-
কোন কাজেই অলসতা মানায় না। আমরা বেশির ভাগ ট্রেডারই ফরেক্স থেকে প্রচুর আয় করতে চাই কিন্তু আমরা শিখতে নারাজ। অজ্ঞতা কখনই সুফল বয়ে আনে না। আমি বলব যে ফরেক্স এই সমস্ত ট্রেডার দের জন্য নয়। ফরেক্স করতে হলে অধ্যবসায়ী হতে হবে, নতুন কিছু শেখার আর পুরাতন জ্ঞানকে ঝালাই করার ইচ্ছা থাকতে হবে। আর এই গুনের লোকদেরই ফরেক্সে আসা উচিত।
-
ব্যন্সা সবার জন্য উন্মুক্ত বলে আমি মনে করি। যেহেতু ফরেক্স মার্কেট একধনের ব্যন্সা সেহেতু ফরেক্স ব্যবসাটাও আমি মনে করি সবার জন্য।তবে আমার মতে ফরেক্স ব্যবসা তাদেররেই করা উচিত যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান লাভ করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে। না হলে লসের মুখ থেকে বেরিয়ে আসতে পারবে না।
-
ফরেক্স সবার জন্যই । যে কেউ এই ব্যবসায়ের সাথে জড়িত হতে পারে । তবে ফরেক্স করতে হলে আপানার কিছু যোগ্যতা থাকতে হবে । যেমন , ধৈর্য, দক্ষতা, মূলধন ইত্যাদি । এখানে মূলধন বিনিয়োগের মাধ্যমে দক্ষতার সহিত ধৈর্য ধরে ফরেক্স করতে পারলেই কেবল সফল হতে পারবেন । অন্যথায় না ।
-
ফরেক্স মার্কেটে সবার জন্য উম্মুক্ত এই মার্কেটে যে কেই ট্রেড করতে পারে কিন্তু এই মার্কেটে সাবাই টিকে থাকতে পারেনা কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোবে পড়ে যায় বড় ভলিউমে ট্রেড করে। অভিজ্ঞাতা ছাড়া এই মার্কেটে টিকে থাকতে পারেনা।। কারন আপনাকে প্রতিনিয়ত এনালাসিস করে ট্রেড করতে হবে তাহলে এই টিকে থাকা সম্বভ।
-
ফরেক্স মার্কেট সবার জন্যই উন্মুক্ত।ফরেক্স মার্কেটে যেকোন সময় যে কোন ব্যক্তিই ইনভেস্ট করতে পারবে।তবে ফরেক্স করতে হলে আপনার কোন উচ্চ ডিগ্রীর প্রয়োজন নাই।আপনি যদি নুন্যতম ইংরেজী বুঝেন তাহলেই চলবে।তবে আপনাকে অব্যশই কম্পিউটার সমন্ধে ভাল জ্ঞান থাকতে হবে।তাছাড়া পাশাপাশি আপনার একটি কম্পিউটার অথবা স্মার্ট ফোন এবং ইন্টারনেট কানেকশন লাগবে।ধন্যবাদ
-
ফরেক্স সবার জন্যই উন্মুক্ত, যে কোন শ্রেণীর যে কোন পেশার মানুষ এই বেবশায় যোগদান করতে পারে। এই ব্যবসা করার জন্য কোননো ভেদাভেদ নাই।
-
হ্যা ফরেক্স মার্কেটে ট্রেড করে ইনকাম করা সবার জন্য উন্মক্ত । যেকোন পেশার বা যেকোন বয়সের লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । তবে অাপনি যে বয়সের বা যে পেশারই হোন না কেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং মার্কেট এ্যনালাইসিস । ধন্যবাদ ।।:yahoo:
-
ফরেক্স শুরু করতে আপনার বাড়তি কোন জজ্ঞতার প্রয়োজন নেই, রাশি রাশি ডিগ্রীরও প্রয়োজন নেই। যেটা দরকার সেটা হল আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা। আপনি যদি সঠিকভাবে ফরেক্স বিজনেসে শিখতে পারেন এবং আপনার ধৈর্য এবং জ্ঞানকে কাজে লাগিয়ে তিকে থাকতে পারে তবে ফরেক্স হতে পারে প্নার সোনার হরিণ।
-
ফরেক্সের কাজ সবাই করতে পারে। আপনি যদি মনে করেন আপনার কাজের পাশাপাশি ফরেক্সের কাজ করবেন তাহলে করতে পারেন। আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্সে ট্রেড করা সম্পর্কে দক্ষতা অর্জন করে আপনি ফরেক্স থেকে ভালো আয় করতে পারেন।
-
ফরেক্স সবার জন্য। কিন্তু ১৮ বছর হলে ভাল হয়। কারন বিভিন্ন সময় আইডিন্টিফাই করার জন্য যখন অন্যের উপর ভরসা করতে হয়।এজন্য ১৮ বছর বয়স পার হলে ভাল হয়। তখন কন সমস্যা হয় না। তা ছারা ফরেক্স সকল বয়সের মানুষ করতে পারে।
-
ফরেক্স ব্যবসা সব পেশার মানুষই করতে পারবে । এ ব্যবসা সবার জন্য উন্মুক্ত । যে সকল ব্যক্তিবর্গ ইন্টারনেট সর্ম্পকে সম্মক ধারণা জন্মাতে পারে শুধু তারাই এ ব্যবসা করতে পারে । সুতরাং আমরা সকল শ্রেণীর মানুষকে এই ব্যবসা করার জন্য উদ্ধুধ করব ।
-
ফরেক্স একটি মুক্ত ও স্বাধীন পেশা। যে কেউ এখানে ব্যবসা করতে পারেন। যেকোনো শ্রেনী পেশার মানুষ এখানে ব্যবসা করতে পারেন। কারন ফরেক্স বিজনেস কম্পিউটার কিংবা স্মার্টফোনের সাহায্যে ঘরে বসেই করা যায়। তাই একজন ছাত্র কিংবা ব্যবসায়ী কিংবা চাকুরীজীবি ফরেক্সে ব্যবসা করতে পারেন।
-
ফরেক্স মার্কেট হল মুদ্রা কেনা বেচা করার একটি আন্তর্জাতিক উন্মুক্ত বাজার। জি হ্যা,ফরেক্স মার্কেটে ট্রেডিং সবার জন্য। এর জন্য নির্দিষ্ট কোন প্রাতিষ্ঠানিক যোগ্যতার প্রয়োজন নেই। আপনি বর্তমানে যে পেশা তেই থাকেন না কেন, আপনি যদি এচ্ছা করেন তাহলে আপনিও ফরেক্স বিজনেস করতে পারবেন।
-
ফরেক্স সবার জন্য, এখানে কোনো বয়সের বাধা নেই, কোনো লিঙ্গের বাধা নেই, কোনো পেশার বাধা নেই এমনকি কোনো ধর্মের বাধাও নেই, তবে আপানর বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তবে নিয়ম অনুজাই আপনি ট্রেড করতে পারবেন না, কিন্তু আপনি আপনার বাবা অথবা আপনার মা বা বড় ভাই এর কোনো একাউন্ট থেকে নির্বিগ্নে ট্রেড করতে পারবেন.
