ফান্ডামেন্টাল এনালাইসিস হল যেকোন দেশের অর্থনৈতিক,সামাজিক, রাজনৈতিক, সরবোপরি দেশটির ক্রিয়াকলাপ জানার একটি পদ্ধতি। যাতে দেশটির অবস্থা যেনে ট্রেড করা যায়।
Printable View
ফান্ডামেন্টাল এনালাইসিস হল যেকোন দেশের অর্থনৈতিক,সামাজিক, রাজনৈতিক, সরবোপরি দেশটির ক্রিয়াকলাপ জানার একটি পদ্ধতি। যাতে দেশটির অবস্থা যেনে ট্রেড করা যায়।
আপনি যে দেশের মুদ্রায় ট্রেড করবেন সেই দেশের আর্থিক, সামাজীক ইত্যাদি সম্পর্কে তথ্য বিবরনী ফান্ডামেন্টাল এনালাইসিস হতে খুজে পাওয়া যায়। ট্রেড করার পূর্বে আপনার উচিত হবে সেই দেশের ফান্ডামেন্টাল এনালাইসিস করে তারপর ট্রেড করা।
ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কার্যকলাপ প্রক্রিয়ার জানার একটি পদ্ধতি। আর উক্ত বিষয়গুলো জানার মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করে যাতে লাভবান হতে পারে সেজন্যই এই ফান্ডামেন্টাল এনালাইসিস এর মত বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আপনি যে পেয়ারের উপর ট্রেড করতে চান আগে সেই পেয়ারের অবস্থা সম্পর্কে জানতে হবে আর এজন্য আপনাকে ঐ পেয়ারের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের মত কিছু বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন।
ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে কোনো দেশের অর্থনীতির মৌলিক পরিস্হিতি পর্যবেক্ষন করা৷এজন্য আমরা বিভিন্ন নিউজ সাইট যেমন-forexfactory.com,investing.com ইত্যাদি সাইটগুলোতে প্রতিদিনই ছোট বড় নিউজগুলো লক্ষ্য করবো৷b.b.c ও c.n.n চ্যানেলে business report গুলো দেখতে পারি৷যে দেশের কারেন্সী নিয়ে ট্রেড করতে চান ঐ দেশের সার্বিক অবস্হার উপর ঐ কারেন্সীর ভ্যালু উঠানামা করে থাকে৷এজন্যই এই ফান্ডামেন্টাল এনালাইসিস করা জরুরী৷
ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে বোঝায় কোন দেশের রাজনৈতিক , সামাজিক ইত্যাদি বিভিন্ন ধরনের বিষোয় যেগুলোর উপর কোন একটি দেশের অর্থনীতির প্রভাব ফেলে । আর নিউজ দেখে দেখে বুঝে বুঝে আমাদের ফান্ডামেন্টাল এনালাইসসি করতে হয় । ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স এ খুব গুরুত্বপুর্ন এনাআলিসসি । সফল হতে হলে দুই ধরনের এনালাইসিসই আমদের করতে হবে । কোন একটিতে দুর্বল হলে চলবে না ।
ফরেক্স এ ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে আমরা বুঝি যে , আপনি যে কারেন্সি পেয়ারে ট্রেড করবেন সেই দেশের আর্থ সামাজিক অস্থা ।। আপনাকে কোন কারেন্সি পেয়ারে ট্রেড করতে হলে আপনাকে সবার আগে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে ।
ফান্ডামেন্টোল এনালাইসিস হল আপনাকে জানতে হবে কোন দেশের অবস্থা কি রকমের আছে যদি দেশের অবস্থা খারাপ থাকে তাহলে এউ দেশের কারেন্সি ভেলু কম আর যদি ঐ দেশের অবস্থা ভালে থাকে তবে ঐ দেশের কারেন্সি ভেলু বেশি। আর আপনাকে দেশের খবর রাখতে হবে সব সময় কোন দেশে কি পরিস্থিতি যাচ্ছে কারন এটিই হলো ফান্ডামেন্টাল এনালাইসিস ।
ফরেক্স মার্কেটে কিছু এনালাইসিস আছে তার মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস হল একটি গুরুত পুরন একটি জিনিস কারন ফান্ডামেন্টাল দিয়ে এনালাইসিস করে আমরা কোন দেশের অর্থনৈতিক অবস্থা জানতে পারি আর ফরেক্স করার জন্য এটা খুভ গুরুত পুরন একটি বিসয় কারন কোন দেশের কারেন্সি সেই দেশের অর্থনৈতিক এর উপর প্রভাব পরে ফরেক্স মারকেটের উপর ।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে।যেমন কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে।বেকারত্বে পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।আর দেশের অর্থনৈতিক অবস্থা ভাল কারেন্সির ভ্যালু বেশী।দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ কারেন্সির ভ্যালু কম থাকে।
একটি দেশের অর্থনৈতিক ,রাজনৈতিক ও সামাজিক অবকাঠামো পর্যালোচনা করে যে এনালাইসিস করা হয় তাকেই ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়। বিশ্বের প্রতিটি দেশ তাদের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন নিউজ প্রকাশ করে থাকেন। এগুলোকে ইকনোমিক্যাল নিউজ বলা হয়। এ ধরনের নিউজ বিচার-বিশ্লেষণ করে ট্রেডার গন যে এনালাইসিস করে থাকে তাকেই ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। যেমন বর্তমানে করনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইউরোপের অর্থনীতি প্রায় হুমকির মুখে। এজন্য জিবিপি এবং ইউরো অন্যান্য কারেন্সির তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। একই ঘটনা ঘটেছে কানাডার ক্ষেত্রেও। যে কারণে এ সকল পেয়ারে লাগামহীনভাবে মার্কেট ওঠানামা করছে।