-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে লোভ করলে নিশ্চিত লসে পড়তে হয়। লোভে পড়ে ট্রেড করলে সকল ট্রেডার মানি ম্যানেজমেন্ট এবং সঠিক মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করে থাকেন। যার ফলে ভূল ট্রেড করেন এবং লসে পতিত হতে হয়। এছাড়া আমরা সকলেই জানি লোভ এর পরিনতি কখনোই ভালো হয় না। তাই ট্রেডিং এর পূর্বে আমাদের সকলের উচিত লোভের বশবর্তী না হয়ে সঠিকভাবে ট্রেডিং করা।
-
ফরেক্স মার্কেটে অধিক লোভ একজন ট্রেডারকে সমস্ত ট্রেডিং কৌশল এবং জ্ঞান এর বিপরীতে গিয়ে ট্রেড করতে উদ্বুদ্ধ করে যার ফলশ্রুতিতে অনেক সময় দেখা যায় অনেক অভিজ্ঞ ফরেক্স ট্রেডারগণ ও বড় ধরনের লস এর সম্মুখীন হয়ে থাকে। বাংলায় একটা প্রবাদ প্রচলিত রয়েছে আর তা হল "লোভে পাপ আর পাপে মৃত্যু" ঠিক ফরেক্স মার্কেটে এর বাস্তব প্রয়োগ প্রায়ই আমরা লক্ষ্য করে থাকে। আপনি যতই ফরেক্স ট্রেডিং বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকেন না কেন আপনি যদি অধিক মুনাফা বা প্রফিট অর্জনের নেশায় মত্ত হয়ে ওঠেন অর্থাৎ লোভের বশে অতিরিক্ত প্রফিট এর পিছনে ছুটতে শুরু করেন তবে সে ক্ষেত্রে ভুল ট্রেডিং জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং একবার ভুল ট্রেডিং জালে জড়িয়ে ট্রেডিং সিদ্ধান্ত নেয়া হয়ে গেলে পরবর্তীতে আর কিছু করার থাকে না এবং এক সময় বড় ধরনের লস এর মধ্য দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারেরই উচিত ফরেক্স এ ট্রেড করার সময় লোভকে পরিহার করা।
-
লোভ জিনিসটা মানুষকে ধ্বংস করে। ফরেক্স ব্যবসায় ভালো ইনকাম করা সম্ভব। তবে তার জন্য অবশ্যই সকলকে নিয়ম মেনে চলতে হবে। লোভের বশবর্তী হয়ে ট্রেড করতে গেলে লাভতো হবেই না বরং ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়বেন। তাই তো গুনি ব্যক্তিগন বলে গেছেন "লোভে পাপ, আর পাপে মৃত্যু"।
-
লোভে পাপ পাপে মৃত্যু।লোভ করা ঠিক না। আমাদের সবাই উচিত ফরেক্স এর ধৈর্য্য সহকারে কাজ করতে হবে। লোভ করা ঠিক না।এইটা কে এক একটি পার্ট টাইম জব হিসেবে চিন্হিত করতে হবে। যারা িএই ফরেক্ষ এ কাজ করতে আসে বা ফরেক্স থেকে আয় করতে আসে তারা কখনেই লোভ করবে না। কারন এই ফরেক্স খেকে লোভ করা মানেই হচ্ছে লস করা। তাই আমি সাজেস্ট করি যে এই ফরেক্স মার্কেট এ কাজ রকতে হলে লোভ করা ত্যাগ করে ফরেক্স এ আসতে হবে। তা না হলে ফরেক্স থেকে কেউ সাফলতা অর্জন করতে পারবে না। ধন্যবাদ।
-
ভাই এখানে পরিণাম যাই হোক তার আগে আপনাকে বুঝতে হবে লোভ আসলে কি, লোভ হলো আপনার প্রয়োজনের তুলনায় বেশি লাভের প্রত্যাশা করা। যা কিনা একজন ট্রেডারকে তার গন্তব্য থেকে অনেকটা সরিয়ে রাখে, যার পরিণাম শুধু লস আর লস। সুতরাং আমাদের সকলকে লোভের ভয়াবহ পরিণাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
-
অজ্ঞের পক্ষে নিরবতাই সবচেয়ে উওম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না।ঠিক তেমনি বেশী লাভের আশা করলে যে লস হতে পারে তা অনেকেই জানে কিন্তুু বুঝতে চায় না, মানতে চায় না।ফরেক্স একটি বৃহৎ ব্যবসা। যেখানে অনেক হাজার লোক বিজনেস করে। এখানে লাভ লস দুটোই হয়।তাই বলে সব সময় লাভের আশা করা ঠিক না।কারণ প্রবাদবাক্য আছে অতি লোভে তাতি নষ্ট।লভ না করে নিজের মেধাকে কাজে লাগাই।তাতে লস হবেনা।ফরেক্স বিজনেসের নিয়মকানুন মেনে চলি।আর নিজেকে দক্ষ করে গড়ে তুলি।নিজের সৃজনশীলতা বৃদ্ধি করি।তাহলে লসের পরিমাণ কমবে।
-
লোভ আমাদের সকলেরই কমবেশি রয়েছে।আর এই লোভই হলো সকল ধ্বংসের মুলে।অতিরিক্ত লোভ কখনোই ভালো ফল বয়ে আনে না খারাপ ছাড়া।যারা এই লোভ কন্ট্রোল করে নিজেকে সমযত রাখতে পারবে দিনশেষে তারাই এগিয়ে যাবে আর লোভীরা পিছিয়ে পড়বে তাদের করা লোভের কারনে।
-
আমরা সকলেই জানি , “লোভে পাপ আর পাপে মৃত্যু”। আর ফরেক্স ট্রেডিংয়ে লোভ বড় একটা মহামারি হিসাবে রুপ ধারন করে। তবে মাঝেমাঝে লোভ লাভের ও মুখ দেখায় কিন্তু লাভের পরিমানের চেয়ে লসের পরিমান বেশি হয়।তাই আমাদের সকলের উচিৎ লোভ থেকে বিরত থাকা।
-
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু।ফরেক্স এমন একটি ব্যবসা যেটা তে কি না বেশি লোভ করলে লসের মুখোমুখি হতে হয়।যে যত বেশি লোভ করবে তার তত বেশি ক্ষতির সম্মুখিন হতে হয়।তাই লোভ কে যতটা পারা যায় সামলাতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আপনি যে টাইম ফ্রেম নিয়ে কাজ করবেন সেই টাইম ফ্রেম এ সবগুলো রুলস মেনে মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করবেন না হলে লাভের পরিবর্তে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।আপনি যদি লোভের বশবর্তী হয়ে ট্রেড ওপেন করেন কোন একটা লুঁচ ব্রেক করে ট্রেড করেন তাহলে আপনার লস হবে ভালো আছো সম্ভাবনাই বেশি থাকবে তাই আমাদের কখনোই অতিরিক্ত লাভের আশায় লোভের বশবর্তী হয়ে ট্রেড ওপেন করা উচিত নয়।