-
ফরেক্স মার্কেট যে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে,সে দুই দিন ছাড়া আর বাকি দিন গুলোতে আমি ফরেক্স ট্রেডিং করে থাকি,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে ফরেক্স মার্কেট এর এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হয় তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হবে।
-
আসলে ফরেক্স মার্কেটে সপ্তাহে পাচ দিন কোলা থাকে। আর এই শুক্রবার ট্রেড না করলেও চলে। আপনি যদি মনে করেন যে না আমি প্রতি শুক্রবার ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারব না বা আমার শুক্রবার ফরেক্স মার্কেটে ট্রেড করতে ভাল লাগেনা তাহলে আপনি না করলেই ভাল হবে বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে সাধারনত শুক্রবারকে Black Friday হিসেবে বিবেচনা করা হয় । মার্কেটে শুক্রবার দিনই সবচেয়ে বেশি মুভমেন্ট করে থাকে । তাই আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা শুক্রবারে ট্রেড *না করাই ভাল বলে আমি মনে করি । কেননা আমাদের এই অল্প ব্যালেন্স দিয়ে ট্রেড করলে ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ।
-
জি ভাই অামি শুক্রবার ট্রেডয করে থাকি । তবে আমার মতে এই দিন ট্রেড না করাই ভালো । তবে আমি সাধারনতো সোম বার ট্রেড করি না । কেননা ঐ দিন সপ্তাহ মাত্র শুরু হয় । তাই মার্কেটের প্রাইজ অ্যাকশান ঠিক কি হতে পারে তা সহজে বুঝা যায় না । বাকীদিন গুলোতে আমি ট্রেড করি ।
-
আমি অবশ্যই শুক্রবারে ট্রেড করি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে।শনি ও রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে।শুক্রবার ফরেক্স পুরপুরি ভাবেই খোলা থাকে।এছাড়াও শুক্রবার এ ৩ঘণ্টা অভারল্যাপিং সেসন থাকে যা ট্রেড করার উপযুক্ত সময়।তাই আমি শুক্রবারতট্রেড করি।
-
হ্যাঁ আমি শুক্র বারেও ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি সপ্তাহে ৫ দিন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন বিশেষ দিনের দরকার হয় না।সাধারণত সপ্তাহে ২ দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে তাই আমরা এই ২ দিন ফরেক্স মার্কেট এ ট্রেড করি না।এছাড়া যত দিন ফরেক্স মার্কেট খোলা থাকে ততদিন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এই ৫ দিনে আমাদের যখন ইচ্ছা তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।আমাদের ইচ্ছা মত আমরা এই কদিনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।
-
হ্যাঁ , আমি শুক্রবারে ট্রেড করি । মার্কেট এর মুভমেন্ট এবং নিউজ এর সাথে মিল রেখে ট্রেড ওপেন করলে , সঠিক স্তপ লস দিলে আপনি মার্কেট এ লাভ করতে পারবেন । আপনাকে নিউজ বুঝতে হবে । নিউজ এর সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস মিল করতে হবে । তারপর ট্রেড ওপেন করতে হবে । তাহলে আপনার লস হবার সম্ভাবনা খুবই কম থাকবে । আপনি ট্রেড এ গেইন করতে পারবেন ।
-
সপ্তাহের ৫ দিনই আমি ট্রেড করি। কারন আমি মনে করি এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এখানে একটিভ থাকতে হবে যাতে করে আমরা এখানে থেকে খুব সহজেই লাভ করে যেতে পারি । আমি যদি এই মার্কেট এ একটিভ না থাকি তাহলে মার্কেট সম্পর্কে ধারনা হবে না আর ধারনা না থাকলে আমরা শিখতে পারব না ।
-
