আমি সিগনাল ফলো করি না। ফরেক্সকে প্রকৃত্ভবে জানতে গেলে ও শিখতে গেলে অবশ্যই ফরেক্স নিয়ে চর্চা করতে হবে। কিন্তু যদি আমি অন্যের দেখা দেখে ট্রেড করি তবে আমার নিজস্ব ট্রেডিং করার ক্ষমতা অর্জন হবে না এবং নিজে কিছু শিখতেও পারব না। নিজে ট্রেড করে লস হলে তার থেকে শেখার অনেক কিছুই আছে। তাই ফরেক্সকে জানতে হলে ও অভিজ্ঞতা অর্জন করতে হলে অন্যের সিগ্নাল ফলো না করে নাইন ট্রেড করা উত্তম।