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং সবার জন্য নয় । বিশেষ করে যাদের মধ্যে বিশেষ কিছু গুণাবলী নেই তাদের জন্য ফরেক্স ট্রেডিং নয় । এর মধ্যে অন্যতম হচ্ছে শেখার আগ্রহ না থাকা । যারা শিখতে চায না । শুধুমাত্র মুনাফা অর্জন করতে চায় তারা সাময়িকভাবে লাভবান হলেও এ মার্কেট এ তারা টিকে থাকতে পারবে না । এটাই মূল ব্যাপার ।
-
একটা কথা সবসময় ফরেক্স জগতে শোনা যায় আর তা হল ফরেক্স ফর অল অর্থ্যাৎ ফরেক্স সবার জন্য । ফরেক্স করে আমরা অনেক ভালো একটা ক্যারিয়ার করতে পারি । তবে ফরেক্স করার জন্য কোন ধরনের যোগ্যতার শ্রেণিবিভাগ নেই । কারণ ফরেক্স মার্কেেটে আমরা যারা ট্রেড করি তারা সবাই অনেক বেশি শিক্ষিত তা কিন্ত নয় কিংবা অর্ধশিক্ষত এরকম হাজার হাজার ট্রেডার আছে । তবে ফরেক্স করতে গেলে অবশ্যই শুধু ফরেক্সকে ভালবাসার যোগ্যতা থাকতে হবে এবং লেগে থাকলে একসময় ভালো ট্রেডার হওয়া যাবে ।
-
ফরেক্স ব্যাবসা যে সকলের জন্য তা বলা যায়না যারা ফরেক্স ব্যাবসা করতে আগ্রহী তাদের জন্য ফরেক্স,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের আগ্রহী হতে হবে,যারা শিক্ষিত তাদের জন্য ফরেক্স ট্রেডিং,যাতে তাড়া বুঝতে পাড়ে যে ফরেক্স মার্কেটে আমরা ব্যাবসা করে বাড়তি অর্থ ইনকাম করতে পারি।
-
আমি মনে করি ফরেক্স কাজ করা সবাই করতে পারে। কেন না ফরেক্স কোন যোগ্যতা লাগে না লাগে না লাগে দক্ষতা।পরেক্স কাজ করার কোন সময় নির্ধারন করা নাই তাই আপনি যখন তখন ফরেক্স করতে পারবেন।আপনি যদি ফরেক্স বিষয়ে ভাল যানেন তা হলে আপনি ফেরেক্স করতে পারবেন এটাতে আপনাকে কারো কাছে যেতে হবে না।আপনি নিজে িএই কাজ করতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স সবার জন্য নয়,কারন যাদের নূন্যতম লেখাপড়া করে নাই তাদের জন্য ফরেক্স নয়।যারা পাগল তাদের জন্য ফরেক্স নয়।যাদের লোভ বেশি তাদের জন্য ফরেক্স নয়।যারা অন্ধ তাদের জন্য ফরেক্স নয়।যাদের কথা উল্যেখ করলাম তারা কিন্তু ফরেক্স করতে কস্ট হবে এবং তাদের সাদ্যের বাহিরে ফরেক্স।
-
আমি মনেকরি,, ফরেক্স সবার জন্য নয়।। ফরেক্স করতে হলে আগে ফরেক্স বাজারে দক্ষ হতে হবে।। দক্ষতা ছাড়া ট্রেডিং মানেই ঝুকি নিয়্র ট্রেডিং করা।। ফরেক্সে না জেনে ট্রেডিং করলে আপনি বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবেন না।।
-
ফরেক্স সবার জন্ন।জে কেও এই ফরেক্স বেবসা করতে পারে।
-
হাঁ ফরেক্স সবার জন্য । যে কেউ করতে পারবে আর কেউ করতে পারবে না এরকমের কোন নিয়ম নেই।যে কেউ ফরেক্স শিখে ট্রেড করতে পারে ।তবে ফরেক্স এ সুধু তাদেরই ট্রেড করা উচিত যারা ফরেক্স জানে তা না হলে কখনই ফরেক্স থেকে লাভ করা যাবে না।
-
হ্যা ফরেক্স সবার জন্য ছাত্র/ছাত্রীরা সবাই এই কাজ করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে। ঘরে বসেই তাদের অবসর সময়ে ফরেক্স করতে পারেন।এমনকি যারা অন্য কাজ করে তারাও করতে পারবে ।তা্*ই বলব যে কেউ ফরেক্স শিখে ট্রেড করতে পারে । তবে ফরেক্সে আগে ট্রেড করা শিকতে হবেই না হলে করা যাবে না .....।
