-
এটি একটি টেকনিক্যাল টুলস যা দিয়ে ট্রেন্ড নিশ্চিত হওয়া যায়৷সবাই জানি ট্রেন্ড তিন ধরনের তাই এই ট্রেন্ড লাইন একেঁ একেঁ সহজেই আমরা ট্রেন্ড সম্পর্কে সুস্পষ্ঠ ধারনা নিতে পারি৷ট্রেন্ড লাইনের উপরের লাইনকে রেসিসট্যান্স এবং নিচের লাইনকে সাপোর্ট লেভেল হিসেবে গন্য করা হয়৷
-
যে লাইন ধরে মার্কেট বাই বা সেল মুডে মুভ করে থাকে। এটা খুব ভাল ভাবে বের করতে হয়। নতুবা হিউজ লস হবার চান্স অনেক বেশি। আমি অবশ্য ট্রেন্ড লাইন এর উপর জোর না দিয়ে ট্রেন্ড চ্যানেল এর উপর জোর দিয়ে থাকি। যদিও দুটো প্রায়ই একই তারপরও একটু ব্যাতিক্রমও আছে।
-
ফরেক্স মার্কেট এ কোন ইনডিকেটর ব্যবহার না করে শুধু টেন্ডলাইন এঁকে ট্রেড করা যায় আর এটা করে ফরেক্স মার্কেট এ ভাল লাভ ও করা যায় ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ শুধু টেন্ডলাইন এঁকে ট্রেড করে তবে এটা শিখতে একটু সময় বেশি লাগে তবে ভাল করে পারলে ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি বেশি লাভ করা যায় এই ট্রেড লাইন এঁকে
-
ভাই ট্রেন্ড লাইন হলো ফরেক্স মার্কেটের খুবি গুরুত্বপূর্ণ একটা অংশ বিশেষ। মার্কেটের সঠিক ট্রেন্ডটা চিহ্নিত করার জন্যই এই টুলস টি এখানে ড্রো করা হয়। কাজেই এখানে আসলে মার্কেটটা কোন ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে সেটার সঠিক দিক নির্দেশণা পাবার জন্যই যে লাইন টানা হয়, সেটাকেই এখানে ট্রেন্ড লাইন বলা হয়।
-
ট্রেন্ড লাইন ফরেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ন সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারলে মার্কেট মুভমেন্ট সমর্কে বোঝা যায় ।আসলে ট্রেন্ড লাইন হলো মার্কেট যখন কোনদিকে চলতে থাকে তখন সেদিকেই চলার সম্ভাবনা থাকে তাই ট্রেন্ড লাইনের মাধ্যমে ট্রেড করা সম্ভব হবে ।
-
খুবই সহজ এবং জটিল একটা বিষয় হল ট্রেন্ড লাইন। এটা দ্বারা আমরা মার্কেট এর গতি পথ সম্পর্কে ধারণা পেতে পারি কিন্তু অনেক সময় কাজের কাজ কিছুই হয় না। এই ট্রেন্ড লাইন অনেক সময় হিউজ প্রফিট এনে দিলেও অনেক সময় হিউজ লসও করায়। আপনি আমি অনেক সময় ব্রেক আউট ভেবে ফেইক আউটে মাথা ঢুকিয়ে বসে থাকি ।
-
ফরেক্স মার্কেটে টেকনিক্যালি ট্রেড করার জন্য ট্রেন্ড লাইন খুবই গুরুত্বপূর্ন।সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র করতো পারলে মার্কেট থেকে খুব সহজেই প্রফিট করা সম্ভব কেননা মার্কেট সবসময় ট্রেন্ডলাইন ফলো করে চলতে থাকে।
-
3 Attachment(s)
টেকনিক্যাল আনাল্যসিসের জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন এর ব্যবহার করে মুলত প্রাইসের ট্রেন্ড বুঝার জন্য। আমরা যদি এই ট্রেন্ড লাইন সঠিকভাবে আকতে পারি তাহলে আমাদের প্রফিটের সাথে ট্রেড ক্লোজ করতে পারব। ট্রেন্ড লাইন মুলত তিন প্রকার হয়ে থাকে। এগুলো হল-
সাইডওয়ে ট্রেন্ড
আপট্রেন্ড
ডাউনট্রেন্ড
সঠিকভাবে ট্রেন্ড লাইন আকার জন্য অন্তত তিনটি হাই অথবা তিনটি লো পয়েন্ট যুক্ত হতে হবে। নিচের এই চিত্রগুলো থেকে ধারনা নিতে পারেন
[ATTACH=CONFIG]5667[/ATTACH] [ATTACH=CONFIG]5668[/ATTACH] [ATTACH=CONFIG]5669[/ATTACH]
-
ফরেক্স মার্কেটর একটা খুব গুরুত্ত পূর্ণ বিষয় হল ট্রেন্ড লাইন এর মাধ্যমে ফরেক্স মার্কেটে অনেক টাকা আয় করা সম্ভব এই ট্রেন্ড লাইন আবার ৩ প্রকার যেমন আপ ট্রেন্ড ,ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড এই ৩ প্রকার ট্রেন্ড দেখা জায় যখন কোন ট্রেন্ড তৈরি করে তখন সুধু ওই ট্রেন্ড অনুযায়ী মার্কেট চলতে থাকে। এটা সব ট্রেডারের ক্ষেত্রে খুবই দরকার
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে আপনি যদি প্রফিট করতে চান /ট্রেডিং মার্কেটে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ড লাইন বুঝতে হবে।কারন ফরেক্স মার্কেটের বড় গুরুত্বপূর্ন বিষয় হলো ট্রেন্ড লাইন।আর এই ট্রেন্ডলাইন দ্বারা মার্কেটের গতিপথ জানাযায়।