-
ফরেক্স ভালভাবে শিখে এবং এ ব্যবসা করে যে কেউ আর্থিক দিক থেকে লাভবান হতে পারে।এক্ষেত্রে সময় দেয়া এবং মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তা জানাটা জরুরী।ফরেক্স করে লাভবান হতে হলে ট্রেড সর্ম্পকিত বিষয়গুলো জেনে নেয়াটা আবশ্যক।অনেকে আছে যারা শুধু ফরেক্সকে নিজের জীবিকা অর্জনের প্রধান পথ হিসেবে নিয়েছে।
এ ব্যবসা করে নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করা যায় বলে আমি মনে করি।
-
যে কন কিছু ব্ল করে করতে পাতলে উজ্জল নক্ষত্র হিসাবে বলা যেতে পারে। ফরেক্স মার্কেটে যদি কেউ ফরেক্স ট্রেডং করে ভ্ল ফল লাভ করেতে পারে তবে তার জিবনের দিকটাকে উজ্জ্বল নক্ষত্রর মতই উজ্জ্বল করতে পারবে। তবে তার জন্য অনেক কঠিন অধ্যবসায় থাকতে হবে বলে আমি মনে করি।
-
অনেকে ফরেক্সে ব্যবসা করে তার জীবনে উজ্জ্বল নক্ষত্র বয়ে এনেছে। ফরেক্সে কাজ করা জীবনে সফলতা অর্জন করা সম্ভব। যদি আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন এবং ট্রেড করা সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে ফরেক্সে কাজ করে আপনার জীবনে উজ্জ্বল নক্ষত্র বয়ে আনতে পারবেন।
-
হ্যা, আমি মনে করি ফরেক্স আমাদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারবে এবং ভবিষ্যত আমাদের লক্ষ্যকে সামনে আনতে সহায়তা করবে। কারন ফরেক্স যদি ভালোভাবে শিখা যায় তার ফলাফল সারাজীবনের জন্য ভোগ করা যায় কারন ফরেক্স হচ্ছে সারাজীবনের ব্যবসায়। এজন্য আমি মনে করি আমাদের জন্য ফরেক্স উজ্জ্বল নক্ষত্র।
-
ফরেক্স মার্কেট হল উজ্জ্বল নক্ষত্রের মত এমন এক সম্ভাবনা,যা থেকে আমরা অনেক আশা করে থাকি,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ট্রেডং করলে অনেক প্রফিট করা যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে এনালাইসিস করে ফরেক্স নিউজ দেখে যদি ট্রেডং করতে পারি,তাহলে অনেক ভাল হবে।
-
আন্তর্জাতিক যতগুলোই বিজনেস রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ফরেক্স বিজনেস। নিজের ঘরে বসেই শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে সহজেই এই মার্কেটে ট্রেড করা যায়। নিজের সুবিধামতন সময়ে নিজের ইচ্ছামতন সময় বের করে ত্রদ করা যায়। ফরেক্স ব্যবসা সম্পূর্ণ স্বাধীন একটি ব্যবসা।
-
এখানে নক্ষত্র হওয়ার কি হল । ফরেক্স ট্রেডিং অন্যসব ব্যবসায়ের মত একটি ব্যবসায় । এখানে চাদ তারা নক্ষত্র নিয়ে আসার কিছু নেই । ফরেক্স ট্রেডিং কে নক্ষত্র মনে না করে বাশ মনে করতে পারেন । কারন অনেকের জন্য ফরেক্স ট্রেডিং িএকটি বড় ধরনের বাশও বটে । তাই ফরেক্স করার সময় আপনাকে অনেক সচেতন থাকতে হবে ।
-
হ্যা বাংলাদেশের মত দেশে ফরেক্স মার্কেট একটি উজ্জল সম্ভাবনা বলে *আমি মনে করি । ফরেক্স মার্কেটকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাপক সমস্যা সমাধানে *অগ্রনী ভূমিকা পালন করতে পারে । অল্প বিদ্যা এবং লোভীদের জন্য ফরেক্স মার্কেট কাল হয়ে দাড়ায় । তাই এটিকে নক্ষত্র না ভেবে অন্যান্য ব্যবসার মত একটি ব্যবসা ভাবা উচিত এবং মার্কেট সম্পর্কে ভালভাবে প্রশিক্ষন গ্রহন করা উচিত॥
-
ফরেক্স আমাদের জীবনে অনেক কিছু। কেউ যদি এটা মন দিয়ে শেখে তাহলে পৃথিবীর আর কোন ব্যবসাই তার কাছে আর ভাল লাগবে না। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং লাভজনক ব্যবসা। পৃথিবীতে অনেক বড় বড় ট্রেডার রয়েছেন যারা ফরেক্স করে তাদের রাজকীয় জীবন যাপন করছেন। এটা যদি সম্ভব না হতো তাহলে এই ব্যবসা সারা পৃথিবীতে এতটা জনপ্রিয় হত না। আমরা যদি এই ব্যবসা শিখতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আলোকিত হবে।
-
ফরেক্স করে আমাদের নিজেদের লক্ষ পুরন করা সম্ভব।। ফরেক্স করতে হলে অবশ্যই ফরেক্সের স্ট্রাটেজী মেনে ট্রেড করতে হবে। ফরেক্স খুবই লাভবান ব্যাবসা।। ফরেক্স ভালোমত দিখতে পারলে আমাদের এখান থেকে অল্প দিনেই ভালো সাফল্য পাওয়ার সুযোগ আছে।।