-
ফরেক্স ট্রেড যে কেঊ করতে পারে। তবে তাকে আগে ফরেক্স ট্রেড শিখতে হবে যে সে কিভাবে ট্রেড করবে। না শিখে ট্রেড করা যাবে না। ফরেক্স সবার জন্য উন্মুক্ত। যে ট্রেডিং শিখে ট্রেড করতে পারে। ফরেক্স শিখতে বা করতে কোন ধরা বাধা নিয়ম নেই।
-
:) হাঁ ফরেক্স সবার জন্য উন্মুক্ত থাকে। কারন ফরেক্স এ যেকোন সময় যে কোন ব্যক্তি ইনভেস্ট করতে পারে ফরেক্স ট্রেড করতে পারে। এখানে কোন বাধা নেই। তাই আমি বলবো ফরেক্স সবার জন্য ।:bravo:
-
ফরেক্স যে কোন শ্রেণীর যে কোন পেশার মানুষ এই বাবসা যোগদান করতে পারে, তবে এখানে কোন বয়সসীমার কথা উল্লেখ আছে কিনা আমি ঠিক জানিনা।ফরেক্স এ যেকোন সময় যে কোন ব্যক্তি ইনভেস্ট করতে পারে ফরেক্স ট্রেড করতে পারে। এখানে কোন বাধা নেই। তাই আমি বলবো ফরেক্স সবার জন্য । তবে ফরেক্স এ সুধু তাদেরই ট্রেড করতে আশা উচিত যারা ফরেক্স জানে।
-
ফরেক্স একটা অন্তর্জাতিক বিজনেস , এখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে বিজনেস করতে হয় । সব শ্রেণীর মানুষ ফরেক্সে কাজ করতে পারে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সের উপর ভাল জ্ঞান ও দক্ষতা থাকা দরকার । ফরেক্সে কাজ করতে হলে ভাল করে ট্রেড করা শিখতে হবে । ফরেক্সের লাভ লস সব নির্ভর করে ট্রেডিং দক্ষতার উপর । যার যত বেশি দক্ষতা সে তত বেশি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবে । তাই ফরেক্স শিখে যে কেউ ফরেক্সে কাজ করতে পারবে ।
-
যে আয় করতে ইচ্ছুক সে আয় করতে পারে । তবে শর্ত হল আগে ফরেক্স এর কাজ শিখতে হবে তারপর কাজ করতে হবে । কাজ না শিথে করা যাবে না কারন কাজ না জানলে কিভাবে করবেন । সুতরাং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা ফরেক্স এ কাজ করতে পারবেনা । এখানে কেউ পেশাদারী হিসাবে কাজ করে আবার কেউ পার টাইম হিসাবে কাজ করে
-
ফরেক্স যেমন যে কেউ চাইলেই করতে পারে আবার যদি সটিক ভাবে পরিশ্রম করে লোভী না হয় তবে টিকেও থাকতে পারে । তবে অনেক ত্যাগ স্বীকার করে দক্ষতা অরজন করতে হবে এই যা । ভয়ের কিছু নাই ।
-
ফরেক্স সবার জন্য উন্মুক্ত একটি পেশা।। ফরেক্স করার জন্য আমাদের ফরেক্স জ্ঞান আর ফরেক্স অভিজ্ঞতা থাকতে হবে।। ফরেক্স দক্ষতা আর অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ট্রেডিং করা সম্ভব নয়।। তাই ফরেক্স করতে হলে আমাদের অবশ্যই আগে ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে।।
-
হ্যা ফরেক্স ব্যবসা সবার জন্য । সবাই ইচ্ছা করলে ফরেক্স ব্যবসা করতে পারবে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে আগে জানতে হবে তারপর ফরেক্সে কাজ করার কথা চিন্তা করতে হবে । ফরেক্সে যদি সবাই কাজ করে ভাল করতে পারে তাহলে ফরেক্স থেকে সবাই টাকা আয় করতে পারে । ফরেক্স খুব ভাল একটা ব্যবসা । এখানে কাজ করে সবাই টাকা আয় করার সুযোগ পাই , তাই ফরেক্স অনেক ভাল ।
-
