-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। আপনি এখানে ফুলটাইম কাজ করতে চান নাকি পারটাইম হিসেবে কাজ করতে চান সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি কোন পেশায় যুক্ত থাকেন তাহলে ওই পেশার পাশাপাশি অবসর সময়ে এখানে ট্রেড করতে পারবেন। আবার যারা বেকার তারা চাইলে এখানে ফুলটাইম কাজ করতে পারেন। তবে ফুলটাইম ফরেক্সে কাজ করলে আশা করি এখান থেকে দ্রুত সফলতা পাবেন। সপ্তাহে 5 দিন ফরেক্স মার্কেট খোলা থাকে। এই ৫দিন এখানে আপনি যখন তখন চাইলে ট্রেড করতে পারবেন। এই পাঁচ দিন ছাড়া বাকি শনি ও রবিবার ট্রেড ক্লোজ থাকে। এই দুইদিন আপনি কোন ট্রেড করতে পারবেন না।
-
আমি ফরেক্সে পার্টটাইমার হিসেবেই জয়েন করেছিলাম এবং সেভাবেই এগিয়েছি। কিন্তু কিন্তু ধীরে ধীরে ফরেক্সের প্রতি অতি আগ্রহ আর ফরেক্সই একমাত্র ডিপেন্ডেড হয়ে যায়। তাছারা এটা ভালো একটা ওয়ার্কিং সাইট আয়ের জন্য। আর যেহেতু দুই তিন বছর এই কাজের সাথে আছি তাই এখন নিজেকে ফুলটাইমার হিসেবেই দেখি।
-
আমি পড়াশুনা শেষ করেছি এখন একটা চাকরির অপেক্ষায় আছি আশা করি হয়ে যাবে। তবে আমি পড়াশুনা করা অবস্থাতেই ফরেক্সে কাজ করতাম আর করতে করতে অনেকটাই রানিং হয়ে গেছি। তাই চাকরি করলেও তার পাশাপাশি খুব সহজেই ফরেক্স ব্যাবসা করে যাবো আর ফরেক্সকে আমি আমার পার্টটাইম ব্যাবসা হিসেবেই মনে করি আর এটার গুরুত্ব আমার কাছে অনেক।
-
ফরেক্স ফুলটাইম বা পার্টটাইম বলে আমার কাছে কিছু নেই। আমি ফরেক্স করি কারন আমার ফরেক্স ভালো লাগে আমি এখান থেকে আয় করতে পারি কিছুটা হলে। তাছারা আমার চাওয়া আকাশচুম্বী নয় যে আমি এখান থেকেই কোটিপতি হতে চাই এমন নয় তবে স্বাভাবিক জীবন যাপন করতে পারলেই খুশি আমি।
-
ফরেক্স মার্কেটে পার্ট টাইম অথবা ফুল টাইম কাজ করা যায়। এটা নির্ভর করে ট্রেডারের উপর। ট্রেডার যদি কর্মজীবি হয় বা স্টুডেন্ট হয় তাহলে সে কাজ বা পড়াশোনার পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন। আর যার সময় আছে সে ফুল টাইম কাজ করতে পারেন। ফরেক্স এ যত বেশি সময় দেওয়া যায় তত বেশি লাভ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে যে ট্রেডার ফুলটাইম দিতে পারবে সে লাভবান হতে পারবে । আমাদের ফরেক্স এ ফুল টাইম দিতে হবে । ফরেক্স এর ব্যাপারে সব নিউজ দেখে কাজ করতে হবে আবার যদি ট্রেডিং না করি তাহলে কম সময় দিলে ও হবে । ফরেক্স খুব ভালো ব্যবসা যদি ধৈর্য্যের সহিত করতে পারবে ।
-
ফরেক্স ফুল টাইম কাজ করার মত ব্যবসা। যাতে অন্য কোন আয়ের পথ নেই, তারা ফরেক্স ট্রেডিং কে ফুল টাইম হিসেবে বেছে নিতে পারেন। দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করলে যে কোন ব্যবসা থেকে বেশি আয় করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তাই তো আমিও ভাবছি ভবিষ্যতে আমি শুধুমাত্র ফরেক্স ট্রেডিংই করবো। তবে যারা অন্য পেশায় জড়িত, তারা পার্টাইম হিসেবে ফরেক্স ট্রেডিং করে আয় করতে পারেন।
-
ফরেক্স হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আন্তজার্তিক অনলাইনভিত্তিক মুদ্রা বাজার।এখানে মুদ্রা ছাড়াও সিলভার,গোল্ড,তৈল ইত্যাদি বিক্রয় করা হয়।এটি বিশ্বের সবচেয়ে বড় মার্কেট।এখানে প্রতিদিন কয়েক ট্রিলিয়নের মত লেনদেন হয়।এই মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে।শনিবার আর রবিবার বন্ধ থাকে।এই দুইদিন বাদে বাকি ৫ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে।আপনি ফরেক্স চাইলে দুই ভাবে করতে পারবেন।পার্টটাইম হিসাবে করলে করতে পারেন আবার ফুলটাইম হিসাবে করতে পারেন।যারা বেকার তারা বেশিরভাগই ফুলটাইম হিসাবে ফরেক্স করে আর যারা চাকুরিজীবি কিংবা অন্যান্য পেশায় জড়িত তারা পার্টটাইম হিসাবে করতে পারে।আমি একজন বেসরকারী চাকুরিজীবি।আমি এখন ফরেক্স পার্টটাইম হিসাবে করছি।আমি প্রতিদিন গড়ে ৩-৪ ঘন্টা সময় ফরেক্সকে দিচ্ছি।আমার ইচ্ছা ফরেক্স এ আমি একজন দক্ষ ট্রেডার হব।আমি যখন পুরোপুরিভাবে ফরেক্স এ দক্ষ হতে পারব তখন শুধু ফরেক্স ই এমন ইচ্ছা রয়েছে।আমি সেভাবেই ফরেক্স শিখছি।
-
আপনি ফরেক্স ফুল টাইম করতে চান নাকি পার্ট টাইম সেটা সম্পুর্ন আপনার ওপরে নির্ভর করছে। আমি যদি এটাকে পার্ট টাইম জব হিসেবে নিতে চান নিতে পারেন আবার ফুল টাইম যব হিসেবে নিলেও নিতে পারেন। তবে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি মনে করি আপনার ফুলটাইম হিসেবে না নেয়াটাই ভাল। কারন এতে আপনার পড়া-লেখার ক্ষতি হবে।
-
ফরেক্সে কাজ করার কোনো নিদিষ্ট সময়সীমা নাই। আপনার যখন খুশী তখন আপনি ফরেক্সে কাজ করতে পারেন।। এখানে টাইমের কোনো বিধিবিধান নাই। সপ্তাহের ৫দিন ২৪ঘন্টা যেকোনো সময়ে আপনি ট্রেড করতে পারেন।আপনার নিজের ওপর নির্ভর করে আপনি পারটাইম কাজ করবেন কিনা ফুলটাইম কাজ করবেন। আপনার নিজের সুযোগ মতো আপনি কাজ করতে পারেন।চাকুরী ও লেখাপড়ার পাশাপাশি ও ফরেক্সে সময় দিতে পারেন।