-
ফরেক্স যেহুতো একটা লাভজনক ও লোভনিয় ব্যাবসা।একানে অনেকই দক্ষতার ধারে আয় করে।আমরা সবাই জানি ফরেক্স কি বা কেন এর উৎপত্তি। এখানে প্রফিট সিস্টেম ইত্যাদি।দক্ষ হলে এটা লোভনিয়,তাই আমরা সবাই ফরেক্স করে বেশ অথের মালিক হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন সেটা নয় যে টা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটা যে পূরনের তাড়নায় আমি ঘুমতে পারি না।তাই আমরা ফরেক্স এ শুধু টাকার কাঠিতে পরিমাপ করবো না এটা শেখার অভিজ্ঞতা প্রকাশ করবো ইনশাআল্লাহ
-
ফরেক্স আমাদের কাছে একটা বড় সুযোগ ক্যারিয়ার গড়ে তোলার জন্য। ফরেক্স অনেক বেকার যুবকের কর্মেরসংস্থান করে দিয়েছে এবং তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হচ্ছে। ফরেক্স এর মাধ্যমে অনেকে বাড়তি ইনকাম করে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। মূলত বেকারত্ব ঘোচাতে, অর্থ উপার্জন করতে এবং নিজের মেধাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ে তোলার জন্য আমরা ফরেক্স করে থাকি।
-
ফরেক্স যেহেতু বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্র বাজার। এটা একটা অনলাইন ব্যবসা। আমরা সবাই এই ব্যবসা করি ভাল আয় করার পাশাপাশি নিজের সুন্দর একটা ক্যারিয়ার তৈরী করতে । আয়ের অনেক পথ থাকলেও এই ব্যবসায় আছে দারুন সাধীনতা,খুব বেশী ইনভেস্ট বা বিনিয়োগ ছাড়াও এই ব্যবসা করা যায়,আনলিমিটেড প্রফিট করা সম্ভব যদি ভালেভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করা যায়।
-
ফরেক্স করি মূলত আয় করার জন্য । কারণ ফরেক্স ব্যবসার বিশাল একটা প্লাটফর্ম। এখানে ফরেক্স শিখতে পারলে বাসায় বসে বিনিয়োগ ছাড়াই অথবা অল্প ইনভেস্ট করেও এই ব্যবসা করা যায় এবং একটা ভাল ইনকাম করা সম্ভব। এজন্য ফোরামে মাধ্যমে ফরেক্স ভালভাবে শেখার চেষ্টা করতেছি। এব্যাপারে অনেক সিনিয়র ভাইয়ের পরামর্শ কাজে লাগাতে পারছি এই ফোরামে মাধ্যমে।
-
আমরা ফরেক্স করি কারণ এটি একটি লাভ জনক, সহজ ও জনপ্রিয় ব্যাবসা এটি কে যে কেও তার জিবনের ক্যারিয়ার হিনাবে নিতে পারে তবে এই জন্য প্রয়োজন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান লাভ করা, ফরেক্সে দক্ষ ট্রেডার হওয়া, তাহলে ফরেক্স আপনার জন্য একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে আসবে, আর আপনি যদি ফরেক্স কে না বিঝে এখানে ইনভেস্ট করেন, তখন আপনার লসে সম্ভাবনাই বেশি ঐ সময় ফরেক্স আপনার জন্য অভিশাপ হয়র আসবে।
-
আমার মতে যেহেতু ফরেক্স ব্যবসায় একটি আন্তর্জাতিক মানের ব্যবসায়। সেহেতু ফরেক্স ব্যবসা করার একমাত্র উদ্দেশ্য হল নিজের কর্মসংস্থানের ব্যবস্থা ও সফলতা অর্জন করা । যে ট্রেডারগণ চায় যে জীবনকে সফলবান করব সে যেন এই ফরেক্স ব্যবসা করে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমার মনে হয় ফরেক্স করি আমরা এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে।আমাদের সকলের ফরেক্স করার উদ্দেশ্য হল টাকা আয় করা।আমার কথাই বলি আমি বেসরকারী একজন চাকুরীজীবি।আমার আয় দিয়ে আমি ভালমত ফ্যামিলি নিয়ে চলতে পারিনা।আমার উদ্দেশ্য ফরেক্স এ একদিন একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হব সেদিন অনেক আয় করব।আমার ফ্যামিলিকে নিয়ে আমি হ্যাপি থাকতে চাই। এমন সবার কোন না কোন ইচ্ছা আছে আর ফরেক্সের আয় দিয়ে সেটা পুরণ করতে চাই।তবে ফরেক্স থেকে আয় করা মোটেও সহজ নয়।আগে আপনাকে ফরেক্স শিখতে হবে জানতে হবে।নিয়মিত ডেমো প্র্যাকটিস করতে হবে।আপনি নিয়মিত ডেমো প্র্যাক্টিস করলে অবশ্যই ফরেক্স এ দক্ষ ও অভিজ্ঞ হতে পারবেন আর ভালো আয় করতে পারবেন।মোটামুটি ফরেক্স এ ভালো আয় করার উদ্দেশ্য নিয়েই সকলে ফরেক্স এ আসে।
-
ফরেক্স একটি ব্যবসা। ফরেক্স করার আমাদের মূল উদ্দেশ্য থাকে টাকা ইনকামের । আর আমরা বেশিরভাগ ফরেক্স ট্রেডার ফরেক্স করি এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে । আর অামি জানি যে ফরেক্স নিয়ে বর্তমানে সারা বিশ্বব্যাপি অনেক মাতামাতি । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা যদি আন্তরিকতার সহিত ট্রেড করতে পারি তবে অনেক বেশি লাভবান হতে পারব। ফরেক্সে এ ঝুকিও রয়েছে অনেক ।
-
যায়, তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই কাজ করা যদি আপনি একজন সফল নেতা হতে চান তবে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে this যে কেউ এই ব্যবসায় কঠোর পরিশ্রম করবেন তিনি সফল হবেন hard আপনি যদি কঠোর পরিশ্রম না করেন তবে আপনি কখনই চোখে সফল হতে পারবেন না। না করা উচিত
-
ফরেক্স মার্কেটে কাজ করি আমরা এই জন্য তা হলো,,, ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে তারপর সেই জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো অর্থ উপার্জন করার জন্য এবং সেই অর্থ দিয়ে নিজের ও পরিবারের আর্থিক সমস্যা সমাধানের জন্য । তাছাড়া ও ফরেক্স মার্কেটে কাজ করে অনেকে তাদের আর্থিক সমস্যার সমাধান করতে পেরেছে,,,, ধন্যবাদ ।