কোন কিছু শুরু করার পূর্বে তার সম্পর্কে ভাল ভাবে যেনে নেয়াটা ভাল। আর ফরেক্স ভাল করে বুজতে গেলে যে কাও কে ডেমো দেখা কিবা খেলা ছাড়া উপায় নাই। আমিও প্রথমে তা দিয়ে শুরু করি, পরে যখন ডেমো তা কমপ্লিট কররাম তারপর আমি ফরেক্স এর মেইন মার্কেট এ ডুকলাম। আর এর জন্য আমাকে ডেমো খেলতে হয়েছিল প্রায় ১ বসরের মত। কারো বেলায় এটি হয়ত আরও কম কিবা বেশি লাগতে পারে।