ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ফরেক্স মার্কেট এ একজন দক্ষ ট্রেডার হতে চাই এবং এই মার্কেট থেকে অনেক টাকা ইনাকাম করতে চাই। আর ভাল ইনকাম করতে পারলে আমি মনে করি আমি আমার জীবন কে ভাল ভাবে সাজাতে পারব। নিজের বেবসা নিজে করব । চাকরির জন্য কারো কাছে যেতে হবে না। তাই আমি চাই কম করে হলে ও এই মার্কেট থেকে এমন ইন কাম করতে চাই যা আমাই চাকরিতে পাওয়ার আশা করতে পারি না।