন্য না। এটি একটি উন্মুক্ত ব্যবসা গ্রিট এই যে কোন শ্রেণীর মানুষ করতে পারে যদি সে স্বাবলম্বী হয়ে থাকে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি ফরেক্স করতে পারবেন আপনি যেই পর্যায় থেকে আসেন না কেনো, শুধু একটু পরিশ্রম আর তার পাশে প্রয়োজন একটু দক্ষতা। এই বিষয় গুলো রেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো মত সব কিছু সম্পাদন করতে পারবেন।
-
ফরেক্স যে শুধু ব্যাবসায়ীদের জন্য তা কিন্তু একদম ভুল কথা। ফরেক্স যে কোনো পেশার মানুষ করতে পারে।সেটা ছাত্রছাত্রী, চাকুরীজীবী,ব্যাবস য়ী,গৃহিণী,যাইই হোক।সকলেই ফরেক্স করতে পারবে।তবে ফরেক্সে কাজ করতে গেলে তার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
-
ফরেক্স হল একটি স্বাধীন ব্যবসা। তাই শুধু ব্যবসায়ীরা নয়, যেকোন পেশার মানুষ এখানে ট্রেড করতে পারে। ফরেক্স এমনই একটি ব্যবসা যেখানে মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে থাকলে যে কোন স্থান থেকে অনলাইনের মাধ্যমে এখানে ট্রেড করা যায়। ছাত্র, শিক্ষক, গৃহিনী, ব্যবসায়ী, ধনী, গরীব সবাই ফরেক্সে ট্রেড করতে পারে। ফরেক্সের কিছু কিছু ব্রোকারে ফোরাম থাকায় ডলার কিনে ডিপজিট না করেও ফোরামে পোস্ট করে অর্জিত বোনাসের ডলার বিনিয়োগ করে ট্রেড করার সুযোগ আছে। যার কারণে গরীবরাও ডলার ক্রয় করে ইনভেস্ট ছাড়াই এখানে ট্রেড করার সুযোগ পাচ্ছে।
-
চাকুরীজীবী ব্যবসায়ী অথবা ছাত্র যে কেউ চাইলে এই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে। পার্টাইম হিসেবে করা যায় আবার ফুল টাইম হিসাবেও ফরেক্স করা যায়। সবাই যে যার ইচ্ছে মত ট্রেড করতে পারে। যে যেই পেশায় থাকুক না কেন এটা সবাই করতে পারে। এই ব্যবসা করতে হলে আপনাকে সারাদিন সময় দিতে হবে না। দিনের নিদিষ্ট কিছু সময় বসে সুন্দর করে বুজে একটা ট্রেড করতে পারলেই আপনি সফল।
-
ফরেক্স এমন একটি বিজনেস যে কোন লোক এই বিজনেস করতে পারবে খুব সহজে। যে কোন পেশার মানুষ ফরেক্স বিজনেস করতে পারবেন এই ফরেক্স মার্কেটে আপনি ফুল টাইম চাইলে কাজ করতে পারেন বা আপনি যদি চান তা হলে পার্ট টাইম ট্রেড করতে পারেন খুব সহজেই আমি মনে করি এ জন্য আমদের কে বেশি করে ফরেক্স মার্কেটে ভাল করে কাজ শিখতে হবে।
-
বর্তমান যুগে এক ধরনের স্মার্ট বিজনেস। কিন্তু সেই বিজনেস কেবল বিজনেস ম্যানদের জন্য নয়। ফরেক্স মার্কেটের অতুলনীয় এক বিশেষ গুন যে , যারা ফরেক্স বুঝতে পারেন উনারা যে কেও ফরেক্স করতে পারেন। আজ ফরেক্স দ্বারা একা ধারে বিজনেস ম্যান হতে শুরু করে ছাত্র, ছাত্রী, পুরুষ, মহিলা, এমন কি শিক্ষিত বেকার যুবক ভাইয়েরা ও ফরেক্স করছেন এবং নিজেদের পরিবর্তন আনতে সফল হয়েছেন। ফরেক্স যে কোন বয়সের মানুষ করতে পারে এতে ধরাবাধা কোন নিয়মের দরকার হয় না। তাই আমি মনে করি ফরেক্স শুদু ব্যবসায়ী দের জন্য নয়।
