-
আমি বাংলা ফোরাম ছাড়াও আরো অনেক গুলা ফোরামে কিছু দিন করে কাজ করেছি। তাদের ফোরামের যে রুলস আছে সব সদস্য ও যেমন ফলো করে তেমনি অথরিটিও টাইট দিয়ে রাখে। বাংলা ফোরামে আমি আসলে আসছি এখানে বাংলায় আসলে পোষ্ট করা সহজ অনেক ইংলিশে পোষ্ট করার থেকে তাই। বাংলা ফোরামে আসলে অনেক কিছুই শিথিল করে ।
-
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা যদি ফোরাম বোনাসের উপর নির্ভরশীল হয়ে পোস্ট করি তাদের উচিত ফরেক্স ফোরাম কর্তৃপক্ষের সমস্ত রুলস মেনে চলা কেননা ফরেক্স মার্কেটে আমরা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চা্য় বর্তমানে পোস্টের সংখ্যা কমিয়ে দিলেও বোনাসের পরিমাণ বেশি দেয়ার কথাও বলেছেন এখানে ভালো মানের মানসম্মত এক-একটি পোস্ট এর জন্য সর্বোচ্চ পঞ্চাশ ডলার দেয়ার কথা বলেছেন ।
-
ফরমের পোষ্ট কতে আপনাকে ২৪ ঘন্টায় ৩০ থেকে ৪০টা পোষ্ট করতে পারেন কিন্তু ফরেক্স সম্পর্কে যক্তি বিহিন পোষ্ট করলে আপনার ম্যাটাডোর আপনার পোষ্ট গুলা বিনা নোটিশে আগে মুছে ফেল বেন তার পর নোটিশ মানতে পারলে এ্যাকাউন্টি ব্যান হাওয়ার থেকে বাঁচতে পারবেন আজে বাজে পোষ্ট করা থেকে আমাদের বিরত থাকতে হবে, সুতারাং এখানো ট্রেডের মতো করে লোভ আসে অবশেষে না জানি ফরম পোষ্ট এ্যাকাউন্টি হারাতে না হয়্ তাই আমরা কম করে পোষ্ট করি যুক্তি সংগত।
-
বর্তমানে ফোরামের নতুন রুলস অনুযায়ী আপনি প্রতেক দিন ১০ টার বেশি পোস্ট করতে পারবেন না । আমি মনে করি প্রতেক দিন ১০ টি পোস্ট করলে আপনি মাস শেষ এ ভালো বোনাস কাউন্ট করতে পারবেন যদি আপনার পোষ্ট গুলি গুনগত মানের হয় এবং ঐ পোস্টগুলোতে আপনি লাইক যদি বেশি পান । আর এভাবে প্রতিদিন করতে পারলে অবশ্যই ভাল বোনাস পাবেন যা দিয়ে ভালো মুনাফা বের করতে পারবেন ।
-
যারা ফরেক্সে আসি কিংবা ফরেক্স সম্পর্কে যত জ্ঞান অর্জন করি তার সবটাই এই ফোরামের মাধ্যমে হয়ে থাকে । তাই আমি মনে করি যে ফোরামের নিয়ম কানুনের প্রতি আমাদেরকে অনেক বেশি পরিমাণে সচেতন থাকতে হবে । ফোরামের রুলস অমান্য করলে আপনার আইডি ব্যান্ড ও হয়ে যেতে পারে। অামরা যদি ফরেক্সে ঠিকমত পোষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় লিমিট মত পোষ্ট দেওয়ার চেষ্টা করব।
-
আমি সত্যিকার অর্ধে জানি না যে আসলেই কত গুলো পোষ্ট করা যাবে প্রতিদিন। আমি ফবার কাছে শুনেছি যে প্রতিদিন সর্বোচ্চ ১০ টা করে পোষ্ট করা ভালো কিন্তু এর বেশি নয়। আবার অনেক ফোরাম সদস্যদের দেখেছি যারা কিনা শুধু বোনাসের জন্য দিনে ২৫/৩০ টি করে পোষ্ট করেছে। আমি মনে করি ফোরাম টি আমাদের শুধু বোনাস পাবার জায়গা নয়। বরং এটি আমাদের শিখার শিখানোর এইক্টি সুন্দর জায়গা। কিন্তু আমরা এখানে এসে সবাই বোনাসের জন্য পাগল হয়ে পোষ্ট করতে থাকি যার আসলে কোন মান থাকে না। আসুন আমরা মান সম্মত পোষ্ট করি
-
ফোরামে পোষ্ট দেওয়ার একটা লিমিট রয়েছে । আমারা যদি ফরেক্সে ঠিকমত পোষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় লিমিট মত পোষ্ট দেওয়ার চেষ্টা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারবে । ফোরাম পোস্টিং বোনাস এর সাহায্য আমরা নিজেদেরকে অভিজ্ঞ ও দক্ষ করে গড়ে তুলতে পারি । তবে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যেন নিজেদের লিমিটেশন ক্রস না করি ।
-
আসলে আমি এই ব্যাপারে এখনো কোথাও সুনিদ্দিষ্ট নির্দেশনা পাই নি । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা যদি ফোরাম বোনাসের উপর নির্ভরশীল হয়ে পোস্ট করি তাদের উচিত ফরেক্স ফোরাম কর্তৃপক্ষের সমস্ত রুলস মেনে চলা।এজন্য আপনি ঐ ২৫০ ডলারের উপর নির্ভর করেও প্রতিদিন ফোরামে পোষ্ট করতে পারেন। আমার মনে হয় আপনি দৈনিক ৩০-৪০ টি পোষ্ট করতে পারলে মাসিক বোনাসের পরিমাণ ২৫০ ডলার হবে।
-
পোস্ট সম্পর্কিত বিষয়টা আমার কাছে বেশ রহস্যজনক মনে হচ্ছে তাহলো কেউ বলে ১০টির বেশী পোস্ট দেয়া যাবে না, আবার কেউ বলে ৩৬টি পর্যন্ত পোস্ট দেয়া যাবে, আবার কেউ ৩০ থেকে ৪০টি করে পোস্ট দেয়া যাবে বলে মত দেন। কিন্তু আমি দেখলাম : ২০১৮সালের ২৫মে সেপ্টেম্বর এর হালনাগাদ করা পোস্টিং সম্পর্কিত নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে ৫টি থেকে ১০টির বেশী পোস্ট দেয়া যাবে না। আমার জানা নেই এরপরে আবার নীতিমালায় কিছু পরিবর্তন হয়েছে কিনা ? কেউ জানলে ডকুমেন্টসহ জানালে হয়ত অনেকেই উপকৃত হবে।
-
প্রতিদিন আমরা যত ইচ্ছা ফোরাম পোস্ট করতে পারি। কিন্তু করলেই আমরা সব বোনাস পাব না। কেননা ফরেক্স ফোরাম এর নিয়ম হচ্ছে প্রতি মাসে আমরা সর্বোচ্চ ২৫০ ডলার আয় করতে পারব। এই ডলার দিয়ে আমরা ট্রেড করে লাভ উত্তোলন করতে পারি। তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমান পোস্ট আমাদের করতে হবে।