লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। সেই সাথে আপনার মার্জিন ফ্রি মার্জিন লেভেল ও বেশ দ্রুত পরিবর্তন হতে থাকে। যখন আপনি বেশি লটে ট্রেড নেন তখন আপনার লস হলে একদম দ্রুত ই সেটা মার্জিন লেভেল ক্রস করে ফেলতে পারে।