-
আমরা সবসময় যে জিনিসটা প্রত্যশা করি সে জিনিসটা যদি না পায় তবে তার মাধ্যমে আমরা হতাশ হই এবং মানসিকভাবে আঘাত প্রাপ্ত হই । আর ফরেক্স মার্কেটে সবাই লাভের অাশা করে বটে তবে সবাই লাভবান হতে পারে না । কেননা এখানে বিভিন্ন কারণে লসে পড়তে হয় এবং এতে করে আমরা হতাশ হয়ে পড়ি । তবে লস যে কারণেই হোক না কেন লসের পর করণীয় হল যেদিন লস হবে সেদিনের মত করে ট্রেড না করা । এবং পরবর্তীতে ভুলগুলো সংশোধন করা ।
-
প্রতিটা জিনিসের ভাল মন্দ ২ পিঠ রয়েছে তেমনি প্রতিটা ব্যবসায় লাভ লস রয়েছে আর ফরেক্স ব্যবসায় লস হওয়াটা স্বাভাবিক । ফরেক্সে লস হয়ে গেলে বেশী দুহশ্চিন্তা না করে মাথা ঠান্ডা রেখে আবার নতুন করে ট্রেড শুরু কোরা এবং যে ভুল গুলো দায়ী লস হওয়ার জন্য সে ভুল গুলো শুধরে নেয়া ।
-
এনালাইসিস গুলো জানার পর আপনি :yahoo: সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
নালাইসিস আছে সে গুলকে কি :yahoo: দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা :) আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
ফরেক্স মার্কেট এ লস আবশ্যই হতে পারে কারন এখানে কাজ না বুঝলে লস হবে আর লস হবার পর এর কারন খুজে বের করে সেখনে উন্নিতি করে তারপর মার্কেট এ ট্রেড করতে হবে ।
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
আসলে সকল ব্যবসাতেই লাভ লস থাকে।তাই আমি মনে করি লস এর পর মন খারাপ না করে ভুল গুল খুজে দেখতে হবে। তারপর সেগুলো জেনে পরবরতিতে যাতে একই ভুল না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। মন খারাপ করে কাজ বাদ দিএ দিলে কখনই ফরেক্স থেকে উপারজন করা যাবে না।
-
আমার মতে যারা লস করেছেন তাদের আর ভাল করে প্রশিক্ষন নেওয়া আর যে কারনে বা কীভাবে লস করেছে সে গুলো ভাল করে দেখে ও যাচাই করে শিখে নিতে হবে। যাতে পরবর্তিতে এভাবে লসে না যায় বা না করে। আর তাছাড়া ফরেক্স এ অনেক কিছু আছে যা আমাদের ভাল করে প্রশিক্ষন নিয়ে ট্টেড করলে আমাদের ট্টেড করলে লসের ঝুকি ৮০% কমে যাবে।
-
সব সময় লক্ষ্য রাখতে হবে যে একের অধিক ট্রেড লসে না যায়। তাহলে রিকভার করতে বেশি সময় লেগে যাবে। আর একাউন্ট এ যখন লস থাকে তখন শুধু লস রিকভার করার চিন্তা থাকে। আর প্রফিট তো আমাদের করতে হবে। লস হলে অব্যশই সেটা পরে যেন আর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লাভ লস যে কোন মুহূর্তেই হতে পারে এ জন্য আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে যাতে করে আপনি এখানে থেকে হতাসাগ্রস্থ হয়ে না পরেন । ফরেক্স এ লস হবে এটাই স্বাভাবিক বেপার ফরেক্স এ লস এর সম্মুখীন হলে ভিত না হয়ে লস এর কারণ খুঁজে বের করে ডেমো একাউন্ট এ ট্রেড করে ভুলের কারণ গুলোর সমাধান করে আবার রিয়াল একাউন্ট এ ট্রেড করা ।
-
আমার মতে ফরেক্স এ যারা লস করেছে, কী ভাবে এবং কী কারনে লস হয়েছে তা ভাল করে খুটিয়ে দেখা উচিত। কারন যেটা থেকে হয়েছে বা যেখান থেকে হয়েছে তা বাল করে আবার দেখে নিলে তা অনেকটা সুবিধা হবে। যাতে করে ভবিষ্যতে আর কোন দিন তা হলে আমরা সর্তক ভাবে ফরেক্স করব যাতে লস না হয়, লসটাকে এড়াতে পারি।
