-
নিউজ ট্রেড সবসময় ভালো ফলাফল দেয় না। তবে যদি নিউজ ট্রেডের সকল শর্ত সঠিক ভাবে পূরণ করে চলতে পারেন। তাহলে কিছুটা লাভ করা সম্ভব। নিউজ ট্রেডের জন্য আপনাকে অবশ্যই সেই সকল মার্কেট এ ট্রেড করতে হবে যাদের মুভমেন্ট অনেক কম হয়। নতুবা অনেক সময় ট্রেড স্টপ লস হিট করে আবার উপরের দিকে গমন করে।
-
নিউজ ট্রেড জিনিসটািই এমনিতেই ঝুকি পূর্ণ তা যে কোন পেয়ারেই হোক না কেন। কিন্তু যদি আপনি মোটামুুটি বেশ ভাল এমাউন্টের একাউন্ট এর মালিক হন এবং আপনার জুয়া খেলার শখ থাকে তবে আপনি একটা রিক্স নিতেই পারেন। তবে যদি আপনি ট্রেডার হোন তবে অবশ্য ভিন্ন কথা।
-
ফরেক্স এ লাভ লস নির্ভর করবে আপনি কতটুকু ফরেক্স বুজতে পেরেছেন তার উপর। কারন ফরেক্স এ যে যত বেশি অভিজ্ঞ সে ততবেশী সফল। এখানে ভাগ্যের দোষ দিয়ে কোন লাভ নেই। আপনি যদি ফরেক্স এ অভিজ্ঞ হোন তবে আপনি ভালোই লাভবান হবেন। হ্যা, ভাগ্যের ও কিছু সাপোর্ট লাগে তবে সেটা একান্ত কিছুটা সমইয়ের জন্য। তবে ওই সময় গুলো তে ট্রেড না করাই ভালো।
-
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেট একটা অনলাইন ব্যবসা তাই এটা বুঝা খুবই কঠিন তবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছেন। কারণ আপনার অভিজ্ঞতা যত বেশি ফরেক্স সম্পর্কে অর্জন করতে পারবেন তত বেশি এই মার্কেটে সাফল্য লাভ করতে পারবেন। তাই আমি বলতে চাই ফরেক্স মার্কেটে প্রায় সব পেয়ারই নিউজ আওয়ারে ঝুকিপূর্ণ আর বিশেষ করে গোল্ড এ ট্রেড করা খুবই ঝুকিপূর্ণ একটি পেয়ার। গোল্ড এমন একটি পেয়ার যেটাতে খুব তাড়াতাড়ি লাভবান হওয়া যায় আবার খুব তাড়াতাড়ি লসও হয়ে যেতে পারে।
-
আমার মতে সব পেয়ারই ঝুঁকিপূর্ণ আবার কোনটাই ঝুঁকিপূর্ণ নয় নিউজ ট্রেড করাটা উচিতও বলব না অনুচিতও বলব না তবে বলব অ্যানালাইসিস করে ট্রেড করবেন তবে নিউজ কারেন্সি কে প্রভাবিত করে এটা তো সবার জানা কথা ইকোনমিক ক্যালেন্ডার রীড করবেন তাতে করে যেই পেয়ারে ট্রেড করেন না কেন মার্কেট আপনার মোটামুটি আয়ত্তে থাকবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট সবচেয়ে যে পেয়ারটি নিউজ টাইমে ঝুকিপূর্ণ সেটা হচ্ছে Gold কারণ আপনি এই পেয়ারটি দিয়ে ফরেক্স মার্কেটে যেমন অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হতে পারবেন। ঠিক তেমনি অল্প সময়ের মধ্যে আপনি ফকির হয়ে যেতে পারেন। অর্থ্যাৎ খুব দ্রুত আপনি ফরেক্স মার্কেট হতে ব্যালেন্স শূন্য করে ফেলতে পারেন। যদি এই পেয়ারটি নিউজ টাইমে আপনার ট্রেডের বিপরীত দিকে মুভ করে থাকে তাহলে আপনি খুব দ্রুত ব্যালেন্স শূন্য করে ফেলতে পারেন। এজন্য এই পেয়ারটি মার্কেটে সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ বলে আমি মনে করি। আর এই পেয়ারটি স্প্রেডের পরিমাণ অন্যান্য পেয়ার থেকে একটু বেশি।
-
নিউজ ট্রেড জিনিসটািই এমনিতেই ঝুকি পূর্ণ তা যে কোন পেয়ারেই হোক না কেন। কিন্তু যদি আপনি মোটামুুটি বেশ ভাল এমাউন্টের একাউন্ট এর মালিক হন এবং আপনার জুয়া খেলার শখ থাকে তবে আপনি একটা রিক্স নিতেই পারেন। তবে যদি আপনি ট্রেডার হোন তবে অবশ্য ভিন্ন কথা।
-
ভাই আমার মতে ক্রস কারেন্সি পেয়ারগুলোতে নিউজ ট্রেড করা বেশি ঝুঁকিপূর্ণ। কারন নিউজ রিলিস হওয়ার সময় মার্কেটের মুভমেন্ট এর কারনে মার্কেট প্রচুর ভোলেটাইল হয়, তখন আপনার স্প্রেডটাও অনেকগুণ বেড়ে যায়, তাই আমার মতে যেগুলোতে আপনি স্প্রেড বেশি লক্ষ করবেন, সেগুলো কারেন্সিতে নিউজ ট্রেড না করাই ভাল। কারন এতে আপনার ঝুঁকি অনেক বেড়ে যাবে।
-
আসলে এরকম নির্দিষ্ট করে বলা যায় না যে কখন বা ঠিক কোন সময়ে কোন কারেন্সিতে ট্রেড করা ঝুকিপুর্ণ হয়ে উঠে। তবে আপনি যখন দেখবেন বাজারে ইউ.এস.ডি মুদ্রার উপর নিউজ বেশি পাওয়া যাচ্ছে তখন ট্রেড করা থেকে বিরত থাকাই ভাল হবে।
-
আমার মতে প্রতি পেয়ারে হাই ইমপেক্ট নিউজ গুলি প্রকাশ পেলে অনেক বেশি মুভ করে থাকে। আর সবাই যেহেতু ইউরোইউএসডি এবং জিবিপি ই্উএসডি পেয়ারে বেশি ট্রেড করে থাকে ফলে এই দুইটি পেয়ারে নিউজ ইমপেক্ট বেশি হয়ে থাকে তাই এই পেয়ারে যারা নিউজ ট্রেড করে থাকে তারা ট্রেড করে থাকেন। কিন্তু নতুন যারা ট্রেড করছে তারা কখনও যেন এই দুটি পেয়ারে নিউজ ট্রেড না করে কারন আপনি হয়ত প্রাথমিক অবস্থায় বুঝো উঠনে পারবে মার্কেট আসলে কোন দিকে মুভ করবে। যারা নিউজ ট্রেড করে তারা অনেক বেশি এ্যানালিসিস এবং প্রতিটি নিউজ ফলো করে তারপর ট্রেড শুরু করে। আর প্রাথমিক অবস্থায় সবার পক্ষে এত এ্যানালিসিস করা খুব কষ্টকর হয়ে পড়ে।