-
আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
ভাল ব্রোকার চিনতে হলে অাপনাকে নানান ধরনের বিষয় চেক করে দেখতে হবে । যেমন তাদের রেগুলেশন আছে কিনা । সাধারনত সব ব্রোকারেরই Cysec এর রেগুলেশন থাকে । তবে Cysec এর রেগুলেশন তেমন গুরুত্ব বহণ করেনা । FCA CSA, ASIC, ইত্যাদি রেগুলেশন থাকলে বুঝতে হবে ভাল ব্রোকার ।
-
একজন ভাল ট্রেডারের জন্য অবশ্যই ভাল মানের একটা ব্রোকার দরকার । কেননা ট্রেডারের সফলতা ব্যার্থতাতে অনেক কিছুর সাথেই ব্রোকারের একটা ইতিবাচক কিংবা নেতিবাচক ভুমিকা থাকে । তাই আমি মনে করি যে ব্রোকার বাছাই করার ক্ষেত্রে পাবলিক রিভিউ কিংবা ব্যাবহারকারীর রিভিউ সবচেয়ে কার্যকর উপায় সঠিক ব্রোকার চিনার।আপনার ব্রোকার যদি ভাল না হয়, তবে আপনি যথা সময়ে ট্রেড ওপেন এবং ক্লোজ করতে পারবেন না। এরপর আরো একটি বিষয় আছে, তা হচ্ছে স্প্রেড। যে সব ব্রোকার এর স্প্রেড কম ঐ সব ব্রোকারেই আমাদের ট্রেড করা উচিৎ।
-
ভাল ব্রোকার চিনতে হলে অবশ্যই আপনাকে ব্রোকারের জনপ্রিয়তা এবং মেম্বার সংখ্যা দেখতে হবে । ইন্সতাফরেক্স এর সকল সুবিধা ও নির্ভরযোগ্যতা সবার মন কেরেছে। আমি নিজেও সুধু ফরেক্স ব্রোকারে কাজ করি কারন এটা আমার কাছে অনেক প্রিয়। । তাদের আন্তর্জাতিক রেগুলেশন সার্টিফিকেট ও এওয়ার্ড এবং তাদের সার্ভার ও টাকা উত্তোলন সিস্টেম ঠিকমত কাজ করে কিনা। যদি তারা ঠিক মত ট্রেডারদের সুবিধা প্রদান করে থাকে তাহলে আপনি নি:সন্দেহে সেই ব্রোকারকে ভাল ব্রোকার হিসেবে চিহ্নিত করতে পারেন।
-
ভালো ব্রোকার চেনার জন্য আমাদের ইন্টারনেট এ দেখতে হবে। আবার যারা অনেকদিন ধরে ট্রেড করছেন তারা এই বিষয়টি ধারনা রাখেন। কেননা যাদের অনেক বড় ব্যালেন্স তারা ভালো একটা ব্রোকারে ট্রেড করে থাকেন। আর যেহেতু নিজেদের কস্টের টাকা অবশ্যেই ভালো একটা ব্রোকারে ডিপোজিট করতে হবে।
-
ভাল ব্রোকার আপনি সেটাকেই ভাববেন যার ভিজিটর ভাল । যে ব্রোকারের মেম্বার তুলনামুলক বেশি। এক্ষেত্রে আমি ফরেক্স এর কথাই বলব। ফরেক্স বিশ্ব ব্যাপি বহূল পরিচিত ব্যোকার। এর সদস্য সংখ্যাও অনেক বেশি।।। অন্যান্য ব্রোকারের তুলনায় এর সুবিধা ও মুটামুটি অনেক ভাল।।।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না, আমাদের বাণিজ্য এবং জ্ঞানের দক্ষতা বিকাশ করতে পারি। আমাদের বেশি লাভের লোভ হওয়া উচিত নয়; আমাদের শীতল ও শান্ত হওয়া দরকার এই বাজারে শেখার সীমা নেই তবে সঠিক শেখা ছাড়া কেউ সফল হয় না।
-
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।সবচেয়ে কার্যকরী হয় যদি আপনি আপনার কোন পরিচিত অভিজ্ঞ ট্রেডারের থেকে সিউর হয়ে নিতে পারেন । আমি সাজেশান দিবো আপনি ইন্সতাফরেক্স ব্রোকারে চিন্তামুক্ত হয়ে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন ।
-
ভালো ফরেক্স ব্রোকার চেনার প্রথম উপায় হচ্ছে ব্রোকার এর জনপ্রিয়তা, ভালো ব্রোকার কখনো অতিরিক্ত লিভারেজ দেয়না, অফকোট বা রিকোটস খুব কম দেয়, এবং খুব কম বা খুব বেশি স্প্রেড কাটে না , ভালো ব্রোকার সাধারণত ফিক্সড স্প্রেড কাটে ।
-
কোন বিষয় সম্পর্কে জানতে বা চিনতে তার সম্পর্কে প্রচুর ঘাটতে হয়। ফরেক্স মার্কেটে আমি নতুন। আমার সকল বন্ধুরা ইন্সতা ফরেক্স ব্রোকার এর আওতায় কাজ করে। সে হিসেবে আমিও ইন্সতা ব্রোকার হৌজে কাজ করি। তবে যত রুকু জেনেছি যে, এই ব্রোকার হাউজে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এছাড়া এখন আমার এখানে কাজ করতে খুব ভাল লাগে।