-
ফরেক্স ব্যবসায় লস হবে এটা খুব স্বাভাবিক । কারন ফরেক্স একটি ফাইনানসিয়াল ব্যবসা । এখানে লাভ ও লস খুব সাধারন ব্যাপার । তবে যিদি কেউ লস করে তাহলে তার ভেঙ্গে পরলে হবে না । লস কেন হল, কি করে হল তা খুজে বের করা প্রয়োজন । আমি মনে করি সে যদি ভেঙ্গে না পরে তাহলে সে কোন না কোন দিন অনেক প্রফিট করতে পারবে এই ফরেক্স ব্যবসা থেকে ।
-
ফরেক্স মার্কেট এ লস যদি হয় তাহলে কি কারণে লস হলো সেই কারণ গুলো খুজে বের করা দরকার। অযথা মন খারাপ করে নতুন কোন ট্রেড অপেন না করে লস খাওয়ার কারণটা খুজে বের করার দরকার। এবং সেই কারণগুলো খুজে বের করে আপনার লসকে পুষিয়ে নিতে পারবেন বলে আমি মনে করি। তাই আমার মতে আপনি লসের উপর বেশি জোড় না দিয়ে কি কারণে ক্ষতি হলো সেই কারণগুলো খুজে বের করা উচিত।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
লাভ লস সব ব্যাবসায় থাকবে তার জন্য বসে থাকলে চলবে না। লস হলে প্রথমে লসের কারন জানতে হবে। তারপর সেই খানে উন্নিতি করতে হবে । এবং আবার নতুন করে শুরু করতে হবে
-
লস এর পর প্রথম যেই কাজটি করতে হবে সেটি হোল প্রতিশোধমূলক ট্রেড না করা । প্রতিশোধমূলক ট্রেড করলে আপনি কখনওেই সফলতা পাবেন না । তারপর দ্বিতীয় কাজ হল কেন ট্রেড লস হোল বা কিভুল হল সেই কারন বের করা । সেই কারটি খুজে বের করে চেষ্টা করা কারন থেকে শিক্ষা নেয়ার ।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
প্রতিটা ব্যবসায়ে লাভ লস থাকে , কিন্তু তাই বলে হতাশ হলে হবে না । ফরেক্সের ক্ষেত্রেও ঠিক তেমনি যেমন লাভ আছে আবার ভুলের কারনে লস ও আছে । ফরেক্সে ব্যবসা করতে হলে লাভ করার জন্য ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও দক্ষতা থাকা দরকার । ফরেক্সে যেকোন কারনে লস হতেই পারে , কিন্তু সেই লস থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তিতে যেন এই ভুল না হয় সেদিকে লক্ষ রেখে ফরেক্সে কাজ করতে হবে । ফরেক্সে লসের পর লসের কারন আগে জানার চেষ্টা করতে হবে ।
-
আমার মনে হই লস করার পর আপনাকে ইমোশনাল হওয়া যাবে না। কারন ইমোশনাল হলে আপনি আরো বেশি লস করবেন। আর লস হতেই পারে। এটা স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে। তো
ইমোশনাল না হয়ে মাকেট এনালাইসিস করে ট্রেড করেন ভাল করতে পারবেন।
-
লস এর পর আমার করণীয় হলো নিজেকে সাধারণ রেখে এবং মাথা ঠান্ডা রেখে ডেমো ট্রেড করা । এবং ডেমো ট্রেড এর পাশাপাশি কাজে মনোযোগী হওয়া । কখনো বেশী চিন্তা না করা , ধৈয্য হারিয়ে না ফেলা । বরংচো সর্বপরি ভালভাবে মনোয়োগ দিয়ে কাজ করা ।
-
ব্যবসা মানেই লাভ লস থাকবেই। তাই আমাদের খুজে বের করতে হবে কেন আমি লস খেলাম। কারন গুলো খুজে বের করে তা সংশোধন করার চেষ্টা করা উচিত যাতে পরবর্তীতে আর এই ভুলগুলো যাতে না হয়। এবং মন খারাপ না করে সামনের দিন গুলোতে কেমনে আরো ভালো করা যায় তার চেষ্টা করতে হবে।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ আমরা লস করলে অনেকেই আছি মন খারাপ করি ইমোশনাল হয়ে থাকি আসলে এটা কিন্তু ঠিক না আমাদের কে যা করতে হবে তা হলে আমাদের লসের কারন কে খুঁজে বের করতে হবে এবং আমাদের ভুল থেকে আমাদের শিখতে হবে যাতে করে সামনে এ রকম লস আমরা আর না করি ।
