-
আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।আর ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করতে হয় মুল রিয়েল ট্রেডিং এর জন্য প্রস্তু হওয়ার জন্যই । তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন।
-
আমরা সবাই জানি যে, ডেমো ট্রেড হচ্ছে ইচ্ছামতো ভার্চুয়াল ব্যালেন্স নিয়ে দীর্ঘদিন ব্যাপী প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করবেন,দক্ষ ট্রেডার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করবেন৷আর রিয়েল ট্রেড হচ্ছে আপনার নিজের পকেটের টাকা ইনভেষ্ট করে ব্যাবসা করা৷রিয়েল ট্রেডে লস করবেন বা প্রফিট করবেন যার হিসাব আপনার নিজের ব্যাক্তিগত রিয়েল ব্যালেন্সে যোগ/বিয়োগ হবে৷ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে শুধু নিজেকে ট্রেডার রূপে তৈরী করা আর রিয়েল ট্রেডিং হচ্ছে পেশাদারী ট্রেড করা৷আর কোনোও কিছুতেই তেমন কোনোও পার্থক্য নাই বাকী সব কিছু একই রকম পাবেন৷
-
ডেমো এবং রিয়েল ট্রেডের ভেতর তেমন কোন পার্থক্য নেই । দুটোই একই মার্কেট । রিয়েলে টাকা ইনভেস্ট করে ট্রেড করে টাকা আয় করতে হয় । রিয়েলে লাভ হলে ট্রেডার তা তুলতে পারে আর যদি ট্রেডে লস হয় তাহলে ট্রেডারের নিজের টাকা লস হয় । ডেমো ট্রেড রিয়েল ট্রেডের ই একটি প্লাটফর্ম।। ডেমো করা হয় ফরেক্স ট্রেডিং শেখার জন্য। ডেমো প্রাকটিস করে আমরা ফিরেক্সের গতিবিধি বুঝতে পারি এবং এতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়।।
-
ডেমো ও রিয়েল একাউন্টের মধ্যে খুব বেশি পার্থাক্য নেই। ডেমোতে লাভ বা লস করলে তাতে আপনার একাউন্ট যা আছে তাই থাকবে আর রিয়েলে লস বা লাভ করলে করলে সেটা আপনার একাউন্টে প্রভার ফেলবে। রিয়েলে ভালো করতে হলে অবশ্যই কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিৎ। ডেমোকে আপনার রিয়েল একাউন্ট ভেবে ট্রেড করুন। মনে করুন এখানে আপনি লস করলে আপনার একাউন্ট জিরো হবে আর লাভ করলে প্রফিট অর্জন করবেন। আমি মনে করি রিয়েলে ভালো করলেও ডেমো প্রাকটিস কন্টিনিউ করে যাওয়া উচিৎ। এতে করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনেক গুন বৃদ্ধি পাবে।
-
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
-
ফরেক্স এর ডেমো এবং রিয়েল ট্রেডিং একাউন্ট এর মধ্যে ট্রেডিং এর দিক থেকে থেকে তেমন কোন পার্থক্য নেই কারণ দুটো একাউন্টই ট্রেডিং পদ্ধতি সম্পন্ন একই রকম।তবে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাহলো দডমো একাউন্টে ট্রেডিং করার জন্য একজন ট্রেডার কে কোন প্রকার ডিপোজিট করার প্রয়োজন হয় না এবং ডেমোতে যদি কোন ট্রেডার প্রফিট করে থাকে তাহলে সেই প্রফিট সে উইথড্র করতে পারে না তেমনি সে কোন লস করলে তাকে সেটা তার পকেট থেকে পরিশোধ করার প্রয়োজন হয় না।অন্যদিকে রিয়েল একাউন্টে ট্রেডিং করতে চাইলে একজন ট্রেডারের নিজের পকেট থেকে ডিপোজিট করতে হয় এবং যদি কোন লস করে সেটা তার ডিপোজিট থেকে ঘাটতি হয় পাশাপাশি সে যদি কোন প্রফিট করতে পারে তাহলে সে উইডথড্র করার মাধ্যমে টাকায় পরিণত করতে পারে।
-
ডেমো একাউন্ট এর মাধ্যমে আমরা অনুশীলন করতে পারি। এখান থেকে কোনো টাকা উওোলন করতে পারি না । কিন্তুু রিয়েল একাউন্ট এ ট্রেড করে টাকা উওোলন করতে পারি।
-
ডেমো দ্বারা ফরেক্স মার্কেটে ট্রেড প্র্যাকটিস করা হয় এবং ট্রেড সম্পর্কে অনেক কিছু জানা যায়। ডেমো দিয়ে ভালভাবে প্র্যাকটিস করার পর। আমরা ডেমো অভিজ্ঞতা রিয়েল ট্রেড এ প্রয়োগ করে থাকি।আর রিয়েল ট্রেডিং হল মূলত অরজিনাল ট্রেড । এটাই ডেমো এবং রিয়েল ট্রেড এর ভিতর পার্থক্য।
-
ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট এর মধ্যে পার্থক্যগুলি নিচেয় আলোচনা করা;
ডেমো অ্যাকাউন্ট: ট্রেডিং শেখার জন্য যে অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেটাই ডেমো অ্যাকাউন্ট। নতুন ফরেক্স মেম্বাররা ফরেক্স মার্কেটে লাইভ ট্রেডিং করার পূর্বে ট্রেডিং শেখার জন্যই মূলত ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। ডেমো অ্যাকাউন্ট থেকে লাভ করলে সেই লাভের অ্যামাউন্ট উইথড্র করা যায় না। তাছাড়া এখানে লস করলেও রিয়েল ডলার হারানোর ঝুঁকি নেই। কারণ এখানে যে ব্যালেন্সটা থাকে সেটা ভার্চুয়াল।
লাইভ একাউন্ট: লাইভ ট্রেডিং করার জন্য যে অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেটাই রিয়েল অ্যাকাউন্ট। এই এ্যাকাউন্ট ব্যবহারের জন্য দক্ষতার প্রয়োজন হয়। কারণ এখান থেকে লস করলে ডলার হারানোর ঝুঁকি আছে। এখান থেকে প্রফিট করলে সেই প্রফিট উইথ ড্র করা যায়। তাছাড়া রিয়েল একাউন্টের ব্যালেন্সটা রিয়েল থাকে।
-
ফরেক্স মার্কেট এ ডেমো একাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট এর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। ডেমো অ্যাকাউন্ট হলো যেখানে আমরা ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করে থাকি৷ এখানে আর রিয়েল মানি ডিপোজিট করার প্রয়োজন পড়ে না। এখানে আমরা আমাদের ব্যক্তিগত প্রশ্ন পরীক্ষা বা যাচাই করার সুযোগ পেয়ে থাকি। লস হলো আমাদের তেমন আর্থিক ক্ষতি হয় না লস থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। কিন্তু লাভ হলে সেই টাকা আমরা উত্তোলন করতে পারি না।
রিয়েল অ্যাকাউন্ট হলো আমরা ডিপোজিট মানি বা পোষ্টের মাধ্যমে বোনাস দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করে থাকি। যেখানে লাভ বা লস হয়ে থাকে সেখানে আমরা আর্থিকভাবে লাভবান হওয়া সফলতা হওয়ার সুযোগ থাকে। দক্ষ ট্রেডার হলে আমরা ট্রেড করে রিয়েল একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারি ও উত্তোলন করতে পারি।