-
চাকুরীজীবী ব্যবসায়ী অথবা ছাত্র যে কেউ চাইলে এই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে। পার্টাইম হিসেবে করা যায় আবার ফুল টাইম হিসাবেও ফরেক্স করা যায়। সবাই যে যার ইচ্ছে মত ট্রেড করতে পারে। আমাদের কে বেশী করে ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করে ভাল শিক্ষা অর্জন করতে হবে। তা না হলে আমরা ফরেক্স মার্কেটে লস করব।না ফরেক্স ফোরাম যে কোন মানুষ করতে পারে। তিনি ব্যবসায়ি হন আর বেকার হন।কারন আমার মনে হয় ফরেক্স অনেকদিন থাকবে আর যে একবার ফরেক্স এ ট্রেড করা শিকবে সে সারা জীবন ফরেক্স এ ব্যবসায় করতে পারবে।তাই আমি বলব ফরেক্স হলও লাইফ টাইম ব্যবসায় আর অবশই ফরেক্স লাইফটাইম একটি ব্যাবশা পৃথিবীতে যতদিন মুদ্রার প্রচলন থাকবে ততদিন ফরেক্স ব্যবসাও ফরেক্স বিজনেসে একটি লাইফ টাইম বিজনেস।ফরেক্স এই একমাত্রা ব্যবসা যে ব্যাবসা সবাই করতে পারে কিন্তু এই ব্যবসা করার জন্য যেটি ধরকার সেটি হল ধর্য এটি ছাড়া আপনি কখনো ফরেক্স ব্যবসায় সাফল্য অজর্ন করতে পারবেন না।
-
এটা সবার জন্য উন্মুক্ত। ভাল ট্রেড শিখে যে কেউ এই ব্যবসা করতে পারে। শিক্ষিত, বুদ্ধিমান ব্যক্তির পক্ষে ফরেক্স একটা ভাল আয়ের ক্ষেত্র হতে পারে। তবে ফরেক্স থেকে সীমার বাইরে অতিরিক্ত ইঙ্কাম করার আশা করা খারাপ। মূলধন বুঝে মাসে ২০%-৩০% ইঙ্কাম করার আশা করলে তা ফরেক্স থেকে করা যায়। এর বেশি আশা করলে হিতে বিপরীত হতে পারে।
-
জার জার ব্যস্ত সময়ের পাশাপাশী যদি বাকী সময় ফরেক্স ট্রেডিং এ ব্যয় করা যায় তাহলে নিজের এবং দেশের উপকার হবে।
-
ভাল ট্রেড শিখে যে কেউ এই ব্যবসা করতে পারে। শিক্ষিত, বুদ্ধিমান ব্যক্তির পক্ষে ফরেক্স একটা ভাল আয়ের ক্ষেত্র হতে পারে। তবে ফরেক্স থেকে সীমার বাইরে অতিরিক্ত ইঙ্কাম করার আশা করা খারাপ। মূলধন বুঝে মাসে ২০%-৩০% ইঙ্কাম করার আশা করলে তা ফরেক্স থেকে করা যায়। কারন ফরেক্স ব্যবসা হতে পারে কিন্তু ফরেক্স ব্যবসা স্পবাই করতে পারে ফরেক্স সবার জন্য উন্মুক্ত তাই ফরেক্স সুধু ব্যবসায়িরা করতে পারবে এমন কোন কিছু লেখা বা নিওম নাই। তাই এখানে সবার জন্য উন্মুক্ত থাকে বিধায় সবাই এখানে অংশগ্রহণ করতে পারে।
-
অবশ্যই না! ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ সকল পেশার মানুষ চাইলে ফরেক্স করতে পারে। ফরেক্স ব্যবসা অনেকে ফুল টাইম আবার অনেকে পার্ট টাইম হিসেবে করে থাকে। ফরেক্স ব্যবসায় ভালো লাভ করতে হলে অবস্যই ভাল জ্ঞান ও শিক্ষার প্রয়োজন রয়েছে।