-
ফরেক্স মার্কেট থেকে উপারজন করে একটি পরিবারকে সহজগিতা করা জায় আবার একটি পরিবার নিরভর করতে পারে ফরেক্স ক০রে সেই পরিবার চালানর মত খরচ উপারজন করতে পারে ফরেক্স মার্কেটে ট্রেড করে তাই ফরেক্স করতে হলে আগে ফরেক্স শিখে সেই পরিবার ভাল করে চলতে পারে ফরেক্স মারকেটের আয় থেকে ।
-
অবশ্যই ফরেক্স এমন একটি মাধ্যম হতে পারে যাতে করে একটি পরিবার চালানো সম্ভব। কারন ফরেক্স শুধু ব্যবসা ই না কেউ চাইলে এইটা কে পেশা হিসেবে ও নিতে পারে। তাই কেউ যদি ফরেক্স এ সফলতা অজন করতে পারে। তাইলে নিদ্ধিধায় ফরেক্স করে সে একটা পরিবার খুব ভাল মত চালাতে পারে। কারন ফরেক্স একটা মানুষ কে সাবলম্বী হতে সাহায্য করে। ফরেক্স করে যে কেউ সাবলম্বী হওয়ার পাশাপাশি সে দেশের উন্নয়নে ও ভূমিকা রাখতে পারে।
-
পরিবারের ভরণ পোষণ এই ফরেক্স ব্যবসা দিয়ে সম্ভব । কারণ ফরেক্স ব্যবসা দিয়ে একজন মানুষ সহজেই তার পরিবারের খরচ চালাতে পারে । এজন্য প্রয়োজন তাকে অসীম ধৈর্য্য । যার যত ধৈর্য্য বেশী সে তত বেশী পরিবারের ভরণ পোষণ করতে পারে । সুতরাং একটি পরিবারের সম্পূর্ণ খরচ চালানো সম্ভব এই ফরেক্স ব্যবসার মাধ্যমে ।
-
ফরেক্সে কাজ করে বাড়তি উপার্জন করে পরিবারে বাড়তি চাহিদা মিটিয়ে পরিবার অনেক সুখ নিয়ে আসা যায়।এমন অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা ফরেক্স এর মাধ্যমেই পরিবারের অর্থের যোগান দিয়ে থাকেন এবং ফরেক্স এর উপর সম্পূর্ন ভাবে নির্ভরশীল । আপনি এমনি তে পারবেন না পরিবার চালাতে হলে অনেক পরিশ্রম করতে হবে।তাই আমি মনে করি ফরেক্স থেকে আয় করে পরিবার চালাতে হলে শিক্ষা,জ্ঞ্যান,কোশল অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলে হয়তো আপনি পারবেন ফরেক্স থেকে আয় করতে পারেন।
-
হা ফরেক্স মার্কেটে ট্রেড যদি ভাল করে করা যায় তবে একটি পরিবার অতি সহজে চালিয়ে নিয়ে যাওয়া যাবে। তবে আপনি যদি ভাল ট্রেডার হন তবেই এটা সম্বব।ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই ভাল করে ফরেক্স ট্রেড করা শিখতে হবে বলে আমিভমনে করি।
-
ফরেক্স এখন উপার্জনের মাধ্যমে যাতে একটি পরিবার দরিদ্র থেকে একটু ভাল হতে পারে।এই মার্কেট এ অনেকেই আছেন যারা প্রথম ১০ ডলার নিয়ে ফরেক্স মার্কেট এ আসেন শিখার জন্য। আবার এমন অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা ফরেক্স এর মাধ্যমেই পরিবারের অর্থের যোগান দিয়ে থাকেন এবং ফরেক্স এর উপর সম্পূর্ন ভাবে নির্ভরশীল। তবে জীবনের ২৬টা বছর শুধু পড়াশুনা করতে করতে শেষ তাই নতুন করে ফরেক্স নিয়ে আর বেশী শিক্ষা, জ্ঞান লাভের ইচ্ছে আমার নেই তবে মোটামুটি চেষ্ট করবো সৎ-ভাবে অল্প উপার্জন করতে ।
-
ফরেক্স সম্পর্কে যেহেতু আপনার পূর্ণ ধারণা নেই তাই আপনি নিশ্চিতভাবে বলতে পারছেননা যে ফরেক্স দিয়ে পরিবার চালানো যাই কি যায়না.কিন্তু আমার ধারণা অনুযায়ী আমি মনে করি ফরেক্স দিয়ে একটি ফ্যামিলি চালানো সম্ভব.একটি ফ্যামিলি চালানো একটা বড় খরচ এর বেপার.কিন্তু ফরেক্স দিয়ে এই ধরনের বড় খরচ চালানো সম্ভব.এইটা অসম্ভব কিছুনা শুধু দরকার যথেষ্ট মূলধন আর ধক্ষতা.
-
ফরেক্স এমন উপার্জন মাধ্যম যাতে একটি পরিবার চালানো সম্ভব।কারন ফরেক্সে ভালোভাবে দক্ষতার সাথে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে নিয়মিত ভালো পরিমান অর্থ আয় করা সম্ভব হয়।যেমনটি একজন প্রফেসনাল ট্রেডার করে থাকে।কারন প্রফেসনাল ট্রেডাররা পরিবার চালাতে অর্থাত জীবিকার চাহিদা মেটটাতে প্রধান উপার্জন মাধ্যম হিসেবে ফরেক্স কে ব্যবহার করে।
-
অবশ্যই সম্ভব । শুধু ফরেক্সের আয় দিয়ে একটা পরিবার কেন আপনি যদি ভাল একজন ট্রেডার হয়ে ভাল মানের বিনিয়োগ করেন তবে আপনি একশটা পরিবারও চালাতে পারবেন । আপনি যদি ইউটিউব ও গুগল এর মাধ্যমে ফরেক্সে সফল ব্যাক্তিদের সন্ধান করেন তবে আপনি দেখতে পারবেন যে তাদের আয় ঠিক কি পরিমাণ ছিল ! বিশ্বের বড় বড় ট্রেডাররা যা আয় করে তা দিয়ে একটা ছোটখাট রাষ্ট্র চালানো সম্ভব বলে আমি মনে করি (যদিও কথাটা কতটুকু সত্য হতে পারে আমি জানি না ) । তবে একজন ভালো ট্রেডার এখানের আয় দিয়ে তার পরিবার সুন্দরভাবে চালাতে পারে ।
-
হ্যা ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি আপনার পরিবার চালানো সম্ভব । তবে এর জন্য প্রয়োজন প্রচুর পড়াশুনা এবং অধ্যবসায় । কেননা ফরেক্স মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আগে আপনাকে মার্কেট সম্পর্কে ভালভাবে জানতে হবে । মার্কেটে অভিজ্ঞতা অর্জন না করলে আপনাকে সবসময় লস করে যেতেই হবে ।