আবস্যই সবার জন্য
এটি সবাই ব্যভহার করতে পারবে
তাই আমি মনে করি এখানে ১০০ ডলার কম ডলার না এটা দিয়ে আপনি ভাল করেই ফরেক্স করতে পারবেন যদি আপনার ফরেক্স সম্পর্কে ভাল করে অবিজ্ঞতা ও জ্ঞান থেকে থাকে ।
-
ফরেক্স মার্কেট সবার জন্য।এই মার্কেটে সবাই কাজ করতে পারে।এই মার্কেটের প্রায় ৯০ ভাগ ট্রেডাররাই লস করে থাকেন কারন তারা মার্কেট সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করে উঠতে পারেনি।তাই এই তখনই তার ফেভারে আসবে যখন সে একজন দক্ষ ট্রেডার হতে পারবে।
-
হাঁ ফরেক্স সবার জন্য । অন্তত আমি তাই মনে করি । কারন একটু চেষ্টা করলেই আপনি ফরেক্স বুঝতে পারবেন বলে আমি মনে করি । আর ছেলে বা মেয়ে, ছাত্র বা চাকুরীজীবী কোন বিভেদ নেই ফরেক্স এ । যে কেউ ফরেক্স শিখে ট্রেড করতে পারে । তবে শর্ত হচ্ছে আপনাকে আগে ফরেক্স শিখতে হবে। ফরেক্স এ দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেটা যে কেউই করতে পারে । এই ব্যবসা বুঝলে অনেক সহজ আর না বুঝার মতো কোন কিছুই নেই এই ফরেক্স । যে কেউ এই ফেরেক্স শিখতে পারে কিন্তু তার জন্য্ তাকে অনেক চেষ্টা করতে হবে । চেষ্টার কোন বিকল্প কিছু নেই এই ফরেক্স এ তাই চেষ্টা চালিযে যেতে হবে ।
-
অবশ্যই ফরেক্স সবার জন্যই । যে যত বেশি ফরেক্স করবে সে তত বেশি পরিমাণে এগিযে যেতে পারবে সমৃদ্ধির পথে । ফরেক্স করতে কোন যোগ্যতার মাপকাঠি লাগে না । এর জন্য শুধু প্রয়োজন হয় নিজের সিদিচ্ছা । যে যত বেশি পরিমাণে উচিত ফরেক্স এর সাথে লেগে থাকা । আর বিশ্বের মানুষ এখন ফরেক্স এর সাথে জড়িয়ে পড়ছে । কেননা ফরেক্স হল একটা স্মার্ট পেশা ।
-
আমি বলবো ফরেক্স সবার জন্য এখানে কোন ভেদাভেদ নেই যে কেউ করতে পারবে আর কেউ করতে পারবে না এরকমের কোন নিয়ম নেই। এটা সবাই করতে পারে তাই সে ছেলে হোক বা মেয়ে। এই বিষয়ের উপরে যার জ্ঞান আছে সে এটা করতে পারবে।
-
ফরেক্স এর কাজ অবসস্যাই চাইলে সবাই করতে পারে তারপর ও কিছু না কিছু ধরা বাধা নিয়ম তো যেমন একজন নাগরিক হতে হলে অবসস্যাই ১৮ বছর হওয়া দরকার টিক তেমনী ফরেক্স করতে হলে ১৮ বছর বা ভোটার আই ডি কাড প্রয়োজন না হলে একাউন্ট ভেরিফাই এর ক্ষেত্রে কিসুটা সমস্যা হতে পারে। তাই আমি মনে করি ফরেক্স ব্যবসা সকলের জন্য।
-
ফরেক্স মারকেটে সবাই কাজ করতে পারে তবে অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না ।এখানে ছেলে - মেয়ে সবাই কাজ করতে পারে । শুধু তাই নয় এখানে সকল পেশার লোক কাজ করতে পারে ।
-
হ্যা ফরেক্স সবার জন্য উন্মুক্ত। তবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। অনেকেই আছে যারা কিছুদিন ফরেক্স করে তারপরে লাভের মুখ না দেখে ফরেক্স থেকে বিদায় নেয়। আসল কথা হল আপনি যে কাজই করেন না কেন তা আগে আপনাকে শিখতে হবে। তারপরে করতে হবে। ফরেক্স ও সবাই করতে পারে। তবে আগে আপনাকে ভাল ভাবে ফরেক্স শিখতে হবে। তা না হলে আপনার লস ছাড়া আর কিছুই হবে না। কিছুদিন পরে ফরেক্স কে বাই বাই বলে বিদায় নিবেন।