-
আমার মতে ফরেক্স এ লাভ করা খুবই সহজ কিন্তু তার জন্য আপনার মনোবল এবং ইচ্ছা দুটোই থাকতে হবে তা না হলে আপনি কাজেই সফলতা পাবেন না। তাই আমি মনে করি ফরেক্স কাজ করার আগে আপনাকে অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। এবং যদি আপনি এই ফরেক্স মাকের্ট সম্পর্কে ঠিক মত বুঝতে পারেন তাহলে অবশ্যই একদিন ভালো মুনাফা অর্জন করতে পারবেন আমার বিশ্বাস।
-
আমি মনে করি, ফরেক্সে লাভ করা অনেক সহজ। ফরেক্স থেকে আপনি যা আয় করেতে পারবেন আমি মনে করি অন্য কোন ভাবে তা সম্ভব নয় । একমাত্র ফরেক্সে কাজ করে খুভ সহজে লাভ করা সম্ভব ।
-
আমি মনে করি ফরেক্সে লাভ করা অনেক সহজ;যদি কেও ফরেক্সে সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করে ইনভেস্ট করে । আমি টানা ২ বছর লস করেছি, বুঝে না বুঝে ট্রেড করেছি, পরে অনেক সিরিয়াস হয়েছি এবং এক সময় দেখলাম যে আমার লস থেকে লাভ বেশি হচ্ছে।তাই মনে করি ফরেক্স অনেক সহজ।
-
ফরেক্স এ লাভ করা সহজ নয়। এজন্য প্রচুর কস্ট করতে হয়।ফরেক্স ব্যবসা টাকে ভালভাবে সিখতে হবে প্রথম তারপর ট্রেড করলে লাভের মুখ দেখা যাবে।
-
আসলে অভিজ্ঞতা অর্জন করতে পাড়লে ফরেক্সে লাভ কারা সহজ । না বুজে ট্রেড করলে খুব কঠিন । যারা সত্তিকারে ট্রেড কারতে আগ্রহী তারা লোভ করে না তারা আগে শেখে ডেমো করে তারপর তারা বিজনেস করে আমি মনে করি না শিখে না বুজে রিয়াল ট্রেড করা বোকামি ছারা আর কিছুই না ।
-
ফরেক্স এ লাভ করা খুব সহজ আবার খুব কঠিন তা বলব না ।এটা কার কাছে খুব কটিন আবার কার কাছে খুব সহজ ।কেননা এর সম্পর্কে যাদের পুরোপুরি ধারণা আছে তদের কাছে এটি সহজ আর যাদের এর উপর কোন ধারণা নেই তাদের কাছে এটি কঠিন ।
-
ফরেক্সে এ লাভ করা খুব সহজ বলে আমি মনে করি।অনেকেই মনে করে ফরেক্স এ আয় করা খুভই সহজ। ফরেক্স এ ট্রেড শুরু করা মানেই আয় শুরু করা। আমার তা মনে হয় না। আমার মনে হয় ফরেক্স এ আয় করা অনেক কঠিন বাপার। আপনার কি মনে হয়? শেয়ার করুন। আমিতো মনে করি যে ব্যক্তির ফরেক্স ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে তার নিক ফরেক্স ব্যবসায়ের মাধ্যমে আয় করাটা কোন ব্যাপারই না।
-
ফিরেক্স বুঝলে অনেক সোজা, বুজে শুনে ফরেক্স করলে খুব সহলে লাভ করা যায়
-
ফরেক্স ব্যবসায় লাভ করা সহজ তবে আপনি যখন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করবেন তখন ফরেক্স থেকে আপনি যা আয় করেতে পারবেন আশা করি অন্য কোন বাবে তা সম্ভব হবে না ।
-
ফরেক্স ব্যবসাতে লাভ করা সহজ় নয় । ফরেক্সের সব কিছু জেনে তারপর ফরেক্সে কাজ করতে হয় । এর থেকে আমরা বুজতে পারি । ফরেক্সে লাভ করা সহজ নয় ।