-
ট্রেন্ড লাইন অনুসরণ করে ট্রেড করার সবচেয়ে নিরাপদ এবং লাভজনক।টেকনিক্যা এনালাইসিস এর সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত একটি টুলস হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন দেখান ও মানে মুদ্রার দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা। এ সময়ে ট্রেড করলে সুবিধা হচ্ছে যে কি পরিমান লাভ বা লস হতে পারে তার একটি পূর্ব ধারণা পাওয়া যায়। তাই ট্রেন্ড লাইন অনুসরণ করে ট্রেড করাই উত্তম।
-
আমার মনে হয় মার্কেট এর ট্রেন্ড অনুসরণ করে ট্রেড করতে পারলে ট্রেড লস হওয়ার ঝুকি অনেক কম থাকে ফরেক্স মার্কেট এ একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ফরেক্স মার্কেট এ কোনো একটি চার্ট ওপেন করার পর মার্কেট কোন দিকে নির্দেশনা দিতেসে তা সহজেই বুসতে পারি মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে তা ব্রেক না হওয়া পর্যন্ত ডাউন ট্রেন্ড শুরু হয় না তেমনি ডাউন ট্রেন্ড ব্রেক না হওয়া পর্যন্ত আপ ট্রেন্ড শুরু হয়না ।
-
ট্রেন্ড লাইন সম্পর্কে হয়ত আমার তেমন দক্ষতা নেই । আমি ট্রেন্ড লাইন একে ট্রেড করার চিন্তা করি। কিন্তু সবসময় আমার স্ট্র্যাটেজি কাজ করে না। আমি ট্রেন্ড লাইন যদি উপরের দিকে আকি এবং এবং ক্যান্ডেল যদি আমার ট্রেন্ডলাইন টাচ করে তবে সেল নিতাম, আর নিচের দিকের ক্ষেত্রে বাই নিতাম। কিন্তু ট্রেন্ড লাইন ক্রস করলে ট্রেড নিতাম না। আপনার এই পোস্ট থেকে অনেক কিছুই জানলাম।
-
ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন যে কি গুরুত্বপূর্ন সেটা ফরেক্স ট্রেডাররাই জানেন । আমি মনে করি মার্কেট এনালাইসিস এর জন্য ট্রেন্ড লাইন অনেক গুরুত্বপূর্ন একটা ফ্যাক্ট, মেজর ফ্যাক্ট বলা যায় একে। সবচেয়ে বর কথা ট্রেন্ড যেদিকে থাকে কখনোই তার বিপরীতে যাওয়া উচিত নয়। ট্রেন্ড কে বন্ধু ভেবে ট্রেড করতে হয়। ট্রেন্ডের বিপরীতে তখনই যেতে হয় যখন ট্রেন্ড ব্রেক হয়ে যায়।
-
ফরেক্স ট্রেডিং এ ট্রেন্ড লাইন অনুসরণ করে ট্রেড করা হলো সবচেয়ে নিরাপদ পদ্ধতি। কেননা মার্কেট এর ট্রেন্ড অনুসরণ করে ট্রেড করতে পারলে ট্রেড লস হওয়ার ঝুকি অনেক কম থাকে।এবং নিরাপদে প্রফিট উত্তোলন করা যায়। ফরেক্স মার্কেটে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ফরেক্স মার্কেটে কোনো একটি ট্রেড ওপেন করার পর মার্কেট কোন দিকে নির্দেশনা দিতেসে তা সহজেই বুসতে পারি। মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে তা ব্রেক না হওয়া পর্যন্ত ডাউন ট্রেন্ড শুরু হয় না তেমনি ডাউন ট্রেন্ড ব্রেক না হওয়া পর্যন্ত আপ ট্রেন্ড শুরু হয়না। আমাদের উচিত মার্কেট এ ট্রেন্ড শুরু হওয়ার আগ পর্যন্ত ধর্য ধরে অপেক্ষা করা ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য তাহলে লস এর ঝুকি কম থাকবে। আর এজন্য আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং এ ট্রেডকরার আগে অবশ্যই এই ট্রেন্ড গুলো এনালাইসিস করে ট্রেড ওপেন করা। ধন্যবাদ
-
ভাই ট্রেন্ড লাইনে ট্রেড করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাথতে হবে এবং সঠিকভাবে এ্যানালাইসিসও করতে হবে যে, এই ট্রেন্ডটা আর কতদূর যেতে পারে বা যাবে। এছাড়াও আপনাকে মার্কেটে ফোর্স কিরকম, প্রেসার কিরকম এমনকি কতটুকু রিট্রেসমেন্ট দিতে পারে সেটাও আপনাকে ভাবতে হবে। তাহলেই আপনি ট্রেন্ড লাইনে ট্রেড করে মজা পাবেন।
-
ট্রেন্ড লাইন অনুসরণ করে ট্রেড করা হলো সবচেয়ে নিরাপদ পদ্ধতি। ট্রেন্ড যে দিকের ফলোয়ার আপনি ও সেই দিক ফলো করবেন। ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে বেশী করে সব সময় ভাল করে মার্কেট এ ট্রেন্ড শিখতে হবে। সেইটি দেখে ট্রেড করলে ট্রেড লস হওয়ার সমভ্বনা কম থাকে।তাই আমার মতে ফরেক্স ট্রেডিংয়ে ট্রেন্ড লাইন অনুসরন করা উচিৎ।
-
ট্রেন্ড লাইনে ট্রেড করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে ট্রেন্ডটি আপট্রেন্ড নাকি ডাউনট্রেন্ড। যদি ডাউনট্রেন্ড হয় তাহলে আমরা সব সময় সেল এন্ট্রি নিব আর যদি আপট্রেন্ড হয় তাহলে আমরা সব সময়ই বাই এন্ট্রি নেব।আর যদি কখনো দেখি যে ট্রেন্ডলাইনটি রিটেস্ট বা ব্রেকআউট করেছে তাহলে আপ ট্রেন্ডে সেল এবং ডাউনট্রেন্ডে বাই এন্ট্রি নেব।
-
আপনি যদি শুধু মাত্র লংটাইমে ট্রেন্ড লাইন দেখে উক্ত ট্রেন্ড এর পক্ষে স্কালপিং করেন তবে দেখবেন দৈনিক আপনার প্রফিট রেশিওটি বাড়ছে। আসলে ট্রেন্ড লাইন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে অবশ্যই সর্বদা মার্কেটে ট্রেন্ড ওপেন করার সাথে সাথে সাপোর্ট রেচিস্টেন্প এর মতো খেয়াল করে রাখতে হবে। তাহলে আপনার অনেক সুবিধা হবে।
-
ট্রেন্ড লাইন অনুসরণ করে ট্রেড করা হলো সবচেয়ে নিরাপদ পদ্ধতি। কেননা মার্কেট এর ট্রেন্ড অনুসরণ করে ট্রেড করতে পারলে ট্রেড লস হওয়ার ঝুকি অনেক কম থাকে। ফরেক্স মার্কেট এ একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় য।।,ফরেক্স মার্কেট এ কোনো একটি চার্ট ওপেন করার পর মার্কেট কোন দিকে নির্দেশনা দিচ্ছে তা সহজেই বুসতে পারা যায় ।ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয় ।