অামি সাধারণতো শুক্রবার কোন ধরনের ট্রেড করিনা । তবে বড় ধরণের কোন নিউজ থাকলে আবার ট্রেড করিও । তাছাড়া আমি সোমবারেও ট্রেড করিনা । কেননা ঐদিন মার্কেট কোন ট্রেন্ডে থাকেনা । অার বাকী ওপেন ডে গুলোতে আমি ট্রেড করতে পছন্দ করি । মানে আমি ৩ দিন ট্রেড করি ।
-
আমি শুক্র বার এ ট্রেড করি না।কারন শুক্র বার রাতে মার্কেট বন্ধ হওয়ে যায়।
-
শুক্রবার দিন ফরেক্স বাজার কিছুটা অগুছালো ভাবে মুভ করে।। আমি ফরেক্সে প্রতিদিন এ ফলো করার চেষ্টা করি।। এ থেকে আমাদের অনেক কিছু সেখার আছে।।। আমি মনেকরি,, যারা ফরেক্সে নতুন তারা শুক্রবার ট্রেড না করলেই ভাল।।।
-
আমি প্রতিদিন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।তাই আমি শুক্র বারেও ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট সাধারণত সপ্তাহে ৫ দিন খোলা এবং ২ দিন বন্ধ থাকে।তাই যে ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে এই ৫ দিনে আমরা যখন ইচ্ছা তখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় এর দরকার হয় না।আমাদের যখন ইচ্ছা তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।আমি সাধারণত রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আসলে শুক্রবার কেন বিশেষভাবে উল্লেখ করা হল তা কিন্ত আমি বুঝতে সক্ষম হচ্ছি না । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে যে কয়দিন ওপেন থাকে সেই কয়দিন নিজের বিশ্লেষন অনুযায়ী ট্রেড করা যায় । আমি যদি শুক্রবারের বাজার বিশ্লেষণ করে ট্রেডিং অনুকুর পরিবেশ পায় তবে অবশ্যই আমি ট্রেড করব । কিন্ত আমি যদি তা না পায় তবে ট্রেডিং হতে সেদিন বিরত থাকায় শ্রেয় ।
-
শুধুমাএ সুক্রবার নয় যখন মারকেটে দ্রত মুভমেন্ট থাকে তখন ট্রেড দিতে নাই এতে লস হবার সম্ভাবনা বেশি থাকে । তাই সুক্রবার ট্রেড দিয়ে ক্কতির ভিতর না পড়াই ভালো । আমাদের লখ্য প্রফিট লস করা নয় ।
-
আমি সব সময় শুক্রবারের জন্য অপেক্ষায় থাকি। কেননা এই দিনে আমরা ভাল আয় করতে পারি। নিউজ ফলো করে যারা ট্রেড করে তারা অনেক সময় ভুল ট্রেড করে লস করে। কিন্তু যারা টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে তারা নিশ্চিতভাবে ফরেক্স মার্কেট থেকে প্রফিট তুলতে পারে। তাই আমাদেরকে সব সময় ডেমো থেকে টেকনিক্যাল এনালাইসিস প্রাকটিস করে রিয়েলে ট্রেড করা উচিত। নয়তো আমরা ফরেক্স মার্কেটে টিকতে পারব না।
-
আমি সাধারণত শুক্র বার নয়, সপ্তাহের পাচ দিনই ট্রেড করি। শুক্র বার দিন মার্কেট বেশি মুভমেন্ট করে। একজন নতুন ট্রেডার হিসেবে আমার মার্কেট সম্পর্কে ধারনা কম থাকার কারনে ্অমি প্রতি দিনই ট্রেড করি । বেশী অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি।
-
আমি শুক্রুবারও ফরেক্সে ট্রেড করি কারন এই দিনে ফরেক্সে বেশি সময় দিতে পারি। অন্যান্য দিনের তুলনায় এই দিন কাজের পরিমাণ কম থাকে। শুক্রবার ফরেক্স মার্কেটে বেশি মুভমেন্ট হলেও ট্রেড করা এবং শিখার জন্য ভালো। অনেকেই এই দিনে ট্রেড করে বিভিন্ন সমস্যায় পরেন তবে সতর্ক হয়ে ট্রেড পরিচালন ও কম ঝকি নিয়ে ট্রেড করলে ভালো করা যায় মনে করি।
-
