-
ফরেক্স মার্কেটে ভালভাবে ট্রেড করতে হলে ডেমো ট্রেড করা অত্যন্ত জরুরী। কারন ডেমো ট্রেড না করে ফরেক্স এ ট্রেড করা খুবই কঠিন। আমি মনে করি ফরেক্স এ ডেমো ট্রেড করতে হলে ২০ ডলার থেকে ৫০ ডলার নিয়ে ট্রেড করা ভালো কারন ছোট ছোট লটের ট্রেড ওপেন করে ট্রেড ফরেক্স ট্রেড শিখা যায়। ডেমো ট্রেডিং এ বেশি ডলার যেমন ১০০০ ডলার থেকে ৫০০০ ডলার নিয়ে ট্রেড করা যেতে পারে।
-
আপনার সব কিছু আগেই প্ল্যান করে নোট হবে যে আসলে আপনি ট্রেড কিভাবে পরিচালনা করবেন , কত ইনভেস্ট করতে পারবেন। ডেমোটা এমন ভাবে শুরু করবেন যেনো মনে হয় আপনি রিয়েল ট্রেড ই করছেন। ডেমোতে যদি আপনি আপনার সাধ্য যত তত ব্যালেন্স নিয়ে শুরু করেন তাহলে আপনার অনেক উপকার হবে। আপনি একটা সুন্দর মানি ম্যানেজমেন্ট শিখে যাবেন, বুঝে যাবেন যে ঠিক কোন সময়ে কি পরিমান ব্যালেন্সে কত রিস্ক নিয়ে ট্রেড করা যাবে
-
আমি মনে করি ডেমো ট্রেডিং এর শুরুতে ৫০০ ডলার এবং ১ঃ৫০ লিভারেজে ট্রেডিং করা উচিত। কারন আপনি ৫০০ ডলার দিয়ে ০.০১ লটে কমপক্ষে ১০০ টি ট্রেড ধরতে পারবেন। আর যদি ১০০ ডলার দিয়ে ডেমো ট্রেডিং শুরু করেন তাহলে ০.০১ লটে সর্বোচ্চ ২৫ টি ট্রেড ধরতে পারবেন। এখানে ৫০০ ডলারের সুবিধা হচ্ছে একি সাথে ৪ থেকে ৫ টি পেয়ারে ২০ থেকে ২৫ টি ট্রেড ধরতে পারবেন ফলে আপনি একই সময়ে ৪ থেকে ৫ টি ফরেক্স চার্ট এনালাইসিস করতে পারবেন।
-
আমার মতে আপনি রিয়েলে যত ডলার নিয়ে ট্রেড করতে ইচ্ছুক তার চেয়ে অল্প পরিমান ডেমোতে ডলার বেশি নিয়ে ট্রেড করতে পারেন। কেননা যত অল্প পরিমান ডলার দিয়ে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন ততো বেশি আপনার রিয়েল ট্রেডে সফলতা অর্জন করা সম্ভব হবে এমনটাই আমার বিশ্বাস। এছাড়াও প্রথম অবস্থায় আপনাকে বেশি বেশি মার্কেট পর্যবেক্ষণ ও ট্রেডিং কৌশল সঠিক সময়ে নিউজগুলো ফলোআপ করা, লিভারেজ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং টাইম ফ্রেম সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
স্বল্প পরিমাণে টাকা নিয়ে ডেমো অ্যাকাউন্টে কাজ করা ভালো। এক্ষেত্রে অভিজ্ঞতা আরো বেশি বৃদ্ধি পায় এবং এই অভিজ্ঞতা রিয়েল ট্রেডিং এ কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব.... ধন্যবাদ।
-
আমার মনে হয় ১০০ ডলার নিয়েই ডেমো করা উচিত। কারণ হল যত কম ডলার নিয়ে মার্কেট এ ফাইট ব্যাক করতে শিখবেন তত ডলারই উত্তম। কারণ যদি আপনি কয়েক হাজার ডলার দিয়ে একাউন্ট করেন তবে এমনি এমনি ট্রেড করলেও প্রফিট করতে পারবেন কিন্তু যদি আপনি মাত্র ১০০ ডলার দিয়ে ডেমো করেন তবে হয়ত বা তা নাও হতে পারে।
-
ডেমো ট্রেড করে করে আপনি আপনার ট্রেডিং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করবেন তাই অবশ্যই ভার্চুয়াল ব্যালেন্স যত কম নিবেন ততই ভালো হবে৷এই ভার্চুয়াল ব্যালেন্স কে মনে করবেন আপনার নিজের পকেটের পুজিঁ হাজার হাজার ডলার দিয়ে ডেমোতে প্রফিট করা সহজ হবে কিন্তু রিয়েলে আমরা কজনই বা হাজার হাজার ডলারে ইনভেস্ট করি? তাই রিয়েলে যত পুজি দিয়ে ট্রেড করবো অতটুকু পুজি ডেমোতে সিলেক্ট করা ভালো ।
-
ডেমো একাউন্টে সেই পরিমান ডলার নেয়া ভাল যে পরিমান ডলার আপনি রিয়েল ট্রেডিং এ ডিপোজিট করতে পারবেন । এতে আপনি ম্যানি ম্যানেজমেন্টা ভাল শিখতে পারবেন । একাউন্ট জিরো হলে আবার একই পরিমান ডলার দিয়ে ট্রেড করতে থাকেন। এবং এ্যানালাইসিস করতে থাকেন কেন একাউন্ট জিরো হয়েছে। নিজের ভুলগুলোকে নোট করে রাখেন এবং একই ভুল যাতে বার বার না করেন।
-
ডেমো একাউন্টে সেই পরিমান ডলার নেয়া ভাল যে পরিমান ডলার আপনি রিয়েল ট্রেডিং এ ডিপোজিট করতে পারবেন।এতে আপনি ম্যানি ম্যানেজমেন্টা ভাল শিখতে পারবেন।মনে করুন আপনি 100 ডলার দিয়ে ডেমো একাউন্ট প্যাকর্টিস করলেন আপনি বুঝলেন 100 ডলার থেকে কিভাবে ট্রেড করে লাভ করতে হয়।অনেক না বুজে বেশি করে বড় ভলিউমে ট্রেড করি এর পর রিয়াল একাউন্টে ট্রেড করি তখন আমার কম ডলারের একাউন্ট জিরো হয়ে যায়।
-
ফরেক্স মার্কেটে আমাদের যতটুকু সামর্থ আছে ট্রেড করার এবিলিটি আছে সে অনুযায়ী একাউন্ট বোনাস সেট করা উচিত। বিভিন্ন প্রকার বিভিন্ন এমাউন্টের ভার্চুয়াল মানি দিয়ে থাকে ট্রেড করার জন্য। ইন্সটাফরেক্স কর্তৃক পাঁচ হাজার ইউএস ডলার ভার্চুয়াল হিসেবে দিয়ে থাকে ফরেক্স মার্কেটে ডেমো অ্যাকাউন্ট ট্রেড করার জন্য। তবে ১০০ থেকে ২০০ ভার্চুয়াল মানি দ্বারা ডেমো একাউন্টে ট্রেড করা উত্তম।