আমার জানা মতে পৃথিবীতে এমন কম মানুষই আছে যারা লোভকে কম নিয়ন্ত্রণে রাখতে পারে। লোভ কম বেশি সবারই আছে কেউ বেশি প্রয়োগ করে আবার কেউ কম প্রয়োগ করে। তবে ফরেক্স এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এটা বিশ্বাল একটি মার্কেট এখান ট্রিলিয়ন টাকা দৈনিক লেনদেন হয় তাই বিচুলিত হওয়া যাবে না। যদি আপনি সঠিকভাবে কৌশল প্রয়োগ করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভাল প্রফিট অর্জন করতে পারবেন। তবে এটা বিশ্বাল বড় মার্কেট হওয়ার এখান বেশির ট্রেডার ট্রেড করতে এসে লোভে পড়ে যায় বেশির লাভের আশায় আর সে কারণে বেশির ভাগ ট্রেডার খুত তাড়াতাড়ি ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়। এজন্য সবাইকে লোভকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুস্থ্য মাথায় ট্রেড করার পরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আপনি এই মার্কেটে সফল হতে পারবেন।