হ্যা আমি শুক্রবারেও ট্রেড করি । কারন ফরেক্স মার্কেট অনুযায়ী শুক্র বার দিন কোন বন্ধের দিন নয় । বন্ধের দিন ট্রেড করলে সেই ট্রেড মার্কেটে নেই না । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বন্ধের দিন বাদে ট্রেড করতে হয় । ফরেক্সে বুঝে ট্রেড করতে পারলে অনেক লাভ লরা যায় । তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট বুঝে তারপর ট্রেড করতে হয় । এতে অনেক ভালো লাভ করা যায় । আর না বুঝে ট্রেড করলে অনেক লস হয় ।
-
আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
-
আমি আপনার সাথে একমত।।। আমরা যখন বড় ধরনের মুভমেন্ট এ দক্ষ নই তখন ফরেক্স ট্রেডিং থেকে বিরত থাকাই উচিত।। আমি মনেকরি,, ফরেক্সে যখন আমরা মুভমেন্ট বুঝতে না পারি তখন আমি ফরেক্স ট্রেডিং থেকে বিরত রাখা উচিৎ।।
-
আমি শুক্রবার দিন ট্টেড করি না। কারন শুক্রবার দিন মার্কেট এ অনেকটা ব্যালেন্স নিয়ে ঝুকি থাকে। মার্কেট কোন দিকে যাবে তা ধারনা করতে পারি না । আর শুক্রবার রাতে ফরেক্স মার্কেট বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই নিজের ব্যালেন্স নিয়ে অনেকটা সংঙ্কা লাগে যে ব্যালেন্স মনে এখনই শেষ হয়ে যাবে । তাই আমি শুক্রবার দিন ফরেক্স করি না।
-
শুক্রবার দিন ট্রেড করা থেকে বিরত থাকি কারন এই দিনে মাঝে মাঝে মার্কেট এর অনেক বেশী মুভমেন্ট হয়ে থাকে আসলে এর প্রধান কারন থাকে বড় ধরনের কোন নিউজ যার এফেক্ট এর কারণে মার্কেট এ এই রকম মুভমেন্ট ঘটে । আমি একজন নতুন ট্রেডার আমার মার্কেট সম্পর্কে ধারনা কম থাকার কারনে অামি প্রতি শুক্র বার ট্রেড করি না।
-
মার্কেট কোন দিন মুভ করবে সেটা বলা যাবে না। শুক্রবার দিন ও মার্কেট ভালো মুভ করে। তবে যেদিন ব্যংক হলিডে থাকে সেদিন সাধারনত মার্কেট কম মুভ করে। আমি শুক্রবার দিন ও ট্রেড করে থাকি। যদি মার্কেট ট্রেড সেটাপ্ন পাই তাহলে আমি ট্রেড নিয়ে থাকি।
-
অবশ্যই শুক্রবার দিন ট্রেড করি । কারন শুক্রবার দিন ট্রেড করলে অনেক প্রফিট করা যায় । শুক্রবার দিন মার্কেট খুব নড়াচড়া করে । তাই প্রফিট করতে খুব সুবিধা হয় । আমি প্রত্যেক শুক্রবার দিন ট্রেড ক্রি । এবং আমার অন্য সব বন্ধুদের বলি শুক্রবার দিন ট্রেড করতে । যাতে তারা ও অনেক প্রফিট করতে পারে ফরেক্স ব্যবসা থেকে ।
-
আমি শুক্রবার ট্রেড করিনা কারন শুক্রবার মার্কেট বেশি মূভমেন্ট হয়। কারন সপ্তাহের শেষ দিন এবং বড় ধরনের কোন নিউজ এফেক্ট এর কারনে মার্কেট এর মুভমেন্ট হয়। আসলে অভিজ্ঞতা ভাল থাকলে কোন সমস্যা হয়না ট্রেড করতে। তারা ভাল ইনকাম করতে পারেন।
-
আমি ফরেক্সে বেশির ভাগ সময়ই লং টাইম ফ্রেমে ট্রেড করে থাকি।। তাই আমাকে প্রায় প্রতিদিন ঈ ট্রেড এর মধ্যেই থাকতে হয়।। ফরেক্সে ট্রেড করার জন্য আমাদের সময় ভাগ করে ট্রেড করার উপায় নেই।। ফরেক্স সব সময় আমাদের কথা মত চলে না।।
-
শুক্রবারও অন্যদিনের মতই ট্রেড ডে । তবে ট্রেড করার ক্ষেত্রে দিন কোন ফ্যাক্ট না । কিন্ত ফরেক্স মার্কেটে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররা সবসময় অনেক বেশি পরিমানে বিশ্লেষণ করেই প্রতিটা ট্রেডের সিদ্ধান্ত নিয়ে থাকে । সে ক্ষেত্রে তারা অনেক কিছুর সমন্বয় করার চেষ্টা করেন । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদেরকে শুক্রবারের ইকোনমিক অবস্থা দেখতে হবে ।
-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