-
ফরেক্স এ লসের যা করনীয় আমি যা বুঝি তা হল যেখান থেকে লস হয়েছে বা কী কারনে লস হয়েছে তা ভাল করে খুুটিয়ে দেখতে হবে। এবং ভাল করে অনেক ঘাটাখাটি করে শিখতে হবে এবং তা ভাল করে জ্ঞান অর্জন করতে হবে। তবেই লস থেকে আমরা বাচঁতে পারব।
-
shah205080
ভাই আপনি থিক বলেছেন ,কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে। আমি আপনার সাথে একমত|
-
ফরেক্স মার্কেট এ অনেক ফরেক্স ট্রেডার আছে জারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করে আর পিরে আসে না।আমি মনেকরি তাদের মত বোকা আর কেও নাই।কারন তারা যদি এটা চিন্তা করে যে আমরা যেখানে লস করেছি বা যে জাইগাই ভুল করেছি সেই জাইগা থেকে আমরা আবার কাজ করা শুরু করবো।আমি মনেকরি তারা যদি এই কথাটি চিন্তা করে ফরেক্স মার্কেট এ আবার ট্রেড করা শুরু করে তাহলে তারা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবে।
-
লসের পরে করনীয় হোর সান্ত থাকা এবং মাথা ঠান্ডা রাখা। লস হবার পর পরি রিভেন্জ নেয়া থেকে বিরত থাকতে হবে। কারন আবেগ বসত ভুল করে ফেললে লসের পরিমান আরো বিপুল পরিমানে বৃদ্ধি পাবে ফলে মানি রিকভার করা অনেক কষ্ট কর হোয়ে দারাবে। তাই যে দিন লস হয় সেদিন আর ট্রেড না করাই ভাল কার আমি নিজেই এর ভুক্তভুগি।
-
আমি বলবো সুন্দ্র একটি প্লান নিয়ে কাজ করা উচিত।কোন রকম জ্ঞান অথবা প্র্যাকটিস ছাড়াই অনেকে ফরেক্সে বিনিয়োগ করেন এবং শুরুতেই লস করে একটা ধাক্কা খান। তাই হঠাৎ বিপদে কি করনীয় ও কি বর্জনীয় তা জানা থাকাটা প্রত্যেক সুচিন্তিত মানুষের দরকার। যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন, ব্যবসা শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য
-
আমি মনে করি কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
-
ফরেক্স এ লাভ লস দুটোই হবে। তাই বলে লস হলে হার মানা যাবে না। নতুন উদ্যোমে আবার শুরু করতে হবে। তবে এই লস হতে আমাদের শিক্ষা নিতে হবে। কেন লস হল তার কারন খুজে বের করতে হবে। হয়ত আপনার ভুল এ্যানালাইসিস এর কারনেই আপনার লস হয়েছে। সেই কারনটি খুজে বের করুন। তা সংশোধন করুন। তবে মনে রাখতে হবে এই ভুল হতে শিক্ষা নিয়ে ট্রেড করতে হবে এবং একই ভুল বার বার করা যাবে না। আপনি যদি প্রতিটি লস ট্রেডের পর এর কারন খুজে বের করতে পারেন। এবং তা সংশো্ধন করতে পারেন তাহলে আশা করা যায় আপনি সফল হবেন।
-
আমি ফরেক্সে একদমই নতুন তারপরেও আমি আমার ট্রেডকৃত লস গুলোর পিছনে কারন খুজার চেষ্টা করি।যে আমার ট্রেডের ভুলগুলো।এবং মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি।
-
আমরা জনি ব্যবসায় লাভ ও লস দুটোই থাকে। আপনি যদি এই ব্যবসায় লস করেন তবে আপনার জানা প্রয়োজন যে আপনার পরিকল্পনার ভুল ছিল বা আপনার ট্রেডিং পদ্ধতি ভূল ছিল। আপনি যদি এই ব্যবসায় লস এর সংখ্যা কমিয় লাভবান ট্রেডিং এর সংখ্যা বৃদ্ধি করে সাফল্য অর্জন করতে চান তাহেল আপনাকে এই ব্যবসা সম্পর্কে প্রচুর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
মানুষ মাত্রই ভুল করে থাকে আর ফরেক্স এ ভুল করলে আপনি লস এ পরবেন। কিন্তু লস দেখে আপনি যদি ফরেক্স বাদ দিয়ে দেন তাহলে হবে না। আজকে আপনি লস করলে পরবরতিতে আপনি লাভবান হবেন । তাই লস করলে আপনি মন খারাপ করে বসে থাকবেন না ।
-
যদি কোন কারনে লস হয়ে যায় তবে স্বাভাবিক থাকুন এবং পরবর্তী ট্রেড করার সময় বিশেষ নজর দিন। সবচেয়ে বড় কথা হলো আপনাকে সব সময় মানি ম্যানেজম্যান বুঝে ট্রেড করতে হবে। লসের পর আপনার ইকিউটি কত আছে তা হিসেব করে কি পরিমান লটে ট্রেড করলে আপনার বিপদের সম্ভাবনা কম তা বুঝে ট্রেড করুন। প্রয়োজনে পরবর্তী ফোরেক্স ট্রেডে লটের পরিমান কমিয়ে দিন।
-
ফরেক্স একটি ব্যবসা। আর আমরা জানি ব্যবসায় লাভ ও লস দুটোই থাকে। আপনি যদি এই ব্যবসায় লস করেন তবে আপনার জানা প্রয়োজন যে আপনার পরিকল্পনার ভুল ছিল বা আপনার ট্রেডিং পদ্ধতি ভূল ছিল। আপনি যদি এই ব্যবসায় লস এর সংখ্যা কমিয় লাভবান ট্রেডিং এর সংখ্যা বৃদ্ধি করে সাফল্য অর্জন করতে চান তাহেল আপনাকে এই ব্যবসা সম্পর্কে প্রচুর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমি বলবো কোন ট্রেডে লস হলে, খুজে বের করতে হবে কোন ভুলেরর কারনে ট্রেডটি লস হয়েছে। ভুল বলতে হয়ত এ্যানালাইসিস সঠিক হয় নেই। এ্যানালাইসিস এ কোন সাইডে দুর্বল ছিল তা বের করে নিতে হবে এবং ভবিষ্যতের জন্য আরো সতর্ক হতে হবে এবং সাবধানের সহিত ট্রেড করতে হবে।
-
ফরেক্স ব্যাবসাতে লস হতেই পারে তাতে ভেঙে পড়লে হবেনা আমি যখন লস করি তখন অনুসন্দান করার চেষ্টা করি যে কোথাই ভুল হয়েছে এবং ভুল নিরবাচন করার পর প্রতিজ্ঞা করি আর একি ভুল বারে বারে করবোনা। যতক্ষণ না পর্যন্ত ভুল নির্বাচন না করতে পারি ততক্ষণ পর্যন্ত ট্রেড ওপেন করি না
-
ফরেক্স মার্কেটে লস হয়ে গেলে আমাদের মনের অবস্থা একটু খারাপ হয়ে যাই।আর সেই সময় আমরা ইমোশনে পড়ে সাংঘাতিক ভুল করে থাকি।আমরা উলটাপালটা ট্রেড ওপেন করি এবং আবার লস করি তাই আমাদের উচিত মার্কেটে ধোইর্য ধরে বসে থাকতে হবে।আর বোঝার চেষ্টা করতে হবে কেন লস হল।আমার ট্রেডে কোথাই ভুল ছিল।
-
ফরেক্স মার্কেট লাভ লস ২ টাই হয়।কোন ট্রেডে যদি লস হয়ে যাই তাহলে আমাদের মাথা ঠান্ডা রাখা উচিত।কারন আপনি যদি মাথা গরম করে ফেলেন তাহলে হয়ত আরো বেশি ট্রেড ওপেন হয়ে যেতে পারে আর তার বিনিময়ে বেশি লস হতে পারে।
-
লস করা একটা স্বাভাবিক ব্যাপার । আর আমাদের মধ্য যারা ফরেক্স ট্রেডিং করি তাদেরকে সর্বনিম্ম একাধিকবার হলেও লসের স্বাদ নিতেই হয় । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে লাভ লস যায় হোক না কেন সবি আমাদরে মৈলিক ব্যাপার । আমরা যদি যথার্থভাবে নিজের সময়কে কাজে না লাগায় তবে আমরা এখানে লাভের আশা করতে পারি না ।