-
ট্রেড এর জন্য নির্দিষ্ট কোন সময় নেই। যেকোন সময় ট্রেড করা যায় । তবে সাধারণত 3 টার পর থেকে মার্কেট গতি বৃদ্ধি পায়। এছাড়াও নিউজ প্রকাশের দিন ট্রেড করা আর ভালো তাতে মার্কেটের বিষয় জেনে বুঝে ট্রেড করা যায় । এক কথায় বেশি বেশি মার্কেট এনালাইসিস করে ট্রেড করা। তবে সাধারণত রাতেই বেশির ভাগ সময় মার্কেট ওঠা নামা করে এবং নিউজ প্রকাশের সময় রাত 12:00 am. তাই আমি রাতে ট্রেড করে থাকি।
-
ফরেক্স মার্কেট হচ্ছে প্রিনান্সিয়াল মার্কেট। দিনে বা রাতে যে কোন সময় ট্রেড করা যায়।তবে দিনের চেয়ে রাতে ভালো। রবিবার বিকেল ৩টা হতে শুক্রবার রাত ৩টা পর্যন্ত মোট ৫ দিন মার্কেট খোলা থাকে। তাই সে সময় ট্রেড করলে লাভবান হওয়া সম্ভব । সুতরাং আমরা দিনের চেয়ে রাতে বেশী ট্রেড করব । ফরেক্স দিন বা রাত বলতে কোন কথা নেই। আপনি যদি ভালভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে যে কোন সময় ই প্রফিট করা সম্ভব বলে মনে করি।
-
আমার মতে রাতেই ট্রেড করা উত্তম। কেননা রাতে পরিবেশটা অনেক নিরব থাকে এবং রাতে নিরবে মাথা ঠান্ডা রেখে ফরেক্স করলে অনেকটা সুফল আসে। এছাড়া ফরেক্স রাতেই অনেকটা ভাল থাকে। তাই আমিও বলব যে ফরেক্স দিনে না রাতে করলে অনেকটা ভাল হয় এবং লাভবান হওয়া যায়।
-
শনিবার ও রবিবার ব্যতিত দিন রাত 24 ঘন্টায় ফরেক্স ট্রেড করার যায়। আমরা নিউইয়র্ক, টোকিও লন্ডন এই চারটি সেসনে ট্রেড করে থাকি এই সময়টাতে মার্কেট বেশি ওঠানামা করে। লন্ডন সেশনে দুপুর ১.০০- রাত ১০.০০ পর্যন্ত এ্যাক্টিভ কারেন্সি eur, gbp, chp, নিউইয়র্ক সেশনে সন্ধ্যা ৬.০০-রাত ৩.০০ পর্যন্ত এ্যাক্টিভ কারেন্সি usd, cad, সিডনী সেশনে রাত ৩.০০-দুপুর ১২.০০ পর্যন্ত aud,nzd এবং টোকিও সেশনে ভোর ৬.০০ - দুপুর ৩.০০ পর্যন্ত jpy। এই সময়ই হলো ট্রেড করার উপযুক্ত সময়।
ধন্যবাদ সবাইকে
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় রাতে বা দিনে কোন সময় ট্রেডিং করলে ভালো হবে এরকম কোনো দরা বাদা নিয়ম নেই। ফরেক্স ট্রেডিং ব্যবসায় সব কিছু নির্ভর করে নিজের অভিজ্ঞতার উপর। নিজের অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে যে কোন সময় ট্রেডিং করে লাভবান হওয়া যায়। আর যদি আপনার অভিজ্ঞতাই না থাকে তাহলে আপনি রাতে অথবা দিনে যে সময়েই ট্রেডিং করেন না কেন আপনার লস গুন্তেই হবে।
-
ফরেক্সে রিয়েল ট্রেডিং এর জন্য মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য দিন বা রাত সব সময় ভালো হয়ে থাকে। তবে যে ট্রেডিং করার আগে ভালো এনালাইসিস করতে পারে তার জন্য অনেক ভাল হয় । জে 5 দিন মার্কেট খোলা থাকে সেই পাঁচ দিন দিন রাত ট্রেড করা যায়।তবে এই সময় গুলোর ভিতরে কিছু কিছু সময় মার্কেট বেশি মুভমেন্ট করে।
-
ফরেক্স যেহেতু ২৪ ঘন্টাই খোলা থাকে তাই এই ফরেক্স যে কোন সময়ই করা যায়। ফরেক্স যার যার সুবিধা মত ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স করে থাকেন।কেউ দিনে করে আবার কেউবা রাতে করে থাকেন। তবে এর কিছু কিছু সময় আছে যেটা ফরেক্স করার সময় আর্দশ সময় হয়ে থাকে। ফরেক্স বাংলাদেশে রাতে অনেকটা ভাল থাকে। তাই আমি দিনে আমার বাহিরে কাজকর্ম করে রাতে ফরেক্স এ সময় দিয়ে রাতে ফরেক্স করে থাকি।
-
আমাদের এমন সময় ট্রেড করতে হবে যাতে মার্কেট এ ট্রেড দিলে প্রফিট করা যায়। অনেক সময় দেখা যায় ট্রেড দেওয়ার পর মার্কেট কোনদিকেই যায় না। মাকেট এক জায়গায় বসে থাকে। আসলে মার্কেট এ কয়েকটা সেশন রয়েছে। সেশন অনুযায়ী মার্কেট কম বেশি মুভ করে। সেই সেশনভিত্তিক আমাদের ট্রেড করতে হবে।
-
দিনের চেয়ে রাতেই ফরেক্স মার্কেটে ট্রডে করে সফলতা অর্জন করতে হবে । কারণ রাতে মার্কেটে যেকোন একদিকে মুুভমেন্ট করে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যের সাথে ট্রেড করতে হবে তাহলেই সফলকাম হতে পারা যায় । তবে কিছু কিছু সময় ট্রেড করা থেকে বিরত থাকতে হয়। যেমন এমন কিছু মুহূর্ত আছে যখন এনালাইসিস অনুযায়ী মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা যায় না। এই সময় মার্কেট আপন গতিতে ওঠানামা করে। তাই ওই মুহূর্তে ট্রেড করা থেকে বিরত থাকি।
-
ফরেক্স মার্কেট সাপ্তাহে ৭দিন এর মধ্যে ৫দিন ই ২৪ ঘন্টা খোলা থাকে। এর মধ্যেই কখন যে অনেক উঠানামা করে কেউ তা বলতে পারবে না। তবে কিছু কিছু সময় আছে যে প্রায়ই মার্কেট উঠানামা করে থাকে। আমি বেশীর ভাগ দেখতাম যে ফরেক্স মার্কেট রাত ১১টা পর থেকে মার্কেট অনেকটা উঠানামা করে থাকে।