আমার কাছে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন দিন বা সময় নেই। আমার কাছে যখন মনে হয় যে এখন ট্রেড করা উচিৎ আমি তখন ট্রেড করি। তবে আমি ট্রেড করার আগে আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করি। আমার মতে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন সময় বা দিন নেই।
-
আমি মনেকরি শুক্রবার দিন খুব মজার একটা দিন বিশেষ করে যারা ফরেক্স ট্রেডার তাদের জন্য। কারন শুক্রবার মার্কেট মোটামোটি কিছুটা মুভ করে। তাই একজন দক্ষ ট্রেডার এই সমইয়টার অপেক্ষায় থাকেন যে, মার্কেট মুভ করবে আর আমি কিছু নিয়ে বের হয়ে যাব।
-
আমি চাকুরীর পাশাপাশি ফরেক্স ব্যবসা করছি তাই আমাকে অন্যান্য দিন কম ট্রেড করলেও শুক্রবার বেশি ট্রেড করতে হয় কারন অন্য দিন তেমন বেশি সময় পাওয়া যায় না তবে এটা ঠিক শুক্রবার অনেকগুলো নিউজ রিলেজ হয় যার কারনে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে এই সময় ট্রেড করাটা ঝুকিপূর্ন যদি ট্রেড অনুকূলে গেলে তো ভাল ট্রেড প্রতিকূলে গেলে কাভার করা অনেক ঝামেলা ।
-
আমি মাঝে মাঝে শুক্রবার দিনে ট্রেড করি । কিন্তু সব সময় ট্রেড করি না । আগে বুঝে শুনে নেই যে এই ট্রেড করে লাভবান হওয়া যাবে না । আমরা আগে মার্কেট এ্যানালাইসিস করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং কোন ভাবেই যেন লোভের বর্শিভূত না হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যায় পড়ে যাবে ।
-
যদি কোন ট্রেড স্টপ লস হিট করে তবে আমার মাথা আর কাজ করে না এবং আমি লস মেনে নিতে পারি না।তাই এবার আমি নিজে একটা সিস্টেম ডেভলাপ করলাম যে , আর কোন স্টপলস দিয়ে ট্রেড করব না। তাই এখন থেকে ট্রেড হবে স্টপ লস ছাড়া ।রেজাল্ট দেখার মত। কারণ মার্কেট ঘুরে ফিরে আগের প্রাইসে যায়।
-
ফরেক্স র্মাকেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এই ৫ দিনই যেকোন সময় ট্রেড কার যায় তার মধ্য শেষ দুই দিন র্মাকেট খুব বেশি মুভিং করে আর এই দুই দিনের মধ্যে খুব বেশী গুরুপ্তপূর্ন দিন হল শুক্র বার। শুক্রবার র্মাকেট বেশী মুভিং করে তাই অনেকে শুক্রবার ট্রেড করতে চান না তবে রিক্স নিয়ে ট্রেড না করলে সফল হওয়া যায় না তাই ভাল ভাবে র্মাকেট এনালাইসিস করে ট্রেড করলে সফলতা আনা সম্ভব ।
-
ফরেক্স মার্কেট প্রতি শুক্রবার দিন খোলা থাকে আবার ঠিক রাত ৩:০০টা বাজে বন্ধ হয়ে যায়। আমি শুক্রবার দিন আমি ট্টেড করি। তবে খুব কম লটে ট্টেড করি। আর সঠিক ট্টেড করলে আমি প্রায় ০.৭০ থেকে ১.০০ ডলার এর মত আয় হত।
-
হ্যা আমি শুক্রবারের দিনও ট্রেড করি। অন্য দিনের তুল ডনায় শুক্রবারে বেশী সময় পায় এবং বেশী সময় দিয়ে ট্রেড করি ।এতে আমার অভিজ্ঞতাবাড়ে এবং দক্ষতা তৈরী হয় । শুক্রবারে ছুটির দিন হ্ওয়াতে অফিসিয়াল কোন কাজ না থাকায় বাসায় বসে আনেক সময় নিয়ে ট্রেড করি ।
-
মারকেট কোন দিন বেশি মুভ করবে সেটা বলা যাবে না। অনেকে বলে শুক্রবার মার্কেট নাকি বেশী মুভ করে না। আসলে কথাটা পুরোটা সত্য নয়। তবে হ্যা মার্কেট মাঝে মাঝে ভোলাটাইল কম থাকলে তখন মার্কেট মুভ কম করে। মার্কেট যেকোন দিন ই বেশি মুভ করে।
-
মার্কেট ট্রেন্ড বুঝলে যেকোন দিন ট্রেড করা যায় কিন্তু মোট কথা হচ্ছে আপনাকে মার্কেটের গতিবিধি বুঝতে হবে । মার্কেট বুঝলে যেকোন সময় ট্রেড করা যায় তবে মাঝে মধ্যে ট্রেড বন্ধ রাখা ভাল সঠিক সিদ্বান্ত নেওয়া যায় মোট কথা হচ্ছে আপনি মানি মেনেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে ভাল করতে পারবেন ।