-
ফরেক্স একটি ব্যবসা। আর এমনই একটি ব্যবসা যা কিনা আপনাকে সর্বোচ্চ সুযোগ ও সুবিধা দিয়েছে।আপনি এটা ফুল টাইমও করতে পারেন আবার পার্ট টাইমও করতে পারেন। দিন রাত ২৪ ঘণ্টার যে কোন সময়ে আপনি এটা করতে পারেন।আর ফরেক্স এতটাই সুবিধা দিয়েছে আপনাকে যা কিনা এই ব্যবসা করতে আপনার বাড়ির বাইরে যেতে হয় না। কারো কোন কথার বা কাজের উপর নির্ভর হতে হয় না।তাই আপনি আপনার সময় মত পার্ট টাইম বা ফুল টাইম ফরেক্স করতে পারেন বলে আমি মনে করি।
-
ফরেক্স পার্ট টাইম ফুল টাইম ডিফেন করে করে ট্রেডারে ইচ্ছার উপর । এখানে ফরেক্স কর্তৃক কোন নির্ধারিত নিয়ম নেই । চাইলে আপনি পার্ট টাইম চাইলে ফুর টাইম করতে পারেন । কোন সমস্যা নেই । তবে আমি মনে করি ফুল টাইম করাই ভাল । কারন একক মনে যে কাজ করা হয় সে কাজের সফলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
-
ফরেক্স কে আপনি ফুল টাইম বা পার্ট টাইম যে কোন ভাবেই নিতে পারেন,কারন ফরেক্স করার মূল উদ্বেশ্য হল এখান থেকে অর্থ উপার্যন করা,আপনি যদি অন্য কোন পেশার সাথে সংস্লিষ্ট থাকেন তাহলে বলব আপনি পার্ট টাইমার হিসাবে ফরেক্স করেন,কেননা প্রর্থমে যদি ফুল টাইম কাজ শুরু করেন তবে মানুষিক ভাবে দুর্বল হয়ে যেতে পারেন,তাছাড়া ফরেক্স থেকে ভাল আয় করার জন্য বেস দক্ষতার প্রয়োজন হয়,যেটা ছাড়া ফুল টাইম কাজ করেও ভাল ফল পাওয়া যায় না,তাই বলব অন্য পেশাটকে চালু রাখার পাশাপাশি ফেরক্সে পার্ট টাইমার হিসাবে কাজ করে নিজেকে দক্ষ করে তোলেন,যখন আপনি বুযতে পারবেন যে ফরেক্স সম্পর্কে ভাল দক্ষতা হয়েছে, এবং এখান থেকে যে আয় আসবে তাতে আপনি চলতে পারবেন,টিক তখনই আপনি ফরেক্সে ফুলটাইম দিতে পারেন।
-
ফরেক্স কর্তৃক নির্ধারিত কোন সময় নির্ধারন করা নেই । তাই আপনার স্বাধীন মত আপনি করতে পারেন । চাইলে ফুল টাইম করতে পারেন চাইলে পার্ট টাইমও করতে পারেন । তবে আমার মনে হয় ফুল টাইম করাই ভাল । কারন ফুলটাইম করলে আপনার মন মত যখন তখন করতে পারেন।
-
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যার যেরকম সময় সে সেরকম কাজ করে কে ফুলটাইম অথবা পারটাইম অল্প সময়। যার যেরকম প্রয়োজন সেরকমটা বেছে নেয়। যেমন আমি এখন পার্ট টাইম করছি বাট সামনে চেষ্টা করব ফুল টাইম করার জন্য। এটা আমার ক্ষেত্রে নির্ভর করবে আমার কাজের অভিজ্ঞতা দক্ষতা ও মুনাফার উপরে। অন্য কাজের চেয়ে যদি এখানে মুনাফা ভালো হয় তাহলে অবশ্যই আমি এখানে ফুল টাইম সময় দিব।
ধন্যবাদ
-
ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনার জন্য সব সুবিধা রয়েছে।ফরেক্সের সিস্টেম দেখলে মনে হবে এটা আমার ইচ্ছামত একটা ব্যবসায়িক প্লেস যেটা আমি নিজ হাতে সাজাইছি।ফরেক্স আপনি সপ্তাহে ৫ দিন এবং দিনে ২৪ ঘন্টাই করতে পারবেন।শনিবার এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে।আর সব থেকে বড় বিষয় হচ্ছে ফরেক্স আপনি ঘরে বসে স্বাধীনভাবে করতে পারবেন এবং এটা পার্ট টাইম অথবা ফুল টাইম হিসাবে আপনার সুবিধা মত।আমি একজন বেসরকারি চাকরিজীবি তাই ফরেক্স কে আমি পার্ট টাইম হিসাবে নিয়েছি।যদি ফরেক্স ভালভাবে করতে পারি ফুল টাইম হিসাবে নেয়ার ইচ্ছা আছে।
-
আমাদের দেশে নানা পেশাজীবি মানুষ আছেন। আবার অনেকে ফুল টাইম বেকার। যারা বিভিন্ন পেশায় নিয়জিত আছেন এবং ওই পেশার পাশাপাশি কিছু একটা করতে চাইছেন তারা চাইলে ফরেক্স ট্রেডিংকে পার্ট টাইম হিসেবে গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে লং ট্রেডিংটা তাদের জন্য সুবিধাজনক হবে। আর যারা বেকার তারা চাইলে ফরেক্সকে ফুল টাইম হিসেবে বেছে নিতে পারেন। আপনার যদি ফরেক্সের ওপর ভাল দক্ষতা থাকে তাহলে আপনি এখান থেকেই ক্যারিয়ার গড়তে পারবেন।
-
অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাি আমাদের দরকার।কেমন ভাবে আপনি ফরেক্সে কাজ করবেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে তবে যারা অন্য পেশার সাথেও জরিতো তারা ফুল টাইম ফরেক্সে ট্রেড করতে একটু সমস্যার মুখে পড়তে হয়।তবে যারা বেশী দক্ষতা অর্জন করেছেন তারা ফুলটাইম বা পাটটাইম উভয় সময়ে কাজ করতে পারেন।এটা আপনার সুবিধার উপর নির্ভর করে।তবে বেশী আয়ের জন্য বেশী সময় দিতে হবে।
-
ফরেক্স একটি উন্মুক্ত ব্যবসা যা সব বয়সের লোকই করতে পারবে।কেউ পার্ট টাইম হিসেবে করে আবার কেউ ফুল টাইম হিসেবে করে।আমার মতে ফরেক্স কে মানুষ পার্ট টাইম হিসেবেই বেশি ব্যবহার করে।আবার কেউ কেউ ফরেক্স কে পেশা হিসেবে বেছে নিয়েছে,যারা সারাদিন ফরেক্সেই বেশি টাইম পার করে।কেউ কেউ আবার চাকরির পাশাপাশি ফরেক্স করে থাকেন।আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি ফরেক্স এ কম সময় দিলেও চলবে।আর যদি আপনি ফরেক্স না জানেন তাহলে সারাদিন রাত কাজ করলেও সফল হতে পারবেন না।তাই ফরেক্স থেকে সফলতা নির্ভর করবে আপনার দক্ষতার উপর। কাজেই বলা যেতে পারে যে আপনার ফরেক্সে ফুলটাইম বা পার্টটাইম এটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভরশীল।
-
আমি বলবো ফরেক্স মার্কেট কে আপনি পার্ট টাইম হিসেবে নিবেন না ফুল টাইম হিসেবে নিবেন সেটা নির্ভর করে আপনার উপর । তবে মার্কেট কে আপনি পার্ট টাইম হিসেবে নেন আর ফুলটাইম হিসেবে নেন মার্কেটে ট্রেডিং এর মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা । তাই আমি মনে করি আপনি যদি মার্কেট থেকে আপনার কাঙ্খীতটা পার্ট টাইম ট্রেড করেই পেয়ে যান তাহলে মার্কেটে ফূলটাইম পড়ে থাকার দরকার আছে বলে মনি করি না। তবে আপনি চাইলে মার্কেট এর মুভমেন্ট মনিটরিং করতে পারেন ।