আমি ফরেক্স ট্রেড করার জন্য ইন্সটা বেছে নিয়েছি কার ইন্সটা আমার খুভ ভাল লাগে এখানে বলতে গেলে আমাদের এসিয়ার ব্রোকার খুভ ভাল বাংলা সাপোর্ট আছে আমরা বাঙ্গালী তাই বাংলা থাকলে আমাদের অনেক সুবিধা হয় আমরা বাংলা ভাল বুঝি ।
Printable View
আমি ফরেক্স ট্রেড করার জন্য ইন্সটা বেছে নিয়েছি কার ইন্সটা আমার খুভ ভাল লাগে এখানে বলতে গেলে আমাদের এসিয়ার ব্রোকার খুভ ভাল বাংলা সাপোর্ট আছে আমরা বাঙ্গালী তাই বাংলা থাকলে আমাদের অনেক সুবিধা হয় আমরা বাংলা ভাল বুঝি ।
আসলে ফরেক্সে ট্রেদ করার জন্য অনেক ব্রোকার আছে তবে সব ব্রোকার সব সময়ে ভাল ফল দায়ক হয় না আমি সাধারনত ইনেস্তা ফরেক্স ব্রোকার এ ট্রেড করে থাকি এজন্ন আমি এটা কে বেশী বিশ্বাস করি
আমি তিনটি ব্রোকার সাইটে কাজ করি । এফএক্সসিএম, লাইট ফরেক্স এবং ইন্সটা । আমার মতে এই তিনটা ব্রোকার সাইটই খুব ভাল । স্প্রেড কম । টাকা পয়সার লেনদেনেও কোন ঝামেলা নেই । তাই আমি এই তিনটা ব্রোকার সাইটই বেছে নিয়েছি ।
আমি শুরু থেকে এই প্রর্যন্ত জনপ্রিয় ব্রোকার হাউজ ইন্সটা ফরেক্সে সফলতার সাথে ট্রেড করে আসছি এই ব্রোকার হাউজের ব্রোকার কমিশনও আমার কাছে মনে হয়েছে অন্যান্য ব্রোকার কমিশনের থেকে যথেষ্ট কম তাছাড়া এই ব্রোকার হাউজ তাদের ট্রেডারদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে ২৪ ঘন্টার অনলাইন হেল্প কেয়ারের সু-ব্যাবস্থা রেখেছে যা অনেক ব্রোকার হাউজ এখন প্রর্যন্ত করতে পারেনি তাই আমি মনে করি এই ব্রোর হাউজটিই বেস্ট।
:tie:আমি আনকে ব্রোকার এর নাম সুনেছি তবে আমার কাছে ইন্সটা ফরেক্স সব থেকে ভাল মনে হয় । হ্যাঁ আমি ব্রোকার হিসেবে ইন্সটা ফরেক্স কে বেছে নিয়েছি । কারণ ইন্সটা ফরেক্স এশিয়ার ১ নাম্বার হিসেবে ইতি মধ্য ভাল জনপ্রিয় লাভ করেছে । আপনে ইন্সটা ফরেক্স কে বিশ্বাস করতে পারেন । কারণ ইন্সটা ফরেক্স ভাল মানের ব্রোকার ।
আমি দুইটা ব্রোকারে ট্রেড করি। সেই ব্রোকার দুইটা হল xm এবং Instaforex. এই দুইটা ব্রোকার ব্যাবহারের অনেক গুলো কারন আছে।এই দুইটা ব্রোকার নতুন দের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যাবস্থা রেখেছে।যেমন Instaforex ফোরাম পোষ্ট বোনাস। xm আবার ফ্রি ওয়েবিনিয়ার। সুধু এই নয়। Instaforex ও xm এর আরো অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই আমি Instaforex এবং xm ব্রোকার ব্যাবহার করি।
:woo:আমি ট্রেড করার জন্য ইন্সটাফরেক্স ব্রোকার কে বেছে নিয়েছি কারন আমি মনে করি ইন্সটাফরেক্স ব্রোকার অনেক ভালো এবং এটি এশিয়ার নাম্বার ১ ব্রোকার। আমি এখন শুধু InstaForex ব্রোকার এ ট্রেড করি, এর আগে আমি আর ও অন্ন অন্ন ব্রোকার এর সাথে ছিলাম কিন্ত এও ভাল সার্ভিস পাইনাই Instaforex এর মত, তাই আমি বলব InstaForex ব্রোকার ই শব চেয়া ভাল শর্ব দিক দিয়া।
বিভিন্ন রকম ব্রকের সাইট আছে। তার মধে ভালতাই বেসে নিতে হবে। ইন্সটাফরেক্স এর নাম অনেকেই বলে। অতা বেস ভাল । প্রফেসনাল কোন সাইটএ কাজ করাই ভাল। তানাহলে ভাল সারভিস পাওয়া যাবে না।
আমি অনেক ব্রোকারে ট্রেড করেছি .তবে আমার কাছে ইন্সটান্ট ফরেক্স ব্রোকারে বেশি সুবিধা দেয়। তাই আমার কাছে ইন্সটান্ট ফরেক্স সবচেয়ে ভাল ব্রোকার মনে হয়।
আমি বর্তমানে ইন্সতাফরেক্স এর মধ্যে ট্রেড করি, কারণ ইন্সতাফরেক্স আমার ট্রেড করতে ভালো লাগে, আর ইন্সতাফরেক্স ব্রোকার মধ্যে ট্রেড করলে ব্রোকার কমিশনও কম কাটে, দিরিস্থিরে শান্তভাবে ট্রেড করা যায় এবং শান্তভাবে ট্রেড করলে ভালো প্রফিত করা যায়।