-
ফরেক্স ব্যবসায় বয়সের কোন সীমা নেই। যে কোন বয়সে ফরেক্স করা যায়। তবে ব্যবসা এবং হিসাব সমপর্কে একটু ধারনা থাকা লাগবে। কারন হিসাব ছাড়া ফরেক্স শুরু করলে লসের সম্ভাবনা বেশি থাকে। তাই একটু জ্ঞান সম্পন্ন ব্যক্তির ফরেক্স করা উচিৎ। যাতে সে ফরেক্স থেকে তার ভবিষ্যৎ গড়তে পারে।
-
ফরেক্স মার্কেটে কাজ করার জন্য বয়স কোন বাধা নয় । ফরেক্স মার্কেট কাজ করতে হলে প্রয়োজন ইচ্ছা শক্তি আর অনেক বেশি পরিশ্রম করার মানসিকতা । ফরেক্স মার্কেট সকল শ্রেনি পেশার মানুস কাজ করতে পারেন । ফরেক্স মার্কেট নারীদের ভুমিকা রাখতে পারেন । ফরেক্স মার্কেটে ঘরে বসে কাজ করতে পারেন । ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আপনাকে ফরেক্স সিখতে হবে আর কিছুর প্রয়োজন আসে বলে মনে করি না ।
-
ভাই মানুশের কায়েশ যেমন বুরা হয় না । তেমনি আয় করার কোন বয়শ লাগে না । ার ফরেক্স এ আয় করার বয়শ সাইতাই জেবয়সহ এ আপনি আয় করতে ছান । আপনি যখন ফ্রেক্স ার সিখায় নিজেকে সিখিত করতে পারবেন তখন আপনি ফরেক্স বাবশার সাথে জুখত হয়ার উপজগি । তাই ফরেক্স এ আয়ের মাধমে নিজেকে সছল করুন । আপনার মেধা কে উনত করুন ফরেক্স শিখা বং ডেমো প্রাচতিচে ার মধমে ।
-
ফরেক্স এমন একটি ব্যবসা জেটা করতে যে কোন লোক সেই মার্কেটে অংশ গ্রহন করতে পারে।এখানে সে অংশ গ্রহন করতে পারবে না অমুক অংশ গ্রহন করতে পারবে না এমন কোন নিয়ম নিতি নাই তবে ফরেক্স মার্কেটের কিছু নিয়ম আছে সেটা মেনে ট্রেড করতে হয় তবে এই মার্কেটে যে কোন লোক অংশ গ্রহন করতে পারে কোন বয়সের সিমারেখা নাই এখানে যে কোন বয়সের লোক এই ব্যবসায় অংশ গ্রহন করতে পারে।
-
ফরেক্স বিসনেস এ আমি মনে করি কোন সীম আছে আর সেটা হলো 18 থেকে বৃদ্ধ হয়ার আগ পর্যন্ত। কারন কোন ছা্ত্র যদি 18 বছরে নিচে সে যদি ফরেক্স এ আসতে চায় তাহলে আমি মনে করি তাকে আসতে দেওয়া উচিত না কারন ঐই বয়ষের ছাত্রদের অনেক কিছু মাথায় থাকে পরালেখা খেলাধুলা আরও অনেক কিছু আর এর মধ্যে যদি ফরেক্স ব্যবসায় মন দেয় তাহলে সে ফরেক্স ব্যবসায় *ঠিক ভাবে মন দিতে পারবেনা। আর যারা বৃদ্ধ তারা বৃদ্ধ হবার পর তাদের মাথা ঠিক মত কাজ করে না তাই তাদের ফরেক্স থেকে বিরত থাকাই উচিত।
-
ফরেক্স মার্কেটে বয়সের কোন সীমা নাই। যেকোনো বয়সের মানুষ ফরেক্স করতে পারে। কর্ম জীবন থেকে অবসর নিয়ে ফরেক্স করে আমি এমন মানুষ দেখেছি আবার এমন মানুষ দেখেছি যার বয়স ১৮ হয়নি। তবে ফরেক্স থেকে আয় করার জন্য অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকা দরকার। ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকলে যে কেও ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবে।
-
ফরেক্স বিসনেস-এ কোন বয়স সীমা নেই । আপনার অনেক বয়স হয়েছে কিন্তু আপনি কাজ করতে পারছেন না। বয়স বেশী বলে আপনি কৌশল মতো ট্রেড করতে পারবেন না, তা নয়।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা, কৌশল, জ্ঞান, অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবে।
-
ফরেক্স বিজনেসএ বয়সের কোন নিয়ম নেই । এখানে যে কেহ যেকোন বয়সে এসেই বিজনেস করতে পারে । মূল বিষয় হচ্ছে এখানে দক্ষতা । দক্ষতাকে কাজে লাগাতে পারলে আপনি মৃত্যর আগ অবধি ট্রেড করতে পারেন । আর এখানে আসার বিষয়টি মনেহয় অনেকটাই ঐচ্ছিক। আবার প্রতিবন্ধকতারও ব্যাপার আছে । তবে ছাত্র বয়সে ফরেক্স বিসনেসএ না আসাটাই ভাল । কারন ফরেক্স এক প্রকার আসক্তি । ফলে পড়াশোনায় বিগ্ন হতে পারে ।
-
ফরেক্স মারকেটে কোন বয়স নাই কোন লক ফরেক্স করতে পারবে না কন লক ফরেক্স করতে পারবে এই রকম কোন নিয়ম নিতি নাই এই মারকেটে জেকন বয়সের লক ফরেক্স ব্যবসা করতে পারে সে ১০০ বছর হক আর ৫০ বছর হোক কোন সমস্যা নাই।
-
ফরেক্স যেহেতু অনলাইন ব্যবসা তাই এই ব্যবসাই যেকন বয়সের মানুষ যোগ দান করতে পারে। আর সেজন্য অবশ্যই শিক্ষিত হতে হবে। তবে ফরেক্স ব্যবসাই লাভ করা অনেক কঠিন তাই ফরেক্স আগে শিখতে হবে।