-
ফরেক্স ফোরামে যোগ দিলে আমরা নানা ভাবে উপকৃত হব। ফোরমে উপার্জিত অর্থ দিয়ে আমরা রিয়ালে ট্রেড করে অর্থ উপার্জিত করতে পারব।আমাদের রিয়ালে ট্রেড করার জন্য বাড়তি মুলধনের চিন্তা করতে হয়না।ফোরামের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান,অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পারি।
-
আমি মনে করি ফরেক্সের এই ফোরামটি ফরেক্স ট্রেডিং শেখার অনেক ভাল একটি প্লাটফর্ম যেখানে নতুন ফরেক্স ট্রেডারদের ফরেক্স ট্রেডিং ভাল ভাবে শিখার রয়েছে দারুন সুযোগ। এখানে অনেক অভিজ্ঞ এবং দক্ষ ফরেক্স ট্রেডার কাজ করেন যারা ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে নিজেদেরকে ভাল অবস্থায় দার করাতে সক্ষম হয়েছেন ফলে তাদের থেকে ট্রেডিংয়ের অনেক গুরুত্বপূর্ন বিষয়াদি খুব সহজে যেনে নেওয়া যায়।
-
ফরেক্স ফোরাম থেকে আমরা ফরেক্স সংক্রান্ত যাবতিয় সকল তথ্য পেতে পারি। ফরেক্স সম্পরকে ভালমত সিখতে হলে ফোরামের গুরুত্ব অনেক। ফোরামে পোস্ট করার মাধ্যমেও আমরা ফরেক্সে ইনভেস্ট করার ডলার ও পেতে পারি। ফরেক্স ফোরাম আমাদের এতসব সুবিধা দিয়ে থাকে যা আর অন্য কোনো ব্রোকার দেয় না।।
-
প্রতিটি ত্রাদের এর ই ফরেক্স ফোরাম অ যুক্ত থাকা উচিত.এবং যুক্ত না থাকলে এইখানে যোগদান করা উচিত.কারণ এইখানে ফরেক্স সম্পর্কিত নতুন বিষয়ে দৈনিক আলাপ আলোচনা করা হয়.যা ত্রাদের দের ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে.এবং এইখানে বেকত করা মানুষের অভিজ্ঞতা ত্রাদের দের ফরেক্স সম্পর্কে পরবর্তী দিকনির্দেশনা দিয়ে থাকে.
-
আমার মনে হয় আমরা ফরেক্স ফরামে যগ দিই ফরেক্স সম্পরকে ভালভাবে জানতে এবং ফরেক্স এ ত্রেদ করে কিভাবে সফল হুওয়া যায় তার সঠিক ব্যাবহার শিখতে। ফরাম আমাদের ফরেক্স এ ত্রেদিং এর জাবতিয় গুরুত্যপুরন বিসয় বুঝার সহজগিতা করে। আমি ফর্ক্স এর ফরাম কে তাই অনেক পছন্দ করি। আমি এখান থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারছি।
-
ফরেক্স ফোরামে যোগ দিলে অামাদের নানান রকমের উপকার তবে পাশাপশি অামাদের ট্রেডিং ক্যারিয়ারেরও অনেক উন্নতি করা যাবে । কেননা ফোরামের প্রতিদিন নতুন নতুন পোস্টিং হয় যা পড়ে অামাদের মেধা দিনদিন বাড়ছে । তাছাড়া পোস্টিং জন্যে বোনাস তো রয়েছেই ।
-
সুস্থও সুন্দর জীবন পরিচালিত করতে হপলে আপনি ফরেক্স মার্কেট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ।এই খান থেকে আমারা সল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে পারব । আর এই জন্য সবাই ফরেক্স মার্কেট দিন দিন সদস্য বারতেচে । তবে আমি ফরেক্স মার্কেট তেমন সময় দিচ্চি না । আমি অবশ্যই আর এক টা অনলাইন মার্কেট সময় দিচ্চই । কিছু দিন পরথেকে নিয়মিত দেখব।
-
আমরা ফরেক্স ফোরামে যোগদান করলে ফরেক্স সম্পর্কিত নানা বিষয় জানতে ও শিখতে পাড়ি। আবার এখানে পোস্ট করলে সেই পোস্ট থেকে অর্জিত বোনাস দিয়ে আমারা রিয়েল ট্রেড করে উপকৃত হতে পারি। অনেক ট্রেডার আছেন যারা শুধু ফোরামে পোস্ট করে অর্জিত ডলার দিয়ে রিয়েল ট্রেড করে প্রফিট করে এবং সেই প্রফিট উত্তোলন করে উপকৃত হচ্ছে। সর্বোপরি এখান থেকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যায় এবং নতুন নতুন অনেক বিষয় সম্পর্কে জানা যায়। বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য ফোরাম খুবই উপকারী।
-
আমাদের জীবনকে ফরেক্স ফোরাম অনেক অন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই জন্য আমরা ফরেক্স ফোরাম এ যোগ দিব
-
ফরেক্স বাংলা ফোরাম আমাদের জন্য আশির্বাদ সরুপ বলে আমি মনে করি আমরা যারা নতুন ট্রেডার তারা চাইলে ফরেক্স ফোরামে যোগ দিয়ে অনেক কিছু শিখতে পারি কারন এখানে অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে সহযোগীতা করে যাচ্ছে আর ফরেক্স ফোরাম পোস্ট বোনাস দিয়ে আমরা ট্রেড করতে পারতেছি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে হয় এবং পাশাপাশি ফোরাম পোস্ট করে বোনাস ডলার পাই সেটা দিয়ে রিয়াল মার্কেটে ট্রেড করতে পারি। ফোরাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং নিজের কিছু জানা থাকলে সেটা প্রশ্ন করতে পারি।
-
আমরা ফরেক্স ফোরামে যোগ দিব এই কারনে যে ফরেক্স এ ফোরাম পোস্টিং এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখা যায়। ফরেক্স মার্কেট এ কিভাবে ট্রেড করতে তার অনেক কিছুই ফরেক্স ফোরাম থেকে শিখা যায়। তাছাড়া ফরেক্স ফোরামে পোস্ট করে যে ডলার পাওয়া যায় সে ডলার ইন্সতা ফরেক্স এ ডিপোজিট দিয়ে ট্রেড করা যায়।
-
বাংলাদেশের অদ্বীতিয় ফরেক্স এর প্লাটফ্রম হল বাংলাদেশ ফরেক্স ফোরাম । একজন নতুন ট্রেডারকে প্রফেশনাল করা পর্যন্ত যে দীর্ঘ একটা প্রক্রিয়া তার প্রায় সব গুলোই এই ফোরামের সাহার্য্য করা যাবে । এটা শতভাগ নিশ্চিত । কেননা আপনি যদি চিন্তা করেন তবে দেখবেন আমাদের দেশে এরকম জনপ্রিয় প্লাটফ্রম এখনো পর্যন্ত তৈরী হয় নি । ফোরাম একজন নতুন ট্রেডারকে প্রফেশনাল করে দিতে পারে ।
-
নতুন ট্রেডার দের জন্য ফোরাম একটি শেখার মাধ্যম। এখানে প্রয়োজনে তারা ফরেক্স সম্পর্কে প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তর ও দিতে পারে। এছাড়াও ফোরাম এ পোস্ট এর জন্য বোনাস দেওয়া হয় যা তাদের নতুন পর্যায়ে ট্রেড করতে সাহায্য করে। তাছারা ফোরাম থেকে অনেক শেখা সম্ভব।
-
ফরেক্স ফোরামে যোগ দিববকারন ফরেক্স ফোরাম করে আমারা যে বোনাস পাব তা দিয়ে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবো আর যদি আমরা ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি তাহলে আমাদের অনকে লাভ হবে বলে মনে করি। আসমে ফরেক্স মার্কেটে ইনকাম করা সহজ মনে করি।
-
ফরেক্স ফোরাম হল, আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি অর্থ উপার্জন করা যায়। যার ফলে আমরা ফরেক্স ফোরামে যোগ দিই।
-
ফরেক্সে কাজ করতে হলে টাকা ইনভেস্ট করে কাজ করতে হয় । ফরেক্সে যারা নতুন , যারা ফরেক্স সম্পর্কে তেমন অভিত্তা অর্জন করতে পারেনি তাদের জন্য ফরেক্স ফোরাম খুব ভাল । এতে কাজ করার জন্য কোন টাকা লাগে না আর ফরেক্স সম্পর্কে অনেক তথ্য ফোরামে দেওয়া থাকে । যার মাধ্যমে অনেক কিছু জানা যায় । আবার ফোরামে পোষ্ট করলে তা থেকে বোনাস পোষ্টিং পাওয়া যায় । যাদিয়ে মাস শেষে ট্রেড করে কিছু টাকা ফ্রী পাওয়া যায় । তাই ফরেক্স ফোরাম করা ভাল ।
-
ফরেক্স ফোরাম এ যোগ দেওয়ার প্রধান কারণ হচ্ছে , এই ফোরামের সকল সদস্য মন্তব্য পোস্ট করার বিপরীতে বোনাস পেয়ে থাকে যা দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করা যায় এবং প্রফিট এর টাকা উত্তোলন করা যায় । অনেকেরই ফরেক্স এ ইনভেস্ট করার তেমন সামর্থ্য নেই , তারা এই ফোরামের বোনাস দিয়ে ফরেক্স ট্রেড করে প্রফিট উইথড্র করতে পারবেন।
-
ফরেক্স করতে গেলে ফরেক্স জ্ঞানের গুরত্ব অপিরিসীম । আর সেই জ্ঞান অর্জনের শ্রেষ্ট উপায় হল এই ফরেক্স ফোরাম । এখানে প্রত্যকটা ট্রেডার প্রচুর ফরেক্স সম্পর্কিত বিষয় জানতে পারে শিখতে পারে এবং তা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে । তাই আমি মনে করি যে এই ফরেক্স ফোরাম হল ফরেক্স জ্ঞানের এনসাইক্লোপিডিয়া । ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারি ।
-
ফরেক্স ফোরাম হল ফরেক্স জ্ঞানের এনসাইক্লোপিডিয়া । ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারি । ফরেক্সে যারা নতুন , যারা ফরেক্স সম্পর্কে তেমন অভিত্তা অর্জন করতে পারেনি তাদের জন্য ফরেক্স ফোরাম খুব ভাল । এতে কাজ করার জন্য কোন টাকা লাগে না আর ফরেক্স সম্পর্কে অনেক তথ্য ফোরামে দেওয়া থাকে ।
-
ফরাম সাইটে আমরা যগদান করার আমাদের অনেক গুলো কারন আছে।যেমন আমরা ফরেক্স মার্কেট এ ভালভাবে ট্রেড করার জ্ঞান এই ফোরাম সাইট থেকে পেয়ে থাকি।আবার আমরা বেশির ভাগ দারিদ্র পরিবারের সন্তান তাই এই ফোরাম সাইট থেকে বোনাস নিয়ে আমরা রিয়েল ট্রেদ ওপেন করে টাকা আয় করতে পারি।
-
ফোরামে যোগ দেয়ার অন্যতম কারন হল নিজে যা জানি তা অন্যের সাথে শেয়ার করা আর অন্যের অভিজ্ঞতা হতে নিজেকে আরো বেশি অভিজ্ঞ করে তোলা। আর একটি মজার ব্যাপার হল সব জায়গায় অভিজ্ঞতা অর্জন করতে গেলে টাক দিতে হয় আর ফোরামে অভিজ্ঞতা শেয়ার করলে অথবা এর মাধ্যমে অভিজ্ঞতা নিতে গেলে ফোরাম আমাদেরকে বোনাস দেয়। আর এই বোনাস দিয়ে আমরা ট্রেড করতে পারি।
-
আমরা যদি ফরেক্স ফোরামে যোগ দেই তাহলে অামরা দুইভাবে লাভবান হতে পারব । যেমন :
(১) অর্থনৈতিকভাবে উন্নতি হতে পারব ।
(২) মার্কেট সর্ম্পকে ভালোভাবে বুঝতে পারব ।
-
ফরেক্স ফোরাম হল আমাদের ফরেক্স ট্রেডারের জন্য একটা এনসাইক্লোপেডিয়া । তাই ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অমাাদেরকে অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে সম্পৃক্ত হতে হবে । ফরেক্স মার্কেটের জন্য পুরোপুরি প্রস্তত হতে হলে আগে নিজেকে অনেকখানি প্রস্তুত নিতে হবে । আমি মনে করি যে আমাদেরকে অনেক বেশি পরিমাণে ফোরামের সাথে সম্পৃক্ত হতে পারলেেই নিজেকে দক্ষ করা যাবে ।
-
ফরেক্স ফোরাম এর মাধ্যমে অনেক কিছু শেখা যায় । এখানে ফরেক্স সম্পর্কে অনেক বেসি ধারনা পাওয়া যায়। যেহেতু ফরেক্স এর শেখার কোন শেষ নাই তাই এখান থেকেও অনেক কিছু জানা যায়।
-
আমাদের বাংলাদেশের বেশির ভাগ লোক দরিদ্র সিমার নিকট বসবাস করে থাকে তাদের এই মার্কেটে বিনিয়োগ করার মত টাকা না থাকার জন্য বিনা চালানে ব্যাবসা করার জন্য বা ফরেক্স মার্কেটের বিষয়ে ভাল জানার জন্য আমি বা আমার মত অনেক ট্রেডার আছে ফরেক্স ফোরামে কাজ করে যাচ্ছে।
-
ফরেক্স ফোরাম যোগ দেই আমরা ফ্রী ডলার দিয়ে ট্রেড করার জন্য আমরা মনে করি ফরেক্স মার্কেট হতে খুব সহজেই আমরা ট্রেড করতে পারি এ জন্য আমাদের কে ভাল করে ট্রেড সম্পর্কে অবিজ্ঞতা অর্জন করে নেওয়া উচিত তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল পরিমাণে লাভ করতে পারব বলে আশা রাখি ফরেক্স করতে হলে ফোরাম এ একটিভ থাকা জরুরি ।
-
আমরা ফোরামে যোগ দিব কারণ হল ফোরাম থেকে আমরা ফরেক্স মার্কেট বোঝা যায় । যে ট্রেডার যত বেশী ফোরামে পোষ্ট দিবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারবে । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অতএব আমরা ফোরামে মনযোগ সহকারে পোষ্ট দিতে থাকব ।
-
আপনি একই সাথেে এতোগুলোর প্রশ্নের উত্তর বিনা মূলে পাবেন না কোথাও তাছাড়া। আমরা বাংলাদেশি আর বাংলী পারে না এমন কোন কিছু নেই সুতরাং আমার মনে হয় ফোরামের মত আরো ভাল কোন লাইভ সাইটে একই সাথে 10-15 ট্রেড করতে পারলে কোনদিনও লস হবে না।
-
আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷ আমাদের এই ফোরাম থেকে বাংলা ভাষার কারনে খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখতে পারছি৷এখানে অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷আর বিশেষ কথা হলো বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই ফোরামের প্রতি কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷
-
আমার মতে ফরেক্স হল এমন একটি জায়গা যেখানে আপনি আপানার মেধা এবং শ্রম দিয়ে টাকা আয় করতে পারবেন, এবং এর জন্য আপানাকে কার কাছে জবাব দিহিতা বা বাদ্ধ থাকতে হবে না যে জিনিসটি আপানর অন্য যে কোন বেবশা বা চাক্রিতে সম্ভব নয়। আর ফরেক্স ফোরাম এ আপনি ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে পারবেন এখানে আপনি আপানর মতামত এবং অভিমত গুলো সবার সাথে শেয়ার করতে পারবেন।
-
ফোরাম হল এমন একটি বিষয় যেখানে একজন নতুন ফরেক্স ট্রেডার ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় বিষয়াবলী জানতে পারে বিভিন্ন ধরনের ট্রেডারদের কাছ থেকে। ফোরামে বিভিন্ন ধরনের অভিজ্ঞ ট্রেডাররা থাকে যারা নতুনদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। এছাড়া একজন ট্রেডার যদি কোন একটি বিষয়ে কোন কিছু জানতে চায় তা এ ফোরামের মাধ্যেমে জানতে পারে। আবার অন্যদিকে ফোরাম পোষ্ট করে ট্রেডাররা কিছু বোনাস পায় যা দিয়ে ট্রেড করা যায়।
-
আমরা ফরেক্স বাংলা ফোরামে যোগ দিব ফরেক্স শিখার জন্য, নিজের ট্রেডিং কৌশল আরো ধারালো করার জন্য,অভিজ্ঞ আর দক্ষ ট্রেডারদের মূল্যবান পরামর্শ ও উপদেশ ফরেক্স জীবনকে দীর্ঘায়িত করবে।সাথে নগদ আয় রোজগারও হবে বাংলা ফরেক্স ফোরাম থেকে।
-
ফরেক্স ফোরাম আমরা খুব সহজে প্রতিদিন কিছু করে ডলার অর্জন করতে পারি যা ঘরে বসে অলস সময় কাটিয়ে পাওয়া সম্ভব নয়।অনেক মানুষের ফরেক্সে ট্রেড করার জন্য প্রযোজনীয় অর্থ থাকেনা তাই আমরা ফরেক্স ফোরামে যোগ দিয়ে ফরেক্সে ট্রেড করার জন্য প্রযোজনীয় অর্থ উপার্যন করতে পারি।তাই আমরা ফরেক্স ফোরামে যোগ দিয়ে খুব সহজে ট্রেড করতে পারি।
-
যারা ফরেক্সে ট্রেডিং করে সবারই কিছু নিজস্ব আইডিয়া থাকে। সেটা অন্যরা জানা সম্ভব হয় না। কারণ, সোশ্যাল মিডিয়ার আরও অনেক মাধ্যম আছে যেখানে আপনি আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারেন কিন্তু সেখানে ত সবাই ট্রেডার না তাই তারা হয়ত আপনার কথা সেভাবে বুঝবে না বা মূল্যায়ন করবে না। তাই ফোরাম হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন আবার অন্যদের শেয়ার করা আইডিয়া গুলোও দেখতে পারবেন।
-
আমি মনে করি শেখার কোন শেষ নাই। আর এখান থেকে খুব সহজেই নতুন কিছু শেখা যায়। কেননা এখানে দেশের বিভিন্ন স্থানের ট্রেডারগন তাদের অভিগ্যতা শেয়ার করেন। এছাড়া কারো সমস্যা হলে সবাই মিলে সেটা সমাধানের চেষ্টা করেন। তাই আমি মনে করি নতুন পুরাতুন সব ট্রেডারদেরই এখানে যোগ দেয়া উচিৎ।
-
আমি বলবো আমরা ফরেক্স ফোরাম এ যোগ দিব কারণ- ফরেক্সে ফোরাম আমাদের কে বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। যেমন এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাছাড়া এটা বোনাস দিয়েও আমাদের সাহায্য করে থাকে। একজন নতুন ফরেক্স ব্যবসায়ীর ফরেক্স সম্পর্কে জানার জন্য এই ফোরামই প্রথম ধাপ যার মাধ্যমে সে ফরেক্স সম্বন্ধে জানতে শুরু করে। তাই আমারা ফোরামে যোগ দিব।
-
ফরেক্স ফোরাম এমন একটি প্লাটফর্ম যেখান থেকে সকলে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নিতে পারে । যারা নতুন ট্রেডার তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে এবং এখান থেকে টাকা ইনকাম করে তা রিয়েল ট্রেড এ কাজ করতে পারে । তাছাড়া এই ফোরামে আমরা অনেকে জ্ঞান চর্চা করতে পারি । একটা বিষয় জানলাম না সে বিষয়টি অন্য কারো সাথে শেয়ার করতে পারি । এবং সহজেই তার উত্তর পেয়ে যাই । এই জন্য আমরা ফরেক্স ফোরামে যোগ দিবো ।
-
ফরেক্স ফোরামে যোগ দিলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। এতে করে আমাদের মনের অনেক অজানা তথ্য জানা যায়। এছাড়াও নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে অন্যদের সাথে শেয়ার করতে পারি। আমার কাছে সবচেয়ে ভাল লাগে যে জিনিস্টি সেতি হচ্ছে নতুন নতুন জিনিস জানা যায় ফোরামের মাধ্যমে। এমন অনেক কিছু আছে যা আমি আগে জানতাম না। কিন্তু ফোরামের মাধ্যমে এগুলি জানতে পারছি। এতে করে জ্ঞান ভান্ডার দিন দিন সম্রৃদ্ধ হচ্ছে।
-
আসলে আমরা ফোরাম এ যোগ দেই ফরেক্স সম্পর্কে নিত্য নতুন কিছু জানতে শিখতে ও বুঝতে আমি মনে করি বাংলাদের ফরেক্স ফোরাম এ ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে । এখানে অনেক নতুন ট্রেডার আছেন যারা ফরেক্স শিখার জন্য এখানে নিয়মিত আসছেন এবং পোস্ট করছেন এতে করে তাদের শিখাও হল আবার ফরেক্স করার মত ডিপোজিট ও হল ।