ফরেক্স এ ট্রেড করার কোন নির্দিষ্ট সময় নেয় । যখন যার খুসি তখনি ট্রেড করতে পারে । কারন ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খুলাথাকে । আর আমার কোন নিদিষ্ট কোন সময় নেয় । আমি যখন ফিরিথাকি তকনি আমি ট্রেড কনে থাকি ।
Printable View
ফরেক্স এ ট্রেড করার কোন নির্দিষ্ট সময় নেয় । যখন যার খুসি তখনি ট্রেড করতে পারে । কারন ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খুলাথাকে । আর আমার কোন নিদিষ্ট কোন সময় নেয় । আমি যখন ফিরিথাকি তকনি আমি ট্রেড কনে থাকি ।
ফরেক্সে আপনি এ ২৪ ঘন্টাই কাজ করতে পারবেন। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে আগে একজন অবিজ্ঞ ট্রেডার হতে হবে। আর একজন অবিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে ডেমো ট্রেড সাহায্য করতে পারে। কারন ডেমো ট্রেডের মাধ্যমে আপনি অাপনি ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এই ডেমো ট্রেড আপনাকে ট্রেড করতে অনেক অবিজ্ঞ করে তুলবে।
ফরেক্স সপ্তাহে ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি যখন তখন এই মার্কেটে প্রবেশ করতে পারবেন এবং বিভিন্ন ট্রেডে এন্ট্রি হতে পারবেন। তবে এজন্য আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তা না হলে আপনি কখনও এই মার্কেট থেকে লাভের আশা করতে পারবেন না।
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। ফরেক্স এ প্রতিদিন প্রায় ৫ ট্রিলিয়ন ডলার পরিমান মুদ্রা আদান-প্রদান হয়, যেখানে রাতদিন ২৪ ঘন্টা ট্রেড করেন লক্ষ লক্ষ ট্রেডার। মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে তবে একজন মানুষ তো আর ২৪ ঘন্টা ট্রেড করতে পারেন না। তায় যার যার সুবিধা অনুযায়ী সময় নির্বাচন করে ট্রেড করেন সবায়। তবে জানাযায় যে, ৭০% ট্রেডার পার্ট হিসেবে ট্রেড করেন। যার যখন সুবিধা সে সময়ে ট্রেড করার সুবিধার কারনে অনেকে ফরেক্স কে একটি বাড়তি আয়ের উত:স হিসেবে বিবেচনা করে থাকেন। সুতরাং আপনিও আপনার সুযোগ সুবিধা অনুযায়ী ট্রেড করতে পারেন।
হ্যা ফরেক্স ট্রেডের জন্য সন্ধা সময়টা অনেক ভালো কারন এই সময় মার্কেটের মুভ অনেক বেশি থাকে কারন এই সময় আমেরিকার সময় শুরু হয় ।
ফরেক্স মার্কেটে যেকোনো সময় ট্রেড করা যায়।তবে সন্ধার সময় মার্কেট ভাল থাকে অপনি যদিসন্ধার সময় ট্রেড করেন তাহলে আপনার প্রফিট নিতে খুভ সহজ হয়।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।
ফরেক্স ট্রেডিং কৌশলগুলি একে অপরের সাথে আলোচনার জন্য দুর্দান্ত জায়গা, ফরেক্স ট্রেডিং সম্পর্কে শেখার সর্বোত্তম উপায়, তাই আপনি যখন আপনার অনেক বন্ধুর সাথে আলোচনা করেন ট্রেডিং সম্পর্কে আপনার প্রশ্নগুলি পরিষ্কার হয় তবে আপনার সাফল্যের একটি ভাল ধারণা থাকতে পারে।স্বয়ংক্রিয ফরেক্স সিস্টেমগুলি একটি মূল্যবান সরঞ্জাম হতে পারে, তবে যা মনে রাখতে হবে তা হল বেশিরভাগ রোবট একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে বাণিজ্য করে। তারা বৈদেশিক মুদ্রার বাজারে সবচেয়ে ধীর সময়ের মধ্যে, শক্ত রেঞ্জের মধ্যে নির্দিষ্ট পরিমাণে পিপ তৈরি করে এবং তারা নিয়মিত সেট করে
ভাই এর জন্য আপনাকে এমন কিছু পেয়ার এ ট্রেড করতে হবে যেগুলাতে আপনার ঐ সময় আনেক ভোলাইটি লিটি থাকে। মানে আপনি যেই শেসনে ট্রেড করবেন সেই শেসনের পেয়ার এ আপনাকে ট্রেড করতে হবে। তাহলে ঐসময় গুলাতে পেয়ার এর ভোলাইটিলিটি বেশি থাকবে। আর না হলে আপনাকে লং ট্রাম ট্রেডার হতে হবে।
ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তারপর আমি ও একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি এই ফরেক্স মার্কেটে কাজ করে থাকি । আমি বেশিরভাগ সময় ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং কাজ করে থাকি,,, তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি রাতের বেলাকে বেছে নিয়েছি । তার কারন হলো আমি সারাদিন অফিসের কাজের পরে রাতের বেলাতে বেশিরভাগ সময় ফ্রী থাকি,, তারপর আবার রাতের বেলাতে ট্রেড মার্কেট সবচেয়ে বেশি উঠানামা করে থাকে,,, তাই আমার কাছে সেই সময়টা বেটার মনে হয় । আপনাদের ও উচিত ফরেক্স মার্কেটে কাজ করার জন্য একটা নির্দিষ্ট সময় বেধে নেওয়া ।