-
উপরের মন্তব্য পড়ে বুঝলাম সবাই নতুন। আসলে প্রতিমাসে ৫-৬% বের করাটাই কঠিন নিয়মিতভাবে। যদি আপনি ২০-৩০% বের করতে পারেন তাহলে ভাবুন ৩ মাসে টাকা ডাবল। তাহলে রিস্ক লেবেটা কোথায় গিয়ে দাড়াবে। যদি বেশি ইনকাম চান তাহলে ডিপোজিট বাড়ান, রিস্ক বাড়াবেন না। তাহলে কিন্তু আম ছালা দুটোই হারাবেন। তাই আমার পরামর্শ হলো ঠিকঠাক ট্রেডিং করা শিখুন। ডলারে ইনকাম না হিসেব করে এটা হিসেব করুন আপনি কত পিপস পাচ্ছেন প্রতিমাসে।
-
ফরেক্স মার্কেট থেকে কত পারসেন্ট প্রফিট করতে চাই তা বলা যাবে না। আমি অবশ্যই চেষ্টা করি থাকি 100 ডলার প্রফিট করার । এটা আসলে নিজের উপর নির্ভরশীল হয়। ভালো ভাবে ট্রেড করতে পারলে অনেক বেশী প্রফিট লাভ করা যাবে। তাই আগে বেশী করে জানতে হবে কিভাবে ভালো করে শিখা যায়। তাহলে অবশ্যই বেশী করে টাকা উপার্জন করা যাবে।
-
আমার মতে ফরেক্স মার্কেট থেকে আপনি কত পারসেন্ট প্রফিট করবেন এটা নির্ভর করবে আপনার উপর । আপনি যদি ফরেক্স ট্রেডিং খুব ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে পারবেন । আর আপনি কোন পেয়ার এ ট্রেড করবেন এটা আপনাকেই নির্বাচন করতে হবে । আপনাকে সঠিক এনালাইসিস করে পেয়ার নির্বাচন করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি জে সময় যে পেয়ারে ভালো মুনাফা আয় করার সম্ভবনা দেখবেন তখন আপনি সে পেয়ারে ট্রেড করতে পারেন ।
-
ফরেক্স বিজনেস থেকে আপনি কত পার্সেন্ট লাভ করতে পারবেন, তা নির্ভর করে আপনার দক্ষতার উপর। আমার প্রতিদিন ১০% থেকে ২০% প্রফিট হলেই চলে। এছাড়া আমি আমার পার্সেন্ট এর পরিমাণ বাড়াতে চাই।।
-
ফরেক্স থেকে আয় টা নির্ভর করে আসলে দক্ষতা এবং বিনিয়োগ এর উপর । আমি এখন তেমন একটা লাভ করতে পারি নাই । তবে ডেমোতে ভাল ট্রেড করছি । আশা করি ফরেক্স থেকে ভাল একটা ইনকাম করতে পারব।
-
ফরেক্স মার্কেট থেকে আমি আমার ব্যালেন্স অনুয়ায়ী ১২০% প্রফিট করতে চায় এবং আমি eurusd থেকে প্রতি দিন ২০ পিপ করে প্রফিট করতে চায় তাহলে আমার চাহিদা অনুয়ায়ী আমি প্রফিট করতে পারবো বলে আমি মনে করি । তাই আপনি যদি ফরেক্স এ আয় করতে চান তাহলে আপনাকে আগে ফরেক্স সর্ম্পকে জানতে হবে এবং আপনাকে অনেক প্ররিশ্রম করতে হবে তাহলে আপনি ফরেক্স এ আয় করতে পারবেন সহজেই ।
-
স্বাভাবিকভাবেই যেকোন ব্যাবসায় খুব বেশি লোভ না করাই শ্রেয়। আমি মনে করি প্রতি দিন বুঝে মানে প্রপার এনালাইসিস করে সবোর্চ্চ ৩০% প্রফিট করলেই যথেষ্ট। এর বেশি করতে গেলে অনেক সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লাভ করাটা হল নিজের ফরেক্স এর উপর অভিজ্ঞতা থেকে পাওয়া যায়। যে যেমন অভিজ্ঞ ফরেক্স এর বাপারে সে তত লাভবান হবে। আর যার অভিজ্ঞতা খুব কম তাদের জন্যে ফরেক্স এ লাভ করাটা একটু কষ্টসাধ্য হয়ে পরবে ।
-
ফরেক্স বিজনেসে যদি আপনি প্রতিদিন ২% করে প্রফিট করতে পারেন তাহলে প্রতিমাসে হয় ৬০% তাহলে আমি মনে করি মোটামটি চলা যেতে পারে।তাই আমাদের ফরেক্স শিখতে হবে ভাল করে যেনো লাভ করতে গিয়ে যেনো মূলদন যেনো আমরা হারিয়ে না ফেলি।আর আমি মনে করি আমরা যদি ফরেক্স থেকে প্রতিমাসে 100 ডলার আয় করতে পারি তাহলে আমাদের ফরেক্স বিজনেস করে লাভবান মনে করবো।
-
যথাযথ জ্ঞান আপনার জন্য চালিকা শক্তির মতো, যা আপনাকে শুরু থেকে শেষ অবধি ভাল যাত্রা করতে সহায়তা করে, তবে তা আপনার ব্যবসায়ের ভ্রমণ বা অন্য কিছু হোক। যে লোকেরা কোনও ক্ষেত্রে প্রবেশ করে, এ সম্পর্কে যথাযথ জ্ঞান ছাড়াই এবং তারা মনে করে যে তারা একই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবে, তারা অত্যন্